-273ºc,
Friday, 9th June, 2023 3:23 am
নিজস্ব প্রতিনিধি: গতবছরেই দীর্ঘ ১২ বছর লিভ-ইন করে ফুটবলার জেরার্ড পিকের সঙ্গে সম্পর্কে ইতি টেনেছেন পপ তারকা শাকিরা। তাঁদের বিচ্ছেদ হওয়ার পর, সন্তানদের নিয়ে স্পেন ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন শাকিরা। শাকিরা এবং জেরার্ড পিকে ১২ বছর ধরে একসঙ্গে ছিলেন। বর্তমানে তাঁদের দুটি পুত্র, মিলান এবং সাশা। ২০২২ সালের জুনে গায়িকা তাঁর দীর্ঘমেয়াদী ফুটবলার বয়ফ্রেন্ডের সঙ্গে সম্পর্কে ইতি টেনেছেন। তথ্য অনুযায়ী, পিকে তাঁর নতুন গার্লফ্রেন্ডের সঙ্গে সম্পর্ক লিপ্ত হয়েছেন।
সেই কারণেই শাকিরার সঙ্গে তিনি প্রতারণা করেন। সম্প্রতি জেরার্ড পিকে তাঁর বর্তমান সম্পর্কের কথা বলতে গিয়ে জানিয়েছেন, “আমি যা চাই তাই করতে থাকি। যেদিন আমি মারা যাব, আমি ফিরে তাকাব এবং আশা করব যে আমি যা চেয়েছিলাম তা আমি সবসময় করেছি। আমি নিজের প্রতি বিশ্বস্ত থাকতে চাই। আমি আমার ভাবমূর্তি পরিষ্কার করার জন্য অর্থ ব্যয় করতে যাচ্ছি না।”
সম্প্রতি ৪৬ বছর বয়সী পপ তারকা প্রেমিকের দীর্ঘ মায়া ত্যাগ করে ছেলে মিলান এবং সাশার সঙ্গে মিয়ামিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। স্প্যানিশ ওয়েবসাইট ভ্যানিটাটিস নিশ্চিত করেছে যে, এখনও পর্যন্ত একমাত্র তাঁর ঘনিষ্ঠরা শাকিরার স্থানান্তরের কথা জানেন। তিনি তাঁর বয়স্ক পিতামাতাকেও সঙ্গে নিয়ে যাবেন। শাকিরা মিয়ামিতে একটি ১৪ মিলিয়ন ডলার দিয়ে তৈরি একটি ম্যানশনের মালিক। যেটি তিনি ২০১৮ সালে বিক্রির জন্য রেখে দিয়েছিলেন। জানা গিয়েছে, আর বিক্রি নয়, গায়ক তাঁর কয়েকটি আত্মীয় এবং ঘনিষ্ঠ বন্ধু দের সঙ্গে তাঁর মিয়ামির অট্টালিকাতেই থাকবেন। শাকিরার সন্তানরা পাঠ্যক্রম বহির্ভূত কার্যকলাপে অংশগ্রহণ করা বন্ধ করে দিয়েছেন।
তাঁরা আর স্পেনের স্কুলে যাচ্ছে না।পিকে-কে এক শিশুর দায়িত্ব দিয়ে শাকিরা জানুয়ারিতেই মিয়ামি চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু তাঁর ৯১ বছর বয়সী বাবার খারাপ স্বাস্থ্য এবং তাঁর মায়ের হাসপাতালে ভর্তি হওয়ার কারণে পরিকল্পনাটি বিলম্বিত হয়। চুক্তি অনুসারে, পিকে তাঁর সন্তানদের সঙ্গে ছুটি কাটাতে পারবে। এদিকে স্প্যানিশ মিডিয়া দাবি করেছে যে, শাকিরা হয়তো তাঁর স্বপ্নের মানুষ টিকে খুঁজে পেয়ে গিয়েছেন তাই মিয়ামিতে যাওয়ার পরিকল্পনা তাঁর।