নিজস্ব প্রতিনিধি: বর্তমানে ‘টক অফ দ্য টাউন’ হল এ আর রহমানের ১০ সেপ্টেম্বরের কনসার্ট। অন্যদিকে সনাতন ধর্মকে অপমান করায় শিরোনামে রয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্ট্যালিনের পুত্র তথা প্রাক্তন অভিনেতা এবং মন্ত্রী উদয়নিধি স্ট্যালিন। যাঁর বেফাঁস মন্তব্য ঘিরে রীতিমতো তাণ্ডব শুরু হয়েছে দেশজুড়ে। হিন্দু ধর্মকে অপমানের অধিকার তাঁর নেই, এই বলেই রে রে করে তেড়ে এসেছেন ধার্মিকরা। যদিও উদয়নিধি জানিয়েছেন কোনও ধর্মকে আঘাত করার উদ্দেশ্য তাঁর ছিল না। এদিকে ১০ সেপ্টেম্বর এ আর রহমানের কনসার্ট ঘিরে রীতিমতো উত্তপ্ত চেন্নাই, তামিলনাড়ু। সেদিন সবথেকে বড় কনসার্ট ছিল দেশের। কিন্তু আয়োজকদের দুর্বল ব্যবস্থার কারণে অনুষ্ঠানের টিকিট কেটেও অনেকে ভেতরে ঢুকতে পারেননি এবং অনুষ্ঠান শেষ হওয়ার পর শতাধিক মানুষ পদস্পিষ্ট হয়ে আহত হন।
পাশাপাশি একাধিক মেয়েদের শ্লীলতাহানির অভিযোগও উঠেছে। তবে এখন A R রহমান এবং ACTC ইভেন্ট যারা টিকিট কেটেও কনসার্টে ঢুকতে পারেননি তাঁদের টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিয়েছেন। এদিকে জনসমাগম ও অতিরিক্ত যানজটের অভিযোগের পরিপ্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে একজন শীর্ষ পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এবার এই ঘটনায় প্রতিক্রিয়া জানালেন প্রাক্তন অভিনেতা ও মন্ত্রী উদয়নিধি স্ট্যালিন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি কনসার্ট সংক্রান্ত সমস্যার কথা তুলে ধরে বলেন, “আমি কনসার্টে যাইনি, তবে আমি আমার ফোনে ভিডিও দেখেছি। তদন্তের পর একজন শীর্ষ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। বলা হচ্ছে, শেষ মুহূর্তের ভিড়ে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। অতীতে এরকম অনেক ঘটনা ঘটেছে। আমাদের সতর্ক থাকতে হবে, এটা যেন আর না ঘটে তা নিশ্চিত করতে হবে। মানুষ তাঁর সমালোচনার জন্য অপেক্ষায় আছে। কিন্তু, ভবিষ্যতে আমাদের এই ধরনের পরিস্থিতি এড়াতে হবে। সরকার তদন্ত করবে এবং প্রকৃত অপরাধী কারা তা খুঁজে বের করবে এবং তাঁদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবে।”
এদিকে এ আর রহমানের সেদিনের কনসার্টে উপস্থিত ছিলেন দক্ষিণী ইন্ডাস্ট্রির একাধিক তারকারা এবং তাঁদের পরিবার। তামিল অভিনেতা কার্তি প্রকাশ করেছেন যে, তাঁর পরিবারের সদস্যরাও ভিড়ের মধ্যে ছিলেন। খুশবু, এক্স-এ একটি পোস্টে আয়োজকদের দোষ দিয়েছেন।