এই মুহূর্তে




ফের কোভিড নিয়ে উদ্বেগ সিঙ্গাপুর ও হংকং’য়ে, হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা




নিজস্ব প্রতিনিধি: ফের মাথা চাড়া দিয়ে উঠল কোভিড। এবার আতঙ্কে সিঙ্গাপুর ও হংকং। এই বিষয় আগেই সতর্ক করে দিয়েছে হংকং ও সিঙ্গাপুরের স্বাস্থ্য কর্তৃপক্ষ। পুরো এশিয়া জুড়ে ফের নতুন ওয়েভ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে কোভিড-১৯ এর ঘটনা বৃদ্ধি পাচ্ছে।

তবে হংকং’য়ে কোভিড ভাইরাসের প্রকোপ অনেকটাই বেড়ে গিয়েছে। এই সপ্তাহের হংকং’য়ের একটি স্থানীয় সংবাদমাধ্যমে জানা গিয়েছে, ওই শহরের স্বাস্থ্য সুরক্ষা কেন্দ্রের তরফে এই সংক্রামক থেকে সতর্ক থাকা বার্তা দেওয়া হয়েছে। হংকংয়ে কোভিড পজিটিভ পরীক্ষার শ্বাসযন্ত্রের নমুনার শতাংশ সম্প্রতি এক বছরের মধ্যে সর্বোচ্চে সীমায় পৌঁছেছে।

কেন্দ্রের তথ্য অনুসারে, ৩ মে পর্যন্ত সপ্তাহে গুরুতর আক্রান্তের সংখ্যা ও এই সংক্রমণে মৃত্যুর ঘটনা প্রায় এক বছরের মধ্যে সর্বোচ্চ ৩১ জনে এসে পৌঁছেছে। যদিও পুনরুত্থান এখনও গত দুই বছরে দেখা সংক্রমণের সর্বোচ্চ স্তরের সঙ্গে মেলেনি। এমনকী নর্দমার জল থেকে পাওয়া ক্রমবর্ধমান ভাইরাল লোড এবং কোভিড সংক্রমণের চিকিৎসা পরামর্শ দেয় সেখানকার সরকার। প্রয়োজনে হাসপাতালে ভর্তির কথাও বলা হয়েছে। এই দুটি ভাইরাস নিয়ে প্রায় ৭০ লক্ষেরও বেশি শহরবাসী আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে।

হংকং’য়ের পাশাপাশি কোভিড ভাইরাস সিঙ্গাপুরও দেখা দিয়েছে। এই শহর-রাজ্যের স্বাস্থ্য মন্ত্রণালয় প্রায় এক বছরের মধ্যে সংক্রমণের সংখ্যা সম্পর্কে মে মাসে প্রথম খবর প্রকাশ করেছে। কারণ ৩ মে পর্যন্ত সপ্তাহে আনুমানিক কোভিডে আক্রান্তের সংখ্যা আগের সাত দিনের তুলনায় ২৮% বেড়ে ১৪,২০০-এ পৌঁছেছে। যেখানে দৈনিক হাসপাতালে ভর্তির সংখ্যা প্রায় ৩০% বেড়েছে।

সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয় তরফে জানায়, শহরের বিপুল মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাসের কারণে এই সংক্রমণের সংখ্যা বৃদ্ধি পেতে পারে। তবে কোভিডের মহামারী হওয়ার সময় যে ভাইরাস এসেছিল তার মতো এই সংক্রমণ ছড়ালেও, গুরুতর আকার ধারন করবে না।

এশিয়ার দুটি বৃহত্তম শহরে এই সংক্রমণের বৃদ্ধি কারণ গত কয়েক মাস ধরে এই অঞ্চলে অনেকেই এই রোগে আক্রান্ত হয়েছেন। এই ওয়েভ আসার কারণে ফের মহামারী আকার ধারণ করতে পারে। এই দুটি শহরের স্বাস্থ্য কর্তৃপক্ষ জনগণকে তাদের টিকা আপডেট রাখার আহ্বান জানিয়েছে। এবং উচ্চ ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের বুস্টার শট নেওয়ার কথা মনে করিয়ে দিয়েছে।

এছাড়াও অন্যান্য শ্বাসযন্ত্রের রোগজীবাণু যেমন ঠান্ডার মাসগুলিতে বেশি সক্রিয় থাকে এই ভাইরাস, তেমনটা নয়। উত্তর গোলার্ধের বেশিরভাগ অংশ গ্রীষ্মে প্রবেশ করার সঙ্গে সঙ্গে কোভিডের প্রত্যাবর্তন দেখা যায়। এমনকী গরম আবহাওয়াতেও এই রোগে মানুষ আক্রান্ত হচ্ছেন।

অন্যদিকে, চিন ও থাইল্যান্ডেও কোভিডে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ইরান-ইজরায়েল সঙ্ঘাত বন্ধে ফের মধ্যস্থতার প্রস্তাব দিল রাশিয়া

বাড়ছে হতাহতের সংখ্যা, চিকিৎসক ও নার্সদের ছুটি বাতিল করল ইরান

খামেনির দশা হবে সাদ্দাম হুসেনের থেকেও খারাপ, হুঙ্কার ইজরায়েলের

খামেনি ঘনিষ্ঠ শীর্ষ সেনা কর্তা আলি সাদিমানিকে নিকেশ করল ইজরায়েল

আই ফোনের ব্যবসায়  ধাক্কা দিতে স্মার্টফোন আনছেন ট্রাম্প, কবে আসছে?

আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় মৃত্যু ভারতীয় ক্রিকেটারের! খেলতেন লিডস মডার্নিয়ান্স ক্লাবে

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ