এই মুহূর্তে




ইরানকে পরমাণু কর্মসূচিতে সাহায্য করতে প্রস্তুত রাশিয়া, জানালেন পুতিন




আন্তর্জাতিক ডেস্ক: ইরানের পরমাণু অস্ত্র ধ্বংসে আদাজল খেয়ে নেমেছে ইজরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র। ইরানের পারমাণবিক কেন্দ্র ধ্বংস করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে দুই দেশ। আর ঠিক তখনই ইরানের পরমাণু কর্মসুচিতে সহাযতা করার কথা জানালেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার (২১ জুন) ‘স্কাই নিউজ আরবি’কে দেওয়া এক সাক্ষাৎকারে  তিনি বলেন, ‘আমরা বারবার ইজরায়েলকে জানিয়েছি, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে—এমন কোনও প্রমাণ নেই। তবে রাশিয়া ইরানকে শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি উন্নয়নে সহায়তা করতে প্রস্তুত।’

মধ্যপ্রাচ্যের দেশ ইরান বরাবরই রাশিয়ার মিত্র হিসাবে পরিচিত। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধেও ড্রোন সহ নানা যুদ্ধাস্ত্র দিয়ে মস্কোকে সাহায্য করেছে তেহরান। ‘মিত্র দেশ’ ইরানের উপরে ইজরায়েলের হামলা নিয়ে যথেষ্টই ক্ষুব্ধ রুশ প্রেসিডেন্ট পুতিন। গত কয়েকদিন ধরেই ইজরায়েল-ইরান সঙ্ঘাত বন্ধে মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছেন তিনি। যদিও সেই প্রস্তাবে সায় দেয়নি ইরান ও ইজরায়েল। তবুও তেল আভিভের সঙ্গে তেহরানের সঙ্ঘাত যাতে তৃতীয় বিশ্বযুদ্ধে না গড়ায় তার চেষ্টা চালিয়ে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট। ইরান-ইজরায়েল সঙ্ঘাত নিয়ে ‘স্কাই নিউজ আরবি’কে দেওয়া সাক্ষা‍ৎকারে পুতিন বলেছেন, ‘ ‘রাশিয়া ও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) কখনই এমন কোনও প্রমাণ পায়নি যে, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির জন্য কাজ করছে। আমরা এই বিষয়টি বহুবার ইজরায়েলি নেতৃত্বকে জানিয়েছি। তবে রাশিয়া মনে করে, ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি চালানোর অধিকার রয়েছে।’

উল্লেখ্য, গত শুক্রবার (১৩ জুন) থেকে ইরানে হামলা চালাতে শুরু করেছে ইজরায়েল। প্রাথমিক ধাক্কা কাটিয়ে ইজরায়েলের ভূখণ্ডেও হামলা চালাতে শুরু করেছে ইরান। টানা নয়দিন ধরে দু’দেশের মধ্যে হামলা-পাল্টা হামলা চলছে।। ওই হামলায় ৪০০ জন মারা গিয়েছেন বলে এদিনই ইরানের স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে। যদিও ইরানি হামলায় হতাহতদের সংখ্যা নিয়ে মুখ খোলেনি বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ইন্দোনেশিয়ায় মাঝ সমুদ্রে যাত্রীবাহী জাহাজে আগুন, নিহত কমপক্ষে ৫

পরপর তিনবার ভূমিকম্পে কাঁপল রাশিয়া, কম্পনমাত্রা ৭.৫, জারি সুনামি সতর্কতা

২০ বছর কোমায় থাকা সৌদি রাজকুমারের মৃত্যু

ভিয়েতনামে পর্যটকবাহী নৌকা ডুবে ৩৪ জনের মৃত্যু

ইরানে যাত্রীবোঝাই বাস উল্টে নিহত কমপক্ষে ২১ জন, আহত অন্তত ৩৪

চরম রাজনৈতিক দ্বন্দ্ব, এসিসি-র সভা বয়কটের হুমকি ভারতের, এশিয়া কাপ নিয়ে শঙ্কা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ