এই মুহূর্তে




দুর্নীতির দায়ে ফের বিচার শুরু নেতানিয়াহুর, আদালতে হাজিরা ইজরায়েলি প্রধানমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক চাপের মুখে বিশেষভাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির কাছে নতিস্বীকার করে চিরশত্রু হামাসের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হয়েছিলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। যদিও তাতে খুব একটা স্বস্তিতে নেই তিনি। দুর্নীতির আভিযোগে বুধবার (১৫ অক্টোবর) থেকে ফের তাঁর বিচার শুরু হয়েছে। এদিন তেল আবিবের জেলা আদালতে দুর্নীতির মামলায় সাক্ষ্য দিতে হাজির ছিলেন তিনি। তবে তাঁর বিরুদ্ধে চলা দুর্নীতির মামলা নিয়ে কোনও মন্তব্য করেননি ইজরায়েলি প্রধানমন্ত্রী।

দীর্ঘদিন ধরেই নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির মামলায় বিচার চলছে। তবে রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে  ভ্রমণ এবং ইহুদি ধর্মীয় উৎসবের কারণে মাসাধিকালের জন্য বিচার প্রক্রিয়া স্থগিত করা হয়। গাজায় শান্তিচুক্তি কার্যকরে বিশেষ ভূমিকা রাখায় গত সোমবারই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইজরায়েলের সর্বোচ্চ নাগরিক সম্মান প্রদান করা হয়। ওই সম্মান গ্রহণ উপলক্ষে ইজরায়েলের সংসদেও ভাষণ দিয়েছিলেন ট্রাম্প। ওই ভাষণ দেওয়ার সময়েই ইজরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হার্জোগকে দুর্নীতির মামলায় নেতানিয়াহুকে ক্ষমা করার জন্য অনুরোধ জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট।ইজরায়েলি আইন অনুসারে, প্রেসিডেন্টের কাছে অপরাধীদের ক্ষমা করার বা তাদের সাজা কমানোর ক্ষমতা রয়েছে। তবে ট্রাম্পের সেই আর্জিতে সাড়া দেননি ইজরায়েলের প্রেসিডেন্ট।

চলতি বছরের জানুয়ারিতে নেতানিয়াহুকে তিনটি মামলার অভিযোগে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। যদিও নিজের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করে আসছেন গাজায় দু’বছর ধরে গণহত্যা চালানোর নায়ক নেতানিয়াহু। গাজায় হত্যাযজ্ঞ সংগঠিত করায় গত বছরের নভেম্বরে ইজরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়াভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আন্তর্জাতিক অপরাধ আদালত।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মায়ানমারের রাখাইনে অতর্কিতে হামলা আরাকান আর্মির, মৃত ৩০ জন জান্তা সেনা

সৌদি যুবরাজের জন্য বিশেষ নৈশভোজের আয়োজন ট্রাম্পের, অতিথি এলন মাস্ক-রোনাল্ডো-অ্যাপলের সিইও

মর্মান্তিক! অস্ট্রেলিয়ায় ৮ মাসের গর্ভবতী ভারতীয় মহিলাকে পিষে মারল বিএমডাব্লু গাড়ি

লেবাননে ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ইজরায়েলি ড্রোন হামলায় নিহত ১৩, আহত বহু

‘বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়’, শেখ হাসিনার মৃত্যুদণ্ড নিয়ে সংযমী প্রতিক্রিয়া চিনের

বিশ্বজুড়ে ফের মুখ থুবড়ে পড়ল ‘এক্স’, চরম সমস্যায় ব্যবহারকারীরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ