এই মুহূর্তে




কার্তিকের মুকুটে নয়া পালক, ম্যাকডোনাল্ডস-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন তরুণ অভিনেতা

নিজস্ব প্রতিনিধি: মাত্র অল্প কয়েকদিন কেরিয়ার, না কোনও গডফাদার নয়, সম্পূর্ন নিজস্ব প্রচেষ্টায় বলিউডে পাকাপাকিভাবে জায়গা বানিয়ে নিয়েছেন তিনি। তিনি এখনও পর্যন্ত মাত্র ১০-১২ টা ছবি করেছেন। তার মধ্যে বেশিরভাগই হিট। হ্যাঁ, বলিউডের তরুণ হ্যান্ডসাম অভিনেতাদের মধ্যে অন্যতম কার্তিক আরিয়ান। যাকে এক ঝলক দেখার জন্যে মনে লাড্ডু ফোটে হাজার হাজার রমণীর। ইতিমধ্যেই সুপারস্টার হওয়ার পথে যাত্রা করছেন কার্তিক। চলতি বছরে মুক্তিপ্রাপ্ত বিগেস্ট হিট ‘ভুল ভুলাইয়া 2’ আপাতত কার্তিকের কেরিয়ারের সবচেয়ে সফলতম ছবি। ইতিমধ্যেই ভক্তসংখ্যাও উতলে পড়ছে তাঁর। সম্প্রতি তাঁর মুকুটে জুড়ল নতুন পালক।

দেশের অন্যতম জনপ্রিয় রেস্তোরাঁ ব্র্যান্ড ম্যাকডোনাল্ড’স ইন্ডিয়ার (উত্তর এবং পূর্ব), ব্র্যান্ড অ্যাম্বাসেডার হলেন কার্তিক আরিয়ান। ভারতের সবচেয়ে ক্যারিশম্যাটিক সুপারস্টার হিসেবে এই ব্যান্ডের সঙ্গে যোগ দিলেন অভিনেতা৷ নায়কের যোগদান সংস্থার মান আরও বাড়াবে বলে মনে করছেন, সংস্থার কর্মকর্তারা। কারণ, বলিউডের হার্টথ্রব এই তারকার শক্তিশালী যুব সংযোগ ম্যাকডোনাল্ডস এবং অনুরাগীদের বন্ধনকে আরও মজবুত করবে৷ সম্প্রতি সংস্থার চেয়ারম্যান সঞ্জীব অগ্রবাল বলেছেন, “কার্তিক একজন যুব আইকন। তিনিও ম্যাকডোনাল্ডের পরিবারের মতোই এক জনপ্রিয় নাম৷ আমরা মনে করি, কার্তিকের শক্তিশালী যুব সংযোগ, ব্যাপক আবেদন এবং চিত্তাকর্ষক ব্যক্তিত্ব, তাঁকে ভারতের তরুণ জনগোষ্ঠীর আইকন হিসাবে আবির্ভূত করেছে, যা ম্যাকডোনাল্ডের ব্র্যান্ডের নীতির সঙ্গে দৃঢ়ভাবে অনুরণিত। আমরা তাঁকে ম্যাকফ্যামিলিতে স্বাগত জানাতে পেরে খুবই উত্তেজিত।”

অন্যদিকে কার্তিক বলেছেন, “ম্যাকডোনাল্ডস আমার বেড়ে ওঠার বছরগুলির মধ্যে একটি অংশ। নামটি আমার কৈশোরের দিন থেকে জড়িত, এর সঙ্গে আমার অনেক সুখী স্মৃতি রয়েছে। তাই এই ব্র্যান্ডটির স্থান আমার জীবনে বিশেষ হিসেবে রয়েছে। আমি এই প্রকল্পতে কাজ করার জন্য উন্মুখ।” অভিনেতা, তাঁর বহুমুখী, চৌম্বকীয় এবং প্রভাবশালী ব্যক্তিত্বের মাধ্যমে, সমস্ত বয়সের মানুষদের ভক্ত বানাতে সক্ষম হয়েছেন, তাই তাঁকেই এই ব্র্যান্ডের অ্যাম্বাসাডর হিসেবে যুক্ত করতে পেরে আনন্দিত ম্যাকডোনাল্ডস ফ্যামিলি।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রিয়েলটি শোয়ের মঞ্চই বিয়ের মণ্ডপ! সাত পাকে বাঁধা পড়লেন ‘বালিকা বধূ’ অভিনেত্রী

‘মুখ্যমন্ত্রী স্যর, বদলা নিতে হলে…’ স্ট্যালিনকে চ্যালেঞ্জ ছুড়লেন বিজয়

অষ্টমীর অঞ্জলি দেওয়ার সময় ধমক দিলেন কাজল? কেন রেগে গেলেন অভিনেত্রী?

ছেলেকে কোলে নিয়ে মামার বাড়ির পাড়ায় সস্ত্রীক অষ্টমীর অঞ্জলি দিলেন পরমব্রত

১৯ বছর বাদে ভাঙছে অস্কার জয়ী অভিনেত্রী নিকোল কিডম্যানের সংসার

অষ্টমীর দিন ছেলেমেয়েকে সঙ্গে নিয়ে পুজো সারলেন কোয়েল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ