এই মুহূর্তে




পারিবারিক পুজোয় কাকা দেব মুখোপাধ্যায়কে স্মরণ করে কেঁদে ফেললেন রানি-কাজল

নিজস্ব প্রতিনিধি: দুর্গাপুজো শুধু কলকাতায় নয়, মুম্বইতেও বিখ্যাত। যদিও কলকাতার মতো মুম্বইতে তেমন আমোদ প্রমোদ নেই, তবুও মুম্বইতে বসবাসকারী বাঙালি কলোনিতে দুর্গাপুজো ধুমধাম করে অনুষ্ঠিত হয়। আর মুম্বইয়ের একটি বিখ্যাত পুজো ছিল, নর্থ বোম্বের পুজো। অর্থাৎ বলিউড পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের বাড়ির পুজো। যেখানে প্রতিবছর পুজোর শুরু থেকে দেখতে পাওয়া যায় বলিউড অভিনেত্রী রানি মুখোপাধ্যায় এবং কাজলকে। সেই সময়ে তারকা তকমা ঘুচিয়ে অভিনেত্রীরা ঘরের মেয়ে হয়ে ওঠেন। কেননা রানি-কাজল অয়নের তুতো বোন। যদিও এবার অয়ন মুখোপাধ্যায়ের বাড়িতে পুজো হবে কিনা তা নিয়ে আশঙ্কা ছিল। কেননা এ বছরের শুরুতেই পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের বাবা দেব মুখোপাধ্যায় মারা গিয়েছেন। এমনকী রানি – কাজলের আরও এক কাকাও মারা গিয়েছেন। সেই কারণে তাদের বাড়ির পুজো নিতে আশঙ্কা ছিল।

কিন্তু এত বছরের ঐতিহ্য শেষ হয়ে যায়নি। বাড়িতে পুজো করছেন অয়ন মুখোপাধ্যায়। আর কাকার বাড়ির পুজোতে প্রতিবারের মতো হাজির হয়েছেন রানি, কাজলও। শনিবার ঐতিহ্যবাহী শাড়ি লুকে আয়নের বাড়ির পুজোতে হাজির হয়েছিলেন রানি কাজল। উপস্থিত হয়েছিলেন কাজলের বোন তানিশা ও। সেখান থেকে অভিনেত্রীদের একাধিক ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কিছু ভিডিওতে তানিশা, কাজল এবং রানি মুখোপাধ্যায়কে দেব মুখোপাধ্যায়ের স্মৃতিচারণ করতে করতে আবেগ প্রবণ হতে দেখা গিয়েছে। অয়নকে জড়িয়ে ধরে তিন নায়িকাকে কাঁদতে দেখা গিয়েছে। এবং একে অপরকে সাহস ও সমর্থনের কথা বলতে দেখা গিয়েছে। আসলে পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের বাবা দেব মুখোপাধ্যায়, প্রতি বছর একা হাতে এই পুজোর আয়োজন করতেন। কিন্তু গত মার্চ মাসে তিনি পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন। আর এই মণ্ডপে কাকার স্মৃতিতেই বুঁদ নায়িকারা। একটি ভিডিওতে অয়নকেও কাঁদতে দেখা গিয়েছে। এবং তাকে জড়িয়ে ধরে আবেগপ্রবণ হতে দেখা যায় কাজলকে।

 

 

View this post on Instagram

 

A post shared by Varinder Chawla (@varindertchawla)

এদিন কাজল, রানি, তানিশা তিনজনই শাড়ি পরে ছিলেন, তাদেরকে দেখতেও অসাধারণ দেখাচ্ছিল। জাতীয় পুরস্কারপ্রাপ্ত রানি মুখোপাধ্যায় একটি সাধারণ কালো এবং লাল বর্ডারযুক্ত সাদা শাড়ি বেছে নিয়েছিলেন। অন্যদিকে, কাজলকে ক্রিম রঙের শাড়ি এবং গভীর লাল ব্লাউজ সহ অত্যাশ্চর্য দেখাচ্ছিল। তিনি লাল চুড়ি দিয়ে তার ঐতিহ্যবাহী লুকটি সম্পূর্ণ করেছিলেন। অয়নের বাবা এবং প্রবীণ অভিনেতা দেব মুখোপাধ্যায় ১৪ মার্চ, ২০২৫ তারিখে ৮৩ বছর বয়সে মারা যান। তিনি অসুস্থ ছিলেন এবং হাসপাতালে ভর্তি ছিলেন। প্রতি বছর দুর্গাপূজার সময়, দেবকে তার ভাগ্নি, রানি এবং কাজলের প্রতি স্নেহ সকলের দৃষ্টি আকর্ষণ করত। এদিকে, কাজের ক্ষেত্রে, রানী সম্প্রতি মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়েতে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরষ্কার পেয়েছেন। তাকে পরবর্তীতে মারদানি ৩-তে দেখা যাবে। ছবিটির নির্মাতারা ২০২৫ সালের নবরাত্রির প্রথম দিনে একটি আকর্ষণীয় পোস্টার শেয়ার করেছিলেন। কাজলকে শেষবার তার ওয়েব সিরিজ দ্য ট্রায়ালের দ্বিতীয় সিজনে দেখা গিয়েছিল।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রিয়েলটি শোয়ের মঞ্চই বিয়ের মণ্ডপ! সাত পাকে বাঁধা পড়লেন ‘বালিকা বধূ’ অভিনেত্রী

‘মুখ্যমন্ত্রী স্যর, বদলা নিতে হলে…’ স্ট্যালিনকে চ্যালেঞ্জ ছুড়লেন বিজয়

অষ্টমীর অঞ্জলি দেওয়ার সময় ধমক দিলেন কাজল? কেন রেগে গেলেন অভিনেত্রী?

ছেলেকে কোলে নিয়ে মামার বাড়ির পাড়ায় সস্ত্রীক অষ্টমীর অঞ্জলি দিলেন পরমব্রত

১৯ বছর বাদে ভাঙছে অস্কার জয়ী অভিনেত্রী নিকোল কিডম্যানের সংসার

অষ্টমীর দিন ছেলেমেয়েকে সঙ্গে নিয়ে পুজো সারলেন কোয়েল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ