এই মুহূর্তে




গাজার ক্যাফেতে ভয়াবহ হামলা, ইজরায়েলি আক্রমণে নিহত ৭৪

courtesy google




আন্তর্জাতিক ডেস্ক: ভয়াবহ অবস্থা গাজার। সোমবার একটি ক্যাফেতে ইজরায়েলি হামলায় ৩০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে কমপক্ষে ৭৪ জন নিহত হয়েছেন। এর মধ্যে ক্যাফেতেই মারা গিয়েছেন ৩০ জন, বাকি মৃত্যু হয়েছে শহরের অন্যান্য এলাকায়।

গাজার সমুদ্রতীরে অবস্থিত আল বাকা ক্যাফেতে ঘটনার সময় উপস্থিত এক প্রত্যক্ষ্যদর্শী বর্ণনা করেছেন, “কোনও সতর্কতা ছিল না, সাইরেন বাজেনি। হঠাৎ করেই একটি বিমান ওই ক্যাফেতে আঘাত হানে। এমন কম্পন হয়েছিল মনে হচ্ছে ভূমিকম্প হচ্ছে।

গাজার কয়েকটি জনবহুল এলাকার মধ্যে ক্যাফে ওনুতম। এখানে মানুষ খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে মোবাইল চার্জ, ইন্টারনেট পায়। ফলে ভিড়ও হয় তেমনই। গাজা শহরের রাস্তায় আরও দুটি হামলায় ১৫ জন নিহত হন। প্রত্যক্ষ্যদর্শী, হামপাতাল, গাজার স্থাস্থ্য মন্ত্রকের মতে ইজরায়েলি বাহিনী দক্ষিণ গাজায় খাদ্যের সন্ধানে আসা ১১ জনকে আক্রমণ করে হত্যা করা হয়।

সোমবার জাতিসংঘের এক প্রবীন কর্মকর্তা সতর্ক করে বলেন, গাজায় মানবিক সংকট উদ্বেগজনক গতিতে বাড়ছে। কারণ ইজরায়েলি সামরিক অভিযান জীবন ও অবকাঠামোর ওপর মারাত্মক প্রভাব ফেলছে।

জাতিসংঘের পরিসংখ্যান বলছে, জুনের মাঝামাঝি থেকে এক হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনিদের  মোট মৃত্যুর সংখ্যা ৫৬,৫০০ ছাড়িয়ে গিয়েছে।

গাজায় খাদ্য সংকট মারাত্মক পর্যায়ে যাচ্ছে। ইজরায়েলি ওবরোধের কারণে খাদ্য সরবরাহ হচ্ছে না। ২০২৫ সালের মার্চ থেকে ইজরায়েল খাদ্য, জ্বালানি এবং ত্রাণ সামগ্রী সরবরাহের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করে। যার ফলে দুর্ভিক্ষের পরিস্থিতি তৈরি হয়েছে।

সোমবার ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইজরায়েলি সামরিক নেতৃত্বের সদস্যদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় দাবি করেছেন যে ইজরায়েল ছাড়া মধ্যপ্রাচ্য ভেঙে পড়বে।

এদিকে গাজায় যুদ্ধ বন্ধের প্রচেষ্টা জোরদার করছে হোয়াইট হাউজ। নাম প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন নেতানিয়াহুর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বৈঠকে বসছেন। এই বৈঠকের উদ্দেশ্য হল গাজায় যুদ্ধবিরতি চুক্তি ও বন্দি মুক্তির বিষয়ে আলোচনা এগিয়ে নিয়ে চলা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

চরম রাজনৈতিক দ্বন্দ্ব, এসিসি-র সভা বয়কটের হুমকি ভারতের, এশিয়া কাপ নিয়ে শঙ্কা

ট্রাম্পের সঙ্গে বিবাদ, ফোন নম্বর বদলে ফেললেন মাস্ক

ভারত-পাকিস্তান যুদ্ধে ধ্বংস ৫ যুদ্ধবিমান! ট্রাম্পের দাবিতে শোরগোল

চিকিৎসা বিজ্ঞানে বিপ্লব! ক্যান্সার প্রতিরোধে‌ mRNA টিকা আবিষ্কার

‘অন্য দেশের নির্বাচন নিয়ে মন্তব্য নয়’, কূটনীতিকদের কড়া নির্দেশ ট্রাম্প প্রশাসনের

লুকানো হৃদরোগ শনাক্তে কার্ডিওলজিস্টদের চেয়েও নির্ভুল এই নতুন AI টুল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ