এই মুহূর্তে




মাথায় জলদস্যুর টুপি! কার প্রংশসায় ভাসলেন ‘দেশি গার্ল’ ?

courtesy google




নিজস্ব প্রতিনিধি : স্বামী নিক জোনাসের সঙ্গে দিব্যি সংসার করছেন প্রাক্তন বিশ্বসুন্দরী।তবে শুধু সংসার কেন পেশাগত জীবনেও দেখভাল করে চলেছেন প্রিয়াঙ্কা।বলিউড ছেড়ে পাড়ি দিয়েছেন হলিউডে। সেখানে প্রায় ১০ বছরের চেষ্টায় পায়ের তলার মাটি শক্ত করেছেন তিনি। প্রিয়াঙ্কা চোপড়া গত কয়েক মাস ধরেই অস্ট্রেলিয়ায় তাঁর ‘দ্য ব্লাফ’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত ছিলেন। সদ্যই শেষ হয়েছে শুট্যিং। সমাজমাধ্যমে শুট্যিংয়ের শেষ দিনের ছবিও পোস্ট করেছিলেন প্রাক্তন বিশ্বসুন্দরী। তবে এবার কিছুটা হলেও ব্যস্ততা কমেছে অভিনেত্রীর।

শুট্যিং শেষ হতেই ছুটির দিনে সপরিবারে সময় কাটাচ্ছেন নিক প্রিয়াঙ্কা। সঙ্গে তাঁদের ছোট রাজকন্যা মালতি।রবিবার (১১ আগস্ট) সামাজিক মাধ্যমে অনুরাগীদের সঙ্গে সপরিবারে কাটানো আদুরে মুহূর্ত ভাগ করে নিয়েছেন প্রাক্তন বিশ্বসুন্দরী। শুট্যিং সেট থেকে একটি ভিডিয়ো ও সপরিবারে কাটানো একটি ছবিও পোস্ট করেছেন অভিনেত্রী। ছবিটিতে দেখা যাচ্ছে ঘন কালো রঙের টুপি পড়ে আছে প্রিয়াঙ্কা ও মেয়ে মালতি। অভিনেত্রীর কালো টুপিতে  লাল ও মালতির টুপিতে রয়েছে সাদা রঙের বর্ডার। তবে মা মেয়ের উভয়ের টুপিতে রয়েছে কঙ্কাল আঁকার ছাপ। অর্থাৎ  এটি জলদস্যুদের টুপি। প্রিয়াঙ্কাকে আগামী জলদস্যুর চরিত্রে দেখা যাবে ব্লাফ ছবিতে। তাই মা মেয়ে মিলে জলদস্যুদের টুপি পরে উদযাপন করছেন।

এর পরের ভিডিয়ো ক্লিপে দেখা গিয়েছে, শুট্যিং সেটে সেখানে অভিনেত্রী ক্রু সদস্যদের আলিঙ্গন করছেন একে একে। ভিডিওটি যে রেকর্ড করছিল (স্বামী নিক জোনাস) সে মালতীকে বলে, তাঁর মা অর্থাৎ অভিনেত্রী প্রিয়াঙ্কাকে আলিঙ্গন করতে এবং তাঁকে অভিনন্দন জানাতে ব্লাফ ছবির জন্য।

শুধু তাই নয়, দ্য ব্লাফের শুট্যিং শেষে নিজের আবেগ-অনুভূতির কথাও জানিয়েছেন অভিনেত্রী। সামাজিক মাধ্যমে ক্যাপশনে প্রিয়াঙ্কা লিখেছেন,  ‘এটা হল দ্য ব্লাফের ছবির একটি দৃশ্য! তাঁর পাশে রয়েছে তাঁর পরিবার এবং কিছু কাছের মানুষ। তাঁদের সঙ্গে আনন্দ উপভোগ করতে পেরে তিনি খুব খুশি। কেননা কাছের মানুষগুলো তাঁর পাশে রয়েছে। এটা একটা বিশেষ সুবিধার বলা যেতে পারে।’পাশাপাশি সহকর্মীদের প্রশংসায় ভরিয়ে দিয়েছেন তিনি। ফ্র্যাঙ্কি ই ফ্লাওয়ারের সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, সম্প্রতি ‘হেডস অফ স্টেট’ চলচ্চিত্রের শুটিং শেষ করেছেন প্রিয়াঙ্কা। এই ছবিটি ছিল একটি অ্যাকশন কমেডি ছবি যেখানে ইদ্রিস এলবা এবং জন সিনার সঙ্গে অভিনয় করেছেন ‘দেশী গার্ল’। তিনি বর্তমানে  অস্ট্রেলিয়ায় ফ্রাঙ্ক ই. ফ্লাওয়ারস পরিচালিত ‘দ্য ব্লাফ’-এ ছবির শুট্যিং  শেষ করেছেন। সেখানে তাঁকে এক সাহসী জলদস্যুর ভূমিকায় দেখা যাবে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ঢাকায় গ্রেফতার গান বাংলা চ্যানেলের কর্ণধার তাপস

প্রয়াত মিঠুন চক্রবর্তীর প্রথম স্ত্রী হেলেনা লিউক

মঞ্জুলিকা ফিরতেই ধামাকা! মাত্র তিন দিনেই ১০০ কোটির ক্লাবে ‘ভুলভুলাইয়া ৩’

দীপাবলির পরই দুঃসংবাদ, কাছের মানুষকে হারিয়ে ভেঙে পড়লেন লোপামুদ্রা মিত্র

৫৯ বছরে পা দিয়েই জীবনের বড় সিদ্ধান্ত নিলেন শাহরুখ খান

বাংলাদেশে শুরু তালিবান রাজ! মাঝপথে বন্ধ করে দেওয়া হল নাটক

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর