21ºc, Haze
Wednesday, 1st February, 2023 10:35 pm
নিজস্ব প্রতিনিধি, ইসলামবাদ: সরকার বদল হলেও পাকিস্তানে যে হিন্দুদের দুর্ভাগ্যের অবসান ঘটে না, ফের একবার প্রমাণিত হল। সিন্ধ প্রদেশের দক্ষিণাঞ্চলে এক হিন্দু মহিলাকে ধর্ম বদলের জন্য চাপ দিয়েছিল তিন মুসলিম যুবক। ওই মহিলা ইসলাম ধর্ম গ্রহণে রাজি না হওয়ায় অপহরণ করে লাগাতার তিনদিন ধরে গণধর্ষণ করা হয়। ধর্ষকদের বিরুদ্ধে থানায় অভিযোগ জানাতে গেলেও পুলিশ আধিকারিকরা অভিযোগ নিতে অস্বীকার করেছেন। এফআইআর দায়েরের দাবিতে রবিবার মিরপুরখাস থানার বাইরে ধর্নায় বসেছেন নির্যাতিতা হিন্দু মহিলা ও তাঁর পরিবারের সদস্যরা।
সিন্ধ প্রদেশের দক্ষিণাঞ্চলের থর, উমরকোট, মিরপুরখাস, ঘোটকি ও খায়েরপুরে দীর্ঘদিন ধরেই মুসলিম যুবকদের ধর্ষণ ও যৌন হেনস্তার শিকার হতে হচ্ছে হিন্দু মেয়েদের। এমনকী ধর্ষণ ও নির্যাতনের মামলা দায়ের করতে গিয়েও খালি হাতে ফিরতে হচ্ছে নির্যাতিতাদের। রবিবার সামাজিক যোগাযোগমাধ্যমে মিরপুরখাসের এক হিন্দু মহিলার ভিডিও ভাইরাল হয়েছে। ওই ভিডিয়োতে নির্যাতিতা তাঁর উপরে হওয়া পাশবিক অত্যাচারের বর্ণনা দিয়েছেন।
ভিডিওতে ওই নির্যাতিতা মহিলা জানিয়েছেন, ‘দীর্ঘদিন ধরেই হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণের জন্য চাপ দিয়েছিল স্থানীয় যুবক ইব্রাহিম মঙ্গোরিয়া, পুনহো মঙ্গোরিয়া ও তাদের সঙ্গীরা। ধর্ম বদলে রাজি না হওয়ায় অপহরণ করে উমরকোট জেলার সমারোর এক ডেরায় তুলে গিয়ে নিয়ে টানা তিনদিন ধরে ধর্ষণ করেছে। কোনও ক্রমে অপহরণকারীদের খপ্পর থেকে পালিয়ে এসেছি। ধর্ষকদের খপ্পর থেকে পালিয়ে আসার পরে মিরপুরখাস থানাতে অভিযোগ জানাতে গিয়েছিলাম। কিন্তু অভিযোগ নেওয়া হয়নি।’ স্থানীয় এক হিন্দু নেতা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, কার্যত দক্ষিণ সিন্ধে সম্ভ্রম নিয়ে হিন্দু মেয়েদের বেঁচে থাকা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।’ মিরপুরখাস থানার আধিকারিকরা এ বিষয়ে প্রতিক্রিয়া দিতে রাজি হননি।