এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

WEB Ad_Valentine



বেনজির ছবি মুক্তি, টেলিভিশনে মুক্তি পাচ্ছে দেবের ছবি ‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’



নিজস্ব প্রতিনিধিঃ আগামী ১০ অক্টোবর মুক্তি পেতে চলেছে হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী। এছবি দর্শকদের পুজোর উপহার এমনটাই জানান দেব। এই পুজোয় মুক্তি পেতে চলেছে দেব প্রযোজিত, অনিকেত চট্টোপাধ্যায় পরিচালিত ছবি ‘হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী’। তবে সিনেমাহলে নয় টেলিভিশনের পর্দায় মুক্তি পাচ্ছে ছবিটি। প্রযোজক অভিনেতা দেবের বক্তব্য, এই পুজোয় ছোটদের জন্য ছবি নিয়ে আসছেন তিনি। দীর্ঘদিন ধরে আটকে এই ছবির মুক্তি। মহামারীর জেরে মুক্তি নিয়ে অপেক্ষায় ছিলেন পরিচালক, প্রযোজক থেকে ছবির অভিনেতা অভিনেত্রী সকলেই। সোমবার সে সব অপেক্ষার অবসান ঘটিয়ে জানানো হয় আগামী ১০ অক্টোবর জলসা মুভিজে মুক্তি পেতে চলেছে হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রী। তবে এখান থেকেই প্রশ্নের সূত্রপাত। তাহলে কি মুক্তি পাচ্ছেনা বড় পর্দায় এই ছবি? এপ্রসঙ্গে মুক্তির দিন ঘোষণার পাশাপাশি দেব জানান, ‘চমকের এখানেই শেষ নয়। আরও চমক আসছে।  তবে এখনই সবটা জানাতে চাননা।

দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের এই গল্প নিয়ে কাজ করছে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারস। বোম্বাগড়ের রাজা হবুচন্দ্রের রাজ্যে সকল প্রজারাই ভীষণ হাসিখুসি। রাজাও বেশ প্রজাবৎসল। তবে তিনি রাজা হলেও রাজ্যপাট চালান তাঁর মন্ত্রী গবুচন্দ্রই। আর হঠাৎ করেই একদিন দুঃখের ঘনঘটা দেখা যায় প্রজাদের মধ্যে। হঠাৎ কি হল? জানতে হলে তো দেখতে হবে বাকি ছবিটা। সোমবার মুক্তি পায় ছবির তিনটি গান। এর মধ্যেই ছবির প্রেক্ষাপট বোম্বাগড়ের জাতীয় সঙ্গীতও প্রকাশ্যে এল। বাকি এখনও আরও একটি গান মুক্তি। দেব জানাচ্ছেন, ‘সেই গানই তো আরও বড় চমক। আর আমি থাকলে সেখানে চমক তো থাকবেই’।

এই ছবির ইউএসপি বলা যায় সৌমিত্র চট্টোপাধ্যায়ের গলা। রুপকথার এই গল্পের সঙ্গে যিনি আমাদের পরিচয় করাবেন। বলা ভালো যিনি আমাদের গল্প শুনতে শুনতে দেখতে ও বুঝতেও সাহায্য করবেন। আর তাই এই কন্ঠ যে এক রোমহর্ষক বিষয় তৈরি করতে চলেছে তা নিঃসন্দেহে বলা যায়। ছবিতে অভিনয় করতে চলেছেন শ্বাশ্বত চট্টোপাধ্যায়, অর্পিতা চট্টোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়, শুভাশিস মুখোপাধ্যায় প্রমুখেরা।

দেব জানান, দীর্ঘদিন ধরে মানুষ ঘরবন্দী একঘেয়েমির শিকার আবালবৃদ্ধবণিতা। বিশেষত শিশুরা, যাঁদের বাইরে বেরনো বন্ধ। স্কুলে যাওয়া নেই, বন্ধুদের সঙ্গে দেখা নেই, বাইরে খেলতে যাওয়া নেই। আর এই অবস্থায় সিশুদের নিয়ে বাইরে যেতে ভয় পাচ্ছেন মা বাবারা। তাই সিনেমা হল খুললেও তৃতীয় ঢেউ নিয়ে সকলেই আতঙ্কিত। অন্যদিকে ছবি মুক্তির দিকটিও দেখতে হচ্ছিল তাই সবকিছু মিলিয়েই এমন এক প্ল্যাটফর্মে রুপকথার গল্প মুক্তি পাচ্ছে। বাড়িতে বসেই ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে পারবেন দর্শক। প্রযোজকের ভূমিকায় দেব থাকলেও তিনি যে ব্যবসার কথা পড়ে ভাবেন ছবির মান নিয়ে ভাবেন আগে এই অজানা তথ্য এদিন জানান রাণী কুসুমকুমারি ওরফে অর্পিতা চট্টোপাধ্যায়।



Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বিয়ের আগেই গর্ভবতী, মা হতে চলেছেন ঋতাভরী, বড় ঘোষণা

ছোট ছেলেকে নিয়ে মুম্বইয়ের গণপতি দর্শনে শাহরুখ

রাঘব-পরিণীতির বিয়েতে অতিথিদের ফোন ব্যবহারে কোনও নিষেধাজ্ঞা নেই

নয়া সংসদ ভবনে তামান্না ভাটিয়া, ‘মহিলা সংরক্ষণ বিল’ নিয়ে তাঁর কী মত?

অদ্রিজার হিন্দি সিরিয়ালের সেটে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু ২৩ বছরের লাইটম্যানের

প্রেক্ষাগৃহে ‘জওয়ান’ চলাকালীন অক্ষয়ের বিজ্ঞাপন দেখে ক্ষুব্ধ দর্শক

Advertisement

এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর