এই মুহূর্তে




প্রশংসা করেও রেহাই নেই, ‘ধুরন্ধর’-এর রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলে বিপাকে হৃতিক

নিজস্ব প্রতিনিধি: ‘ধুরন্ধর’ দিয়ে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছেন রণবীর সিংহ। ছবিটি নিয়ে একাধিক বিতর্ক হলেও মুক্তির প্রথমদিন থেকেই বক্সঅফিসে দারুণ ফর্মে আছে ‘ধুরন্ধর’। ইতিমধ্যেই ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়েছে ছবির আয়। তবে রণবীরের থেকেও বেশি প্রশংসিত হচ্ছে অক্ষয় খান্নার অভিনয়। ছবিটি একটি স্পাই থ্রিলার। আদিত্য ধর পরিচালিত ধুরন্ধরের সবার অভিনয় পছন্দ হয়েছে ভক্তদের। পাশাপাশি বলিউড অভিনেতারাও ছবির দুর্দান্ত রিভিউ দিচ্ছেন। অর্থাৎ রণবীর সিংহের ‘ধুরন্ধর’, বলিউড জুড়ে ব্যাপক সাড়া ফেলেছে। দর্শক ও ভক্তদের মধ্যেও সাড়া ফেলেছে ছবিটি। হৃতিক রোশনও উচ্চ-প্রোফাইল ভক্তদের মধ্যে একজন হয়ে উঠেছেন।

 

তিনিও ছবির দুর্দান্ত রিভিউ দিয়েছেন এবং রণবীরের অভিনয়ে মুগ্ধ হয়ে গিয়েছেন। হৃতিক ইনস্টাগ্রামে ছবিটির পর্যালোচনা করেছেন। বিশেষ করে, ধুরন্ধরের সিনেমাটিক ভাষা এবং কাহিনীর তীব্রতা তাঁর মন ছুঁয়ে গিয়েছে। তাঁর দেওয়া রিভিউ সেই কথাই বলছে। হৃতিক চলচ্চিত্র নির্মাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে লিখেছেন, ‘আমি সিনেমা ভালোবাসি, তবে আমি এমন লোকদের ভালোবাসি যাদের সিনেমার গল্প সাধারণ জীবনে নাড়িয়ে দেওয়ার জন্যে যথেষ্ঠ। ধুরন্ধর এর একটি উদাহরণ। গল্প ভাল লেগেছে। এটি সত্যিই একটি মন ছুঁয়ে যাওয়ার মতো সিনেমা।’ পাশাপাশি অভিনেতা স্বীকার করেছেন যে, তিনি ছবিটির রাজনৈতিক মতাদর্শ নিয়ে একেবারে একমত নন। তবুও, তিনি কারুশিল্পের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। বিশ্বের নাগরিক হিসেবে চলচ্চিত্র নির্মাতাদের কী দায়িত্ব পালন করা উচিত? রাজনীতি যোগ না করাই ভাল।

তিনি আরও জানিয়েছেন, একজন অভিনেতা হিসেবে তিনি এই সিনেমার থেকে অনেক কিছু শিখেছেন। যদিও হৃতিকের এই দৃষ্টিভঙ্গি তাৎক্ষণিকভাবে অনলাইনে বিতর্কের জন্ম দিয়েছে। বেশ কয়েকজন ইন্টারনেট ব্যবহারকারী তাঁকে ‘জাতীয় অনুভূতির বিরুদ্ধে যাওয়ার’ অভিযোগ করেছেন। কেননা ছবিটিতে ভারত-পাকিস্তানের উত্তেজনাকর দৃশ্য দেখানো হয়েছে। আবার কেউ কেউ যুক্তি দিয়েছেন যে, তাঁর মন্তব্য জনসাধারণের ভাবমূর্তি নষ্ট করতে পারে। আবার অনেকে হৃতিকের সঙ্গে জড়িত অতীতের বিতর্কগুলি তুলে ধরেছেন। তবে এই হট্টগোলের মধ্যেও, ধুরন্ধরের সাফল্য অব্যাহত রয়েছে। ছবিটিতে মুলত হামজা আলি মাজারির কাহিনী তুলে ধরা হয়েছে। যিনি একজন সন্ত্রাসবাদী ছিলেন, যে রেহমান ডাকাইতের গ্যাংয়ে যোগদানের ছদ্মবেশে পাকিস্তানের অপরাধ জগতে প্রবেশ করেছিলেন। এরপর একজন শক্তিশালী রাজনীতিবিদের মেয়ের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। পরে গোয়েন্দা তথ্য সংগ্রহকারী একজন ভারতীয় গুপ্তচর হিসেবে তাঁর আসল পরিচয় প্রকাশ্যে আসে। যে চরিত্রে অভিনয় করেছেন রণবীর সিংহ। ছবিটির সিক্যুয়েলের ১৯ মার্চ, ২০২৬-এ মুক্তি পাবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘মিকা আগে ভাল গাইত না, আমার এক চুমুতেই তাঁর কন্ঠ সুরেলা হয়েছে’, বিস্ফোরক রাখি সাওয়ান্ত

কাজের খাতিরে পাকিস্তান যাবেন? আলিয়ার জবাবে তোলপাড় নেটপাড়া

শনিতে যুবভারতীতে মেসির সঙ্গে থাকবেন সৌরভ, থাকছেন আরও ১ তারকা

সমাজমাধ্যমে গা গরম করা ছবি জয়ার, দেখলে চোখ আটকে যাবে

অনুমতি ছাড়া সলমান খানের নাম-ছবি ব্যবহারে কড়া নিষেধাজ্ঞা জারি করল দিল্লি হাইকোর্ট

‘বিদ্যা ব্যানার্জি’র ছ্যাকায় টিআরপিতে মুখ পুড়ল ‘পরিণীতা’, ‘ফুলকি’দের, সেরা কে?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ