এই মুহূর্তে




তীর্থে গিয়ে নিখোঁজ, ধর্মান্তরিত হয়ে পাক-যুবককে বিয়ে ভারতীয় শিখ মহিলার, পঞ্জাবে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি: চমকপ্রদ ঘটনা! অবশেষে খোঁজ মিলল গুরুনানক জন্মজয়ন্তী উপলক্ষে পাকিস্তান সফরে গিয়ে নিখোঁজ হয়ে যাওয়া ভারতীয় শিখ তীর্থযাত্রী সর্বজিৎ কৌরের। জানা গিয়েছে, তিনি নিখোঁজ হয়ে যান নি। বরং তিনি পাকিস্তানে সফরে গিয়ে সেখানকার একজন নাগরিক কে বিয়ে করেছেন। শনিবার (১৫ নভেম্বর) তাঁর নিকা নামার একটি অনুলিপি অনলাইনে প্রকাশিত হয়েছে। জানা যায়, গত ৪ নভেম্বর গুরুনানক দেবের প্রকাশ পূরব (জন্মবার্ষিকী) উদযাপন করতে পাকিস্তানে ভ্রমণকারীদের ভক্তদের দল থেকে সর্বজিৎ কৌর নিখোঁজ হয়ে গিয়েছিলেন। তিনি পঞ্জাবের কাপুরথলা জেলার বাসিন্দা ছিলেন। পরে জানা যায়, সর্বজিৎকে ১৩ নভেম্বর থেকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন শোনা গেল, তিনি পাকিস্তানে গিয়ে সেখানকার একজন নাগরিককে বিয়ে করে নিয়েছেন। অনলাইনে প্রকাশিত তাঁর নিকানামা নথি থেকে জানা গিয়েছে যে, ভারতীয় শিখ তীর্থযাত্রী সর্বজিৎ কৌর পাকিস্তানে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং পাকিস্তানি নাগরিক নাসির হুসেনকে বিয়ে করেছেন।

সূত্রের খবর, সর্বজিৎ অকাল তখত সাহেবের জাঠেদার জ্ঞানী কুলদীপ সিংহের গর্গজের নেতৃত্বে ১,৯২৩ সদস্যের শিখ প্রতিনিধিদলের অংশ ছিলেন, যারা ধর্মীয় মন্দির পরিদর্শনের সুবিধার্থে দ্বিপাক্ষিক চুক্তির আওতায় অমৃতসরের আটারি সীমান্ত দিয়ে ৪ নভেম্বর পাকিস্তানে গিয়েছিলেন। পাকিস্তানের বিভিন্ন গুরুদ্বারে ১০ দিন পরিদর্শন করার পর, ১,৯২২ জনের দল বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতে ফিরে আসে। কিন্তু তাদের সঙ্গে কৌর ফেরেননি। তাঁর নিখোঁজ হওয়ার খবর ছড়াতেই তাঁর নিরাপত্তা সংক্রান্ত বড় ধরনের উদ্বেগ দেখা দেয়। পহেলগাঁও হামলার পর দিল্লির বিস্ফোরণে, সবেতেই রয়েছে পাকিস্তানের জঙ্গিছক, এর মধ্যেই সর্বজিতের নিখোঁজ হওয়ার খবর চিন্তায় ফেলে দিয়েছিল দেশের নিরাপত্তা সংস্থাকে। ভারত ও পাকিস্তান উভয় দেশের গোয়েন্দা সংস্থাই নিখোঁজ ভারতীয় শিখ তীর্থযাত্রীর সন্ধানের চেষ্টা করছিল। অবশেষে জানা যায়, পাকিস্তানের নাগরিককে বিয়ে করে নিয়েছেন সর্বজিৎ।

৪ নভেম্বর, শিখ তীর্থযাত্রীরা গুরু নানক দেব জির প্রকাশ পর্ব উদযাপন করতে পাকিস্তানের নানকানা সাহিবে গিয়েছিলেন। তবে, পাকিস্তানি কর্মকর্তারা দিল্লি এবং লখনউ থেকে ১৪ জন হিন্দুকে শিখ দলের সঙ্গে ভ্রমণ করতে অস্বীকৃতি জানিয়েছিল। এ বছরে, পহেলগাঁও সন্ত্রাসী হামলা, লালকেল্লা বিস্ফোরণ এবং তারপরে ভারতের অপারেশন সিঁদুরের পর দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা চরমে। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে কেন্দ্র গুরু নানক দেব জির প্রকাশ পর্বে শিখ তীর্থযাত্রীদের পাকিস্তানে যাওয়ার অনুমতি প্রথমে প্রত্যাখ্যান করেছিল। এর দুই সপ্তাহ পরে, কেন্দ্রীয় সরকার শিখ তীর্থযাত্রার অনুমতি দেয়। প্রতি বছর, শিরোমণি গুরুদ্বার প্রবন্ধক কমিটি (SGPC) শিখ ধর্মের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন ঐতিহাসিক গুরুদ্বারে, বিশেষ করে গুরু নানক জয়ন্তী উপলক্ষে শ্রদ্ধা জানাতে শিখ ভক্তদের একটি প্রতিনিধি দলকে পাকিস্তানে পাঠায়।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বিহারে বিধায়কদের ২১৮ জন কোটিপতি, ১৭০ কোটির সম্পত্তি নিয়ে সবচেয়ে ধনী ইনি

১০ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অপরাধে বিজেপি নেতার আমৃত্যু কারাবাস

SBI-তে অ্যাকাউন্ট রয়েছে? সাবধান হোন, বন্ধ হয়ে যাচ্ছে এই পরিষেবা

প্রকাশ্যে নয়া সিসিটিভি ফুটেজ, ফরিদাবাদের মোবাইলের দোকানে বসে চিন্তিত উমর, কিন্ত কেন?

করুণ দশা প্রশান্ত কিশোরের, জন সুরাজের ২৩৮ প্রার্থীর মধ্যে ২৩৬ জনের জামানত জব্দ

শাহরুখের মুকুটে নয়া পালক, দুবাইয়ে বসছে কিং খানের মূর্তি, তৈরি হচ্ছে টাওয়ার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ