-273ºc,
Friday, 9th June, 2023 4:17 am
নিজস্ব প্রতিনিধি: ইউক্রেনের উপর রাশিয়ার হামলাকে সমর্থন করার অভিযোগে ইউক্রেনের অর্থোডক্স চার্চের শীর্ষ ধর্ম যাজককে গৃহবন্দির সাজা দিয়েছে সেদেশের আদালত। মেট্রোপলিটান পাভেল (Metropolitan Pavel) নামের ওই ধর্ম যাজককে ৬০ দিনের জন্য গৃহবন্দি থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
ধর্মীয় বিভেদ তৈরি করা এবং রাশিয়াকে সমর্থনের অভিযোগে ইউক্রেনের কিয়েভের একটি আদালত দেশের অর্থোডক্স চার্চের ধর্ম যাজককে এই সাজা শুনিয়েছে। শনিবার একটি বিবৃতি জারি করে ইউক্রেনের অর্থোডক্স চার্চের (Ukrainian Orthodox Church) তরফে বলা হয়েছে, ধর্ম যাজককে একটি ইলেক্ট্রনিক ব্রেসলেট পরে থাকার নির্দেশ দিয়েছে আদালত। এই নির্দেশ সাধারণভাবে মনে করা হচ্ছে তাঁর গতিবিধি পর্যবেক্ষণে রাখার জন্য।
অন্যদিকে আদালতের এই নির্দেশের পর সংবাদমাধ্যমকে প্রতিক্রিয়া দিয়েছেন মেট্রোপলিটান পাভেল (Metropolitan Pavel)। তিনি বলেছেন, ‘আমি কিছু করিনি। আমি বিশ্বাস করি এটি একটি রাজনৈতিক নির্দেশ।’ রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা TASS জানিয়েছে, আদালত পাভেলকে কিয়েভ থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে একটি গ্রামে গৃহবন্দি থাকার নির্দেশ দিয়েছে। তবে অভিযুক্ত ধর্ম যাজক সংশ্লিষ্ট বাড়ির বিষয়ে জানিয়েছেন সেটি বসবাসের উপযোগী নয়। তাঁর কথায়, ‘সেখানে ঘুমানোর জন্য কিছু নেই, তাপ এবং আলো নেই। রান্নাঘর নেই, চামচ নেই। কিন্তু এটা ঠিক আছে, আমি সব সহ্য করব।’