এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

IPL-2023-গুজরাটকে হারাতে স্পিনই ভরসা চন্দ্রকান্তের

নিজস্ব প্রতিনিধি: ছুটির দিনে আইপিএল(IPL)-এর মহারণে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে কলকাতা নাইট রাইডার্সের (KKR) মুখোমুখি হার্দিক পাণ্ডিয়ার গুজরাট টাইটান্স (GUJRAT TITANS)। হাইভোল্টেজ ম্যাচ এই বিষয়ে কোনও সন্দেহ নেই। ছন্দে থাকা হার্দিকরা যে চলতি আইপিএল-এ দূরন্ত ছন্দে থেকেই রবিবার ঘরের মাঠে তাঁরা ম্যাচ জেতার জন্য আপ্রাণ চেষ্টা করবেন এই বিষয়ে কোনও সন্দেহ নেই। কেননা নাইটদের হারাতে পারলেই হার্দিকের দল টানা তিন ম্যাচ থেকে পুরো পয়েন্ট পকেটে পুড়ে নেবে।

অন্য দিকে প্রথম ম্যাচে পাঞ্জাবের কাছে হার, দ্বিতীয় ম্যাচে ইডেনের মাঠে বিরাট-ডুপ্লেসিদের হারিয়ে তৃতীয় ম্যাচে নাইটরা চাইবেন গুজরাটকে হারিয়ে পুরো পয়েন্ট পকেটে তুলে নিতে। এর ইঙ্গিত গতকালই সাংবাদিকদের সামনে দিয়ে রেখেছেন নাইট কোচ চন্দ্রকান্ত পণ্ডিত।

গুজরাট দল ব্যাটিং কিংবা বোলিং দুই বিভাগেই মোটামুটি সফল এই কথা বলা যেতেই পারে। কেননা যে দলে শুভমন গিল, হার্দিক পাণ্ডিয়ারা রয়েছেন। কাজেই বিপক্ষ দলের বোলাররা চাপে থাকাটাই স্বাভাবিক। শুভমন দ্বিতীয় ম্যাচে সেভাবে রান না পেলেও ছন্দে রয়েছেন তিনি। রবিবার ঘরের মাঠে একটা বড় ইনিংস খেলারা ব্যাপারে আশাবাদী শুভমন। পর পর দুটি ম্যাচেই রান পাননি দলনেতা হার্দিক। রবিবার তিনিও চাইবেন রান পেতে।

অন্য দিকে নাইট বাহিনী ব্যাটিং লাইন আপে একেবারেই ছন্দে দেখা যাচ্ছে না দলনেতা নীতিশ রানা ও আন্দ্রে রাসেলকে। প্রথম ম্যাচে রান পেলেও দ্বিতীয় ম্যাচে এই ক্যারিবিয়ান অলরাউন্ডারের পারফরম্যান্স করেছে সকলকে। শাহরুখের দলে ওপেনার ব্যাটার হিসেবে নজর কেড়ছেন তরুণ গুরবাজ ও রিঙ্কু সিং। ভেঙ্কটেশ আইয়ার ছন্দে থাকলেও তাঁর ধারবাহিকতা নেই। সেটাই চিন্তা নাইটদের। জেসন রয় দলের সঙ্গে যোগ দিয়েছেন। কাজেই ব্যাটিং লাইনে অনেকটাই শক্তি বৃদ্ধি হয়েছে নাইটদের। কাজেই ব্যাটিং লাইন আপে দুই দলই সমান-সমান।

বোলিং বিভাগে হার্দিকদের থেকে কিছুটা এগিয়ে রয়েছেন নাইটরা। কেননা গুজরাট দলে একমাত্র পেসার হিসেবে শামি ছাড়া কেউই নজরে পড়েননি দুটি ম্যাচে জাতীয় দলের এই বোলারটি কিন্তু পাঁচটি উইকেট ঝুলিতে পুড়েছেন। কাজেই নাইটদের বিরুদ্ধেও তিনি যে দলের টার্মকার্ড হবেন এটাই স্বাভাবিক। তবে শামিকে সহযোগিতার জন্য রশিদ খান। তিনিও ছন্দে রয়েছেন। শামির মতো তাঁর পকেটে রয়েছে পাঁচ পাঁচটি উইকেট।

নাইটদের বোলিং বিভাগ মূলত স্পিনের ওপরই বেশি নির্ভরশীল তাঁর প্রমাণ দ্বিতীয় ম্যাচেই পাওয়া গিয়েছে। ছন্দে রয়েছেন বরুণ চক্রবর্তী নবাগত সুয়স যেভাবে বেঙ্গালুরুকে ধ্বংস করেছে সেটাই চিন্তায় রাখছে হার্দিকদের। এছাড়া রয়েছেন সুনীল নারিন এবং রাসেলের মতো অভিজ্ঞ বোলাররাও। উমেশ যাদব ছন্দে নেই। শার্দূল-এর কাছ থেকে এখনও সেরা খেলাটা পায়নি কেকেআর।

রবিবারের ম্যাচে ব্যাটিংয়ে নজর যেমন থাকবে শুভমন, হার্দিকদের গুরবাজ, রাসেল, শার্দূলদের তেমনি বোলিংয়ে নজর রাখতে হবে নারিন-সূয়সদের সঙ্গে শামি ও রশিদদের দিকেও। মোট কথা রবিবারের ম্যাচে বোলিং বিভাগে লড়াই হবে স্পিন বনাম পেস-এর।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ফের হারতে হল রাজস্থানকে, ৫ উইকেটে জিতল পঞ্জাব

রাজস্থানকে ১৪৪ রানে বেঁধে রাখলেন পঞ্জাবের বোলাররা

আইপিএল ছেড়ে চোট নিয়ে দক্ষিণ আফ্রিকা ফিরলেন রাবাদা

ফ্লেমিং কী ভারতীয় দলের কোচ? মুখ খুলল চেন্নাই সুপার কিংস

আত্মঘাতী শচিনের নিরাপত্তারক্ষী, তদন্তে পুলিশ

ভারতীয় টেস্ট দলের কোচ থাকার প্রস্তাব খারিজ দ্রাবিড়ের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর