-273ºc,
Sunday, 4th June, 2023 10:14 am
আন্তর্জাতিক ডেস্ক: ভারতীয় ধনকুবের গৌতম আদানির পরে এবার টুইটারের প্রাক্তন সহ প্রতিষ্ঠাতা জ্যাকল ডরসির পেমেন্ট ফার্ম ব্লক ইনকর্পোরেটেডের বিরুদ্ধে বিস্ফোরক প্রতিবেদন প্রকাশ করল মার্কিন সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চ। বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, ‘জ্যাক ডরসির মালিকানাধীন ব্লক ইনকরপোরেটেড জালিয়াতির মাধ্যমে ব্যবহারকারীর সংখ্যা বাড়িয়েছে।’ ওই রিপোর্ট প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গেই মার্কিন শেয়ারবাজারে ব্লক ইনকরপোরেটেডের শেয়ারে বড়সড় পতন ঘটেছে। একদিনেই শেয়ারদর ২০ শতাংশ কমেছে।
বুধবার রাতেই এক টুইটে হিন্ডেনবার্গের পক্ষ থেকে জানানো হয়, ‘শিগগিরই নতুন রিপোর্ট – আরও একটি বড় রিপোর্ট।’ নিমিষেই ওই টুইট ছড়িয়ে পড়ে। গত জানুয়ারি মাসে ভারতীয় ধনকুবের গৌতম আদানির বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ তোলা নাথান অ্যান্ডারসন ফের কোন সংস্থার বেআইনি কার্যকলাপের পর্দাফাঁস করছেন তা নিয়ে তুমুল জল্পনা শুরু হয়। হিন্ডেনবার্গ রিসার্চের বিস্ফোরক টুইট ঘিরে রীতিমতো কাঁপতে থাকে বিশ্বের বিভিন্ন শেয়ার বাজার। অনেকেই মনে করছিলেন, কোনও আমেরিকান ব্যাঙ্ক নিয়ে নয়া বোমা ফাটাবে শর্ট সেলার সংস্থাটি।
টুইটের কয়েক ঘন্টার মধ্যেই জ্যাক ডরসির মালিকানাধীন পেমেন্ট সংস্থা ব্লক ইনকরপোরেটেডের বিরুদ্ধে বিস্ফোরক প্রতিবেদন প্রকাশ করা হয় হিন্ডেনবার্গের পক্ষ থেকে। এক টুইটে সংস্থার পক্ষ থেকে বলা হয়, ‘দুই বছরের তদন্তের শেষে আমরা এই সিদ্ধান্তে এসে উপনীত হয়েছি যে, ব্লক অন্যায়ভাবে গ্রাহক সংখ্যা বাড়িয়ে সুবিধা নিয়েছে। কোম্পানির ক্যাশ অ্যাপের কাজে একাধিক ত্রুটি রয়েছে বলেও অভিযোগ করেছে হিন্ডেনবার্গ।’ ওই রিপোর্ট প্রকাশের পরেই মার্কিন শেয়ারবাজারে হুড়মুড়িয়ে পড়তে থাকে সংস্থাটির শেয়ার। যেভাবে একদিনেই ২০ শতাংশ সম্পত্তি খুঁইয়েছে জ্যাক ডরসির সংস্থা তাতে গৌতম আদানির মতোই টুইটারের সহ প্রতিষ্ঠাতাকে পথে এসে দাঁড়াতে হতে পারে বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।