নিজস্ব প্রতিনিধি: কৃত্রিম মেধা চ্যাটজিপিটির সিইও পদে বরখাস্ত স্যাম অল্টম্যানকে ফিরিয়ে আনার জন্য চাপ তৈরি করল ওপেনএআইয়ের শেয়ারগ্রহীতারা।ইতিমধ্যেই ওপেনআইয়ের অন্যতম বিনিয়োগকারী থ্রাইভ ক্যাপিটালের পক্ষ থেকে আর এক বিনিয়োগকারী মাইক্রোসফটের উপরে অল্টম্যানকে নিয়ে সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য চাপ দেওয়া হয়েছে।এছাড়া আরও একাধিক সংস্থাও চাপ তৈরি করছে। ফলে ফের ওপেনএআইয়ের সিইও পদে চ্যাটজিপিটির স্রষ্টার ফেরার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে।
গত শুক্রবার আচমকাই ওপেনএআইয়ের সিইও পদ থেকে সরানো হয় কৃত্রিম মেধা চ্যাটজিপিটি-র ‘স্রষ্টা’ স্যাম অল্টম্যানকে। সংস্থার তরফে জানানো হয়, স্যামের নেতৃত্ব দেওয়ার ক্ষমতার উপর আস্থা হারিয়েছেন ওপেনএআইয়ের পরিচালকরা। সেই কারণেই তাঁকে সিইও পদ থেকে ছাঁটাই করা হয়েছে। অল্টম্যানের জায়গায় দায়িত্ব সামলানোর দায়িত্ব দেওয়া হয় মিরা মুরাটি। শিগগিরই সংস্থায় নতুন সিইও নিয়োগ দেওয়া হবে। স্যাম অল্টম্যানকে বরখাস্তের ঘটনায় প্রযুক্তি বিশ্বে ব্যাপক শোরগোল পড়ে যায়। চ্যাটজিপিটির উদ্ভাবককে এভাবে ছাঁটাই করা মানতে পারেননি অনেকেই।
যদিও বরখাস্ত হওয়ার পরেও ওপেনএআইয়ের পরিচালকদের সিদ্ধান্ত নিয়ে বিরূপ মন্তব্য করেননি অল্টম্যান। উল্টে নিজের ‘এক্স’ হ্যান্ডেলে লেখেন, ‘ওপেনএআই-এ আমি যে সময় কাটিয়েছি, তা ভাল ছিল। ব্যক্তিগতভাবে আমার জীবনে এই সিদ্ধান্ত অনেক বদল আনবে। আশা করি বিশ্বেরও কিছুটা পরিবর্তন হবে। পরবর্তী কালে আমি কী করব, তা নিয়ে পরে বলব।’ অল্টম্যানের ঘনিষ্ঠরা জানিয়েছেন, নতুন কোনও প্রকল্প নিয়ে প্রযুক্তি বিশ্বে আবির্ভূত হবেন চ্যাটজিপিটির উদ্ভাবক। একতরফাভাবে অল্টম্যানকে বরখাস্ত করার সিদ্ধান্ত মানতে পারেনি ও্পেনএআইয়ের একাধিক বিনিয়োগকারী। উল্টে অল্টম্যানকে ফিরিয়ে আনার জন্য চাপ দেওয়া হয়।’