এই মুহূর্তে




ভয়ঙ্কর! গণহত্যার শিকার সুদানের আল-ফাশারে নিখোঁজ হাজার হাজার মানুষ

আন্তর্জাতিক ডেস্ক: কিছুদিন আগেই র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) সুদানের পশ্চিম দারফুর অঞ্চলের এল-ফাশার শহর দখলে জন্য হামলা চালায়। সেই হামলাতেই মাত্র তিন দিনে এক হাজারের বেশি মানুষের মৃত্যু হয়। সেই ঘটনাস্থল থেকে পালিয়ে আসা ক্ষুধার্ত ও নির্যাতিত সাধারণ নাগরিকরা ভয়াবহ পরিস্থিতির বর্ণনা করেছে। জানা গিয়েছে গণহত্যার শিকার দেশে এখনও হাজার হাজার মানুষ নিখোঁজ রয়েছে।

১৮ মাস ধরে চল্মান উত্তেজনার পর রবিবার আরএসএফের হাতে শহরের পতন হয়। এই ঘটনার আগে সুদানের সেনাবাহিনীর শেষ শক্ত ঘাঁটি ছিল উত্তর দারফুর রাজ্যের রাজধানী আল-ফাশারে। এই খবর সামনে আসার পরেই জাতিসংঘ এবং আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলো সাধারণ নাগরিকদের নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে। প্রতিনিয়ত গণহত্যা, ধর্ষণ এবং অন্যান্য নির্যাতনের খবর সামনে আসছে। এটাই বৃদ্ধি করছে উদ্বেগ। জানা গিয়েছে, প্রায় ৫০ কিলোমিটার দূরে তাওইলা শহরে পালিয়ে গিয়েছে আলখির ইসমাইল নামে এক সুদানী তরুণ। তিনি জানান, গত রবিবার আল-ফাশার থেকে তিনি সহ ৩০০ জনের একটি দল পালানোর চেষ্টা করলে আরএসএফ যোদ্ধারা তাদের থামিয়ে দেন। তিনি জানিয়েছেন এই যোদ্ধারা তাকে মারেনি কারণ, যোদ্ধাদের একজন বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তাকে চিনত। তবে বাকি সকলকে নির্মম ভাবে খুন করা হয় বলেই জানান তিনি।

শুধু আলখির ইসমাইল নয় বহু মানুষ বর্ণনা দিয়েছেন সুদানি যোদ্ধাদের মুখোমুখি হওয়ার পর কি হয়েছিল তার। এক মহিলা বলেছেন,  হঠাৎ করেই ভিন্ন বয়সী যোদ্ধারা এসে হাজির হলো। তিনজন যুবক ছিল।  তারা শূন্যে গুলি করে  থামতে বলে এবং তাদের পরনে ছিল আরএসএফের পোশাক। শহর ছেড়ে পালিয়ে আসা এক তরুণী রাওয়া আবদাল্লা জানান, তার বাবা নিখোঁজ। এই ভাবেই অনেকেই তাঁদের সঙ্গে ঘটা ঘটনার বর্ণনা দিয়েছেন।  তবে বুধবার রাতে এক বক্তৃতায় আরএসএফ প্রধান মহম্মদ হামদান হেমেদতি দাগালো তার যোদ্ধাদের বলেছেন সাধারণ নাগরিকদের  ক্ষতি না করার, নিয়ম না মানলে এই ঘটনাকে নিয়ম ‘লঙ্ঘনের’ বলে বিচার করা হবে।

এই প্রসঙ্গে উল্লেখ্য, ২০২৩ সাল থেকে সুদানের সেনাবাহিনীর সঙ্গে আরএসএফ রক্তক্ষয়ী গৃহযুদ্ধে জড়িয়েছে। এই সংঘাতে ১ কোটি ২০ লাখের ও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং কয়েক হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। ১৭ মাস ধরে অবরোধের পর আধাসামরিক বাহিনী দারফুরে সেনাবাহিনীর শেষ শক্ত ঘাঁটি এল-ফাশার দখল করে। অন্যদিকে আরএসএফের এই গণহত্যার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব, মিশর, কাতার, তুরস্ক ও জর্ডানসহ আরব দেশগুলো।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রাশিয়া মহাকাশে পারমাণবিক অস্ত্র মজুত করছে, দাবি ফরাসি প্রেসিডেন্টের

দেশে ফিরতে চাওয়া খেলোয়াড়দের পাকিস্তানে থেকে যাওয়ার জন্য হুমকি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের

নিরাপত্তার কারণে পাকিস্তান ছেড়ে পালাচ্ছেন ফিরছেন শ্রীলঙ্কার ক্রিকেটাররা, সিরিজ ঘিরে উঠছে প্রশ্ন

জাপানের ওকায়ামা বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক ডি লিট পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

জর্জিয়ায় ভেঙে পড়েছিল তুরস্ক সেনার কার্গো বিমান, নিহত ২০ জওয়ান

উঠেছে বড় অভিযোগ, গ্রেফতার দক্ষিণ কোরিয়ায় প্রাক্তন প্রধানমন্ত্রী ও গোয়েন্দাপ্রধান

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ