28ºc, Haze
Friday, 24th March, 2023 8:52 pm
নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: লাহোর হাইকোর্ট থেকে পাওয়া স্বস্তি বেশিক্ষণ বজায় থাকল না প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের। বৃহস্পতিবার পিটিআই চেয়ারম্যানের বিরুদ্ধে জারি জামিন আযোগ্য গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের আর্জি খারিজ করে দিয়েছেন ইসলামাবাদ জেলা আদালতের অতিরিক্ত দায়রা বিচারক জাফর ইকবাল। কোনও মুচলেকার ওপর ভিত্তি করে গ্রেফতারি পরোয়ানা বাতিল করবেন না বলে জানিয়ে দিয়েছেন। অতিরিক্ত দায়রা বিচারকের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ইসলামাবাদ হাইকোর্ট নাকি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়া হবে, তা নিয়ে কোনও সিদ্ধান্ত নিতে পারেনি পিটিআই নেতৃত্ব।
তোষাখানা মামলায় তাঁর বিরুদ্ধে জারি করা গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের জন্য এদিন ইসলামাবাদের অতিরিক্ত দায়রা বিচারকের দ্বারস্থ হয়েছিলেন পিটিআই চেয়ারম্যান ইমরান খান। তাঁর আইনজীবী জানান, ‘নিরাপত্তার কারণে নিম্ন আদালতে ব্যক্তিগতভাবে হাজিরা দিতে পারেননি প্রাক্তন প্রধানমন্ত্রী। গ্রেফতারি পরোয়ানা স্থগিত রাখা হলে তিনি অবশ্যই আদালতে উপস্থিত হবেন।’ যদিও সেই যুক্তি মানতে চাননি অতিরিক্ত দায়রা বিচারক জাফর ইকবাল। পিটিআই চেয়ারম্যানের আইনজীবীর উদ্দেশে পাল্টা তিনি বলেন, ‘প্রাক্তন প্রধানমন্ত্রী আদালতে আত্মসমর্পণ করলেই গ্রেফতারি পরোয়ানা স্থগিত রাখার বিষয়টি ভেবে দেখা হবে।’
বিকেলে ইমরানের আর্জি খারিজ করে গ্রেফতারি পরোয়ানা বহাল রাখার কথা জানান বিচারক। সেই সঙ্গে রায়ে গত মঙ্গলবার ইমরানকে গ্রেফতার করতে গিয়ে ইসলামাবাদ ও লাহোর পুলিশকে পিটিআই কর্মীদের নৃশংস আক্রমণের মুখে পড়তে হয়েছিল বলে উল্লেখ করে বলেছেন, ‘যেভাবে গ্রেফতারি রুখতে আবেদনকারী (ইমরান খান) তাঁর কর্মী-সমর্থকদের পুলিশের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছেন তাতে তিনি কোনও আইনি রক্ষাকবচ পেতে পারেন না।’