এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

প্রবল ঝড়বৃষ্টির আশঙ্কা, কড়া নির্দেশ মৎস্যজীবী-পর্যটকদের

নিজস্ব প্রতিনিধি: জন্ম তার দক্ষিণ চিনের সাগরে(South China Sea)। সেখান থেকে তার আগমন এবার হতে চলেছে বাংলা(Bengal) ও ওড়িশার(Odisha) বুকে। ঝরাবে বৃষ্টি, সেই সঙ্গে দোলাবে গাছপালা। খড়কুটোর মতো উড়তে পারে মাটি ও টিনের বাড়ির চালা। দুর্যোগের মুখে পড়তে চলেছে বাংলার একাংশ। দক্ষিণ চিন সাগরে জন্ম নেওয়া ঘূর্ণাবর্ত মায়ানমার টপকে চলে এসেছে বঙ্গোপসাগরের(Bay of Bengal) বুকে। সেখানেই এদিন সে নিম্নচাপের চেহারা নিচ্ছে। আগামী ২৪ ঘন্টার মধ্যে দফায় দফায় শক্তি বাড়িয়ে সে পরিণত হতে চলেছে সুস্পষ্ট গভীর শক্তিশালী গভীর নিম্নচাপে(Deep Depression)। আর সেই নিম্নচাপ ওড়িশা দিয়েই প্রবেশ করবে দেশের মূল ভূ-খণ্ডে। যাবে সে ছত্তিশগড়ের পথে। কিন্তু তার লেজের ঝাপটা লাগবে বাংলার উপকূলবর্তী দুই জেলা এবং পশ্চিমের ৪টি জেলায়। আর সেই কারণেই রাজ্যের মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একইরকম ভাবে বাংলা ও ওড়িশার উপকূলবর্তী পর্যটনকেন্দ্রগুলিতে পর্যটকদের যাওয়ার ক্ষেত্রেও সাময়িক নিষেধাজ্ঞা জারি হয়ে গিয়েছে।

জানা গিয়েছে, এদিন অর্থাৎ শনিবার বঙ্গোপসাগরে চলে আসা চিনা ঘূর্ণাবর্ত নিম্নচাপের চেহারা নেবে। তারপর ধাপে ধাপে সে পরিণত হবে গভীর নিম্নচাপে। তার জেরে আগামিকাল অর্থাৎ রবিবার থেকেই বাংলার বুকে বৃষ্টি শুরু হয়ে যাবে। বইবে ঝোড়ো হাওয়াও। আগামিকাল দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর এই দুই জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনায়, কলকাতায়, হাওড়ায় ও পশ্চিম মেদিনীপুর জেলার কিছু কিছু এলাকায়। সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়া জেলায়। বাংলার তুলনায় এই নিম্নচাপের জন্য বেশি বৃষ্টি ও ক্ষয়ক্ষতি হবে ওড়িশায়। তবে এই নিম্নচাপের হাত ধরে বাংলার বুকে বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি ঝরবে যা কৃষিক্ষেত্রে জলের ঘাটতি কিছুটা হলেও মেটাতে পারবে। সেই সঙ্গে ডিভিসির জলাধারগুলিতে যে জলাভাব দেখা দিয়েছে তার প্রকোপও কিছুটা কমবে বলেই আবহাওয়াবিদরা মনে করছেন।

আলিপুর আবহাওয়া দফতর থেকে জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শনিবার রাত থেকেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি শুরু হয়ে যাবে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায়। সময় বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার বেগ। সেই কারণে এদিন থেকে সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে না-যাওয়ার বার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে দীঘা, মন্দারমণি, সাগরদ্বীপসহ উপকূলবর্তী সমুদ্র তটে পর্যটকদের সমুদ্রে না নামারত ক্ষেত্রেই বিধিনিষেধ জারি করা হয়েছে। এদিন রাত থেকে সোমবার সকাল পর্যন্ত রাজ্যের উপকূলবর্তী এলাকায় হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি হতে পারে। তাই সমুদ্রে জলোচ্ছ্বাসের সম্ভাবনাও থাকছে। এই নিম্নচাপের হাত ধরে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় মাঝারি মাত্রায় বৃষ্টি হবে। তার জেরে জুন থেকে বর্ষাকালে বৃষ্টির যে ঘাটতি দক্ষিণবঙ্গে তৈরি হয়েছে তা কিছুটা মিটবে। আগস্টের নিরিখে এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গে সার্বিকভাবে স্বাভাবিকের থেকে কিছুটা বেশি বৃষ্টি হয়েছে। তবে বীরভূম, নদীয়া, মুর্শিদাবাদসহ কয়েকটি জেলায় ঘাটতি রয়েছে। গত কয়েক দিনে ভালো বৃষ্টি হওয়ায় ঘাটতি অনেকটা মিটেছে বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, হুগলি প্রভৃতি জেলায়। বৃষ্টির নিরিখে ইতিমধ্যেই ভালো অবস্থায় আছে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম ও দক্ষিণ ২৪ পরগনা জেলা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ধর্ষণের অভিযোগ নিয়ে ‘স্পিকটি নট’ রাজ্যপাল বোস

অভিজিতের এফআইআর খারিজের আর্জি শুনবেন বিচারপতি  তীর্থঙ্কর ঘোষ

‘সত্যের জয় হল’, জেল থেকে বেরিয়ে বললেন জীবনকৃষ্ণ সাহা

বেআইনি নির্মাণে মিলবে না পানীয় জল এবং নিকাশি ব্যবস্থা, নয়া নির্দেশ কলকাতা পুরসভার  

রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ বসিরহাটের বিজেপি প্রার্থী

গ্রেফতারির বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ সন্দেশখালির পিয়ালি দাস

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর