নিজস্ব প্রতিনিধি: ২০১৯ সালে রানাঘাট স্টেশনে প্রথম ভাইরাল হয়েছিল রানু মন্ডলের গান। যা নিমেষে ভাইরাল হয়। লতাকণ্ঠী রানুর প্রশংসায় পঞ্চমুখ হয় সকলেই। এরপর রানু-র ডাক পরে এক রিয়েলিটি শো-তে। তারপর সেখানেই তিনি নজরে আসেন হিমেশ রেশামিয়ার।
তবে সম্প্রতি ফের খরবের শিরোনামে উঠে এসেছেন তিনি। ইওহানি ডি’সিলভার গাওয়া জনপ্রিয় সিংহলী গান ‘মানিকে মাগে হিথে’ গেয়ে ফেললেন তিনি। ভাইরাল সেই ভিডিও।
পরনে রয়েছে লাল রঙের টি-শার্ট, খোলা চুল। যিনি ভিডিও বানাচ্ছিলেন, সেই ইউটিউবারও শেষে প্রশংসা না করে পারলেন না, বললেন ‘অসাধারণ, অসাধারণ’। শুনে হেসে ফেললেন রানু।
ইতিমধ্যেই এই ভিডি ১ লাখেরও বেশি মানুষ দেখে ফেলেছেন। লাইক করেছেন ২.৯ হাজার মানুষ। অনেকেই কমেন্ট বক্সে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।