এই মুহূর্তে




আমেরিকার শুল্ক হুমকিই বন্ধ করেছে ভারত-পাক যুদ্ধ, ফের চাঞ্চল্যকর দাবি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক: ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধ থামিয়েছেন তিনিই, এই দাবি বহুবার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফের একবার সেই দাবিই করলেন ট্রাম্প। বললেন তাঁর শুল্ক আরোপই বন্ধ করেছে ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধ। শুধু ভারত-পাক নয় ট্রাম্পের মতে, শুল্ক বিশ্বের অনেক দেশের মধ্যে যুদ্ধ বন্ধ করে দিয়েছে। তিনি বিশেষভাবে চলতি বছরের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে যে সংঘাত বেড়ে গিয়েছিল তার উদাহরণ টেনেছেন। ট্রাম্পের এই দাবি ঘিরে ফের নতুন করে আন্তর্জাতিক মহলে ঝড় উঠেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দাবি  আরও একবার সামনে রেখে বলেছেন, তিনি বাণিজ্য হুমকি ব্যবহার করে ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তি চুক্তির মধ্যস্থতা করেছিলেন। আমেরিকান নেতা দাবি করেছেন যে তার বিতর্কিত শুল্কের কারণেই এই বছরের শুরুতে সশস্ত্র সংঘাতের সময় দুটি পারমাণবিক শক্তিধর প্রতিবেশী একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল।  ভারত-পাকিস্তানের উদাহরণ টেনে ট্রাম্প বলেন, "আপনি যদি ভারত এবং পাকিস্তানের দিকে তাকান, তারা যুদ্ধ করার জন্য প্রস্তুত ছিল। সাতটি বিমান গুলি করে ভূপাতিত করা হয়েছিল... আমি ঠিক কী বলেছিলাম তা বলতে চাই না, তবে আমি যা বলেছিলাম তা খুবই কার্যকর ছিল... আমরা কেবল শত শত বিলিয়ন ডলারই আয় করিনি, বরং শুল্কের কারণে আমরা শান্তিরক্ষী।"

 তবে মার্কিন নেতার এই ধরনের দাবি এটাই প্রথম নয়। পহেলগাঁওতে পাক জঙ্গিদের হামলা চালানোর জবাব ৭ মে অপারেশন সিঁদুরের মাধ্যমে দিয়েছিল ভারত। দুই পক্ষেরই লড়াই শুরু হয়। তারপর ১০ মে ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন যে ওয়াশিংটনের মধ্যস্থতায় দীর্ঘ  আলোচনার পর ভারত ও পাকিস্তান “পূর্ণ ও তাৎক্ষণিক” যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, তখন থেকে তিনি বেশ কয়েকবার তাঁর দাবি পুনরাবৃত্তি করেছেন এই বলে যে তিনি নয়াদিল্লি এবং ইসলামাবাদের মধ্যে উত্তেজনার “মীমাংসা” করতে সহায়তা করেছেন। যদিও ভারত এই দাবি একেবারেই অস্বীকার করেছে। 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সাহিত্যে নোবেল পেলেন হাঙ্গেরীয় লেখক, চিনে নিন তাঁকে

অভিষেকের প্রচেষ্টায় বাড়ি ফিরছেন ইরাকে আটকে থাকা বাংলার পরিযায়ীরা

আত্মঘাতী বোমা হিসাবে ব্যবহার পাকিস্তানি মেয়েদের, মাসুদের নতুন চালে শিয়রে শমন ভারতে

ভূমিকম্পে কাঁপল ফিলিপাইনের মাটি

‘নমস্কার’ সম্বোধনে সূচনা, ভারতকে বন্ধু বলে মন জয় ব্রিটিশ প্রধানমন্ত্রীর

প্রকাশ্যে বোরখা ও নিকাব নিষিদ্ধ করতে বিল আনছে ইতালি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ