এই মুহূর্তে




কর্মবিরতি ডাক্তারদের নিয়ে বেফাঁস মন্তব্য, কাঞ্চনের হয়ে সাফাই শ্রীময়ীর




নিজস্ব প্রতিনিধি: আরজি কর-কাণ্ডে উত্তাল কলকাতা। তরুণী চিকিৎসককে নৃশংসভাবে হত্যার রহস্যের কুলকিনারা এখনও হয়নি। শহর জুড়ে প্রতিবাদী মিছিলে যোগ দিচ্ছে সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সকলেই। আর শহরজুড়ে প্রতিদিন মিছিল নিয়ে রাজ্য রাজনীতিও সরগরম। এবার এই আন্দোলনকারী ডাক্তারদের নিয়ে কথা বলতে গিয়েই বিপাকে তারকা বিধায়ক কাঞ্চন মল্লিক। গতকাল কর্মবিরতি ডাক্তারদের ‘সরকারি বেতন, বোনাস’ নিয়ে বেফাঁস মন্তব্য করে বিপাকে পড়ে যান কাঞ্চন মল্লিক (Kanchan Mullick)। তারকা বিধায়কের এহেন বক্তব্যে নিন্দার ঝড় বয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। সুদীপ্তা চক্রবর্তী থেকে ঋদ্ধি সেন, ঋত্বিক চক্রবর্তী, বিদীপ্তা চক্রবর্তী, সকলেই তীব্র সমালোচনা করেছেন কাঞ্চনের। যদিও তাঁকে নিয়ে বিতর্ক চরমে পৌঁছতেই শেষমেশ সোশাল মিডিয়ার মাধ্যমে নিজের বক্তব্যের জন্য ক্ষমা চান কাঞ্চন। ভিডিও পোস্ট করেন বলেন, এই বেফাঁস মন্তব্যের জন্যে তিনি অত্যন্ত দুঃখিত। শুধু কাঞ্চন নয়, স্বামীর ‘স্লিপ অফ টাং’-এর জন্য ক্ষমা চেয়েছেন অভিনেতার স্ত্রী শ্রীময়ী চট্টরাজও।

মঙ্গলবার ইনস্টাগ্রামে অভিনেত্রী লেখেন, কাঞ্চন ডাক্তারদের নিয়ে যে কথাটা বলেছে যে সরকারি বেতন বা বোনাসের কথা উল্লেখ করে সেটাতে তিনি একদমই সহমত নন। এটা বলা ওর ভুল হয়েছে, অন্যায় হয়েছে। তবে প্রত্যেকটা মানুষের প্রত্যেকদিন হয়তো মেজাজ ঠিক থাকে না। কারণ কিছুদিন আগে বনধের দিন কাঞ্চনের এক পরিচিত ভাতৃস্থানীয় বন্ধুর মায়ের ইন্টারনাল ব্লিডিং শুরু হয়েছিল ব্রেন থেকে এবং তাকে ডক্টরের কাছে অ্যাডমিট করার জন্য হন্যে হয়ে বিভিন্ন হাসপাতালে ঘুরতে হয়। কোথাও তাঁর চিকিৎসার সুবিধা মেলেনি। সকাল থেকে ইমারজেন্সি বিভাগ বন্ধ ছিল এবং সেখানেও অবরোধ চলছিল, তখন সেই ছেলেটি বারবার কাঞ্চনকে ফোন করে তাঁর মাকে বাঁচাও বলে আকুতি করছিলেন। সেই ছেলেটির মা সেদিন বিকেলে মারা যান। তখন ওই ব্যক্তি কাঞ্চনকে উপহাস করে লিখেছিল, ‘ধন্যবাদ কাঞ্চনদা আর কোনও মেডিক্যাল সহযোগিতার জন্য তোমাকে বারবার বলব না, আর লাগবেও না, আমার মা-ই চলে গেল।’ তাই এমন পরিস্থিতিতে কাঞ্চনের মাথা ঠিক ছিল না, তাই বেফাঁস মন্তব্য করে ফেলেছে। কিন্তু কাউকে ছোট করার জন্য বা কাউকে সাপোর্ট করার জন্য, বা যাঁরা প্রতিবাদ করছেন, যাঁরা রাস্তায় নেমেছেন প্রতিবাদের জন্য তাঁদেরকে ছোট করার জন্য বা তাঁদেরকে ক্রিটিসাইজ করার জন্য বা কোনও অন্যায়কে সাপোর্ট করার জন্য তিনি কথাগুলো বলেননি।

তবে কাঞ্চনের এই বেফাঁস মন্তব্যে তাঁকে সমর্থন করেননি তাঁর ইন্ডাস্ট্রির বন্ধুরাও। তবে ‘বন্ধু’ কাঞ্চনকে ত্যাগ না করলেও বিশেষ পরামর্শ দিয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়। তিনি বলেন, “না বন্ধু! মাইনে-বোনাস আর অনুদান – পুরস্কার এক জিনিস নয়! প্রথমটা কাজের বিনিময় পাওয়া অধিকার, দ্বিতীয়টা নয়! কর্মক্ষেত্রে নিরাপত্তা বা যে কোনও রকমের ভয় ছাড়া কাজ করতে পারাটাও অধিকার। একটি ঘৃণ্য ও বর্বরোচিত ঘটনার বিচার চেয়ে, সহকর্মীর মৃত্যুর বিচার চেয়ে আন্দোলন (RG Kar Protest) করাকে without pay (বেতন ছাড়া) ছুটি নেয়ার সঙ্গে গুলিয়ে ফেলো না বন্ধু! ওঁর আজকের কথার তীব্র বিরোধিতা করছি, কিন্তু কাজের ক্ষেত্রে কাউকে কোনওরকম ‘ত্যাগ’ বা বয়কট করার পক্ষে আমি নই। তাহলে সেই সব সহকর্মীকে বয়কট করতে হয়, যাঁরা নানা দলের হয়ে নানা কথা নানা সময়ে বলেছেন বা নানান কথায় সায় দিয়েছেন। আবার বলছি, কাঞ্চনদার আজকের কথা ভয়ানক insensitive এবং অযৌক্তিক। উনি নিজে সেটা উপলব্ধি করলে সবথেকে ভালো।”

তবে ঠিক কী বলেছিলেন কাঞ্চন মল্লিক, তিনি আন্দোলনকারী ডাক্তারদের কর্মবিরতি নিয়ে বলেছিলেন, “অনেক সরকারি কর্মচারি কর্মবিরতিতে রয়েছেন। তারা সরকারের থেকে বেতন নিচ্ছেন তো নাকি? বোনাস নেবেন তো, না সেটা প্রত্যাহার করবেন? যাঁরা আরজি কর ইস্যুটিতে মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চাইছেন, তাঁদের আসল উদ্দেশ্য কোনটি- দোষীর শাস্তি নাকি মুখ্যমন্ত্রীর পদত্যাগ?” এই নিয়েই বিতর্ক।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মাত্র ৪৮-এই সব শেষ! ঘুমের মধ্যেই প্রয়াত ‘কসৌটি জিন্দেগি’-খ্যাত অভিনেতা

যৌন হেনস্থার অভিযোগে সাসপেন্ড অরিন্দম শীল, প্রতিক্রিয়া লীনা গঙ্গোপাধ্যায়ের

নির্ধারিত সময়ের আগেই মা হলেন দীপিকা পাড়ুকোন, ছেলে হল না মেয়ে?

সলমান থেকে আমির, সবার পায়েই চপ্পল, আম্বানিদের গণেশ উৎসবে চাঁদের হাট

মদ্যপ অবস্থায় বিমানকর্মীদের মারধর, হায়দরাবাদ বিমানবন্দরে আটক রজনীকান্তের সহ-অভিনেতা

বাড়িতেই গণেশ পুজো করলেন সোনু সুদ এবং তুষার কাপুর

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর