এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে বিজেপি প্রার্থী, শোরগোল ডায়মন্ডহারবারে

নিজস্ব প্রতিনিধি: আজব কিসসা তৃণমূলের(TMC) সর্বভারতীয় সাধারন সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhishek Banerjee) সংসদীয় কেন্দ্র দক্ষিণ ২৪ পরগনা জেলার ডায়মন্ডহারবারে(Daimond Harbour)। সেখানে কার্যত রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের(Panchayat Election) একদম উল্টো ছবি ধরা পড়ল। গোটা রাজ্যে যেখানে বিরোধীরা তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছে সেখানে কিনা রাজ্যের প্রধান বিরোধী দলের প্রার্থী শাসক দল তৃণমূলের হয়ে প্রচার করছে! হ্যাঁ, ডায়মন্ডহারবার ১ ব্লকের ৬০ নম্বর জেলা পরিষদ আসনে সেই ছবিটাই দেখা যাচ্ছে। সেখানে ৬০ নম্বর জেলা পরিষদ আসনে দাঁড়িয়েছেন তৃণমূলের মহিলা প্রার্থী মনমোহিনী বিশ্বাস। তাঁর বিরুদ্ধে বিজেপি(BJP) দাঁড় করিয়েছে পিঙ্কি হালদারকে। সেই পিঙ্কিকেই দেখা যাচ্ছে মনমোহিনীর হয়ে প্রচার করতে। আর এই ঘটনা সামনে আসতেই শুধু এলাকাতেই নয়, জেলা এবং রাজ্য রাজনীতিতেও রীতিমত শোরগোল পড়ে গিয়েছে।

আরও পড়ুন ২ কোটি ভুয়ো রেশনকার্ড বাতিল বাংলায়, বছরে সাশ্রয় ৩৬০০ কোটি

ঘটনার সূত্রপাত রবি সকালে। তৃণমূলের প্রার্থী হিসাবে মনমোহিনী বিশ্বাস যখন মানুষের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছিলেন ঠিক তখনই সেখানে হাজির হন বিজেপি প্রার্থী পিঙ্কি। তিনি সেখানে তৃণমূলের হয়ে প্রচার করার পাশাপাশি ভোটারদের কাছে তৃণমূল প্রার্থীকে জয়ী করার আর্জিও জানান। রবি সকালে ঘোষেরচক আবদালপুরের ২০২ নম্বর বুথ এলাকায় এই ঘটনা ঘটে। শুধু তাই নয়, স্থানীয় বাসিন্দাদের দাবি, পিঙ্কি যখন তৃণমূলের হয়ে প্রচার করছিলেন তখন তাঁর হাতে বিজেপির পতাকা ছিল না। ছিল তৃণমূলের পতাকা। বিজেপি প্রার্থীর এহেন আচরণে হতবাক হয়ে যান স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি তৃণমূল কর্মীরাও। পরে পিঙ্কিদেবী সংবাদমাধ্যমকে জানান, ‘বিজেপি যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা পালন করেনি। কোনও দেওয়াল লিখন হয়নি। প্রচারও করা হচ্ছে না। তাছাড়া এই আসনে দিদি দাঁড়ানোর পর মনোনয়ন প্রত্যাহার করতে চেয়েছিলাম। কিন্তু সেটাও আটকে দেওয়া হয়েছিল। তাই আমি দিদির জন্য প্রচারে বেরিয়েছি।’

আরও পড়ুন কোনও জেলাতেই ১০০ শতাংশ আসনে প্রার্থী দিতে পারেনি বিজেপি

এই ঘটনায় মনমোহিনীদেবী জানিয়েছেন, ‘জেলা পরিষদের মতো আসন হেলায় তৃণমূলকে ছেড়ে দেওয়ার বিষয়টি অভূতপূর্ব। তবে বিজেপি প্রার্থীকে কোনও রকম চাপ বা জোর করা হয়নি। আশা করব পিঙ্কিকে দেখে বিজেপির আরও প্রার্থীর এমন বোধোদয় হবে। মুখ্যমন্ত্রীর উন্নয়নে তাঁরা সবাই শামিল হবেন।’ এদিকে, দলের প্রার্থী যে এমন পদক্ষেপ করেছেন, তা অবশ্য জানা নেই বিজেপি নেতৃত্বের। দলের ডায়মন্ডহারবার সাংগঠনিক জেলার সহ সভাপতি সুফল ঘাঁটু জানিয়েছেন, ‘বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে। এমনটা হয়ে থাকলে, কঠোর ব্যবস্থা গ্রহণ করবে দল।’ কিন্তু কী ব্যবস্থা করবে দল? বড্ডজোর দল থেকে বহিষ্কার। তাতে কী যায় আসে পিঙ্কির। তাঁর হাতে ধরা তৃণমূলের পতাকাই বলে দিচ্ছে জোড়াফুলে আনুষ্ঠানিক ভাবে তাঁর যোগদান শুধুমাত্র সময়ের অপেক্ষা। বিজেপি তাঁর বিরুদ্ধে কী বলল বা করল তাতে তাঁর বয়েই গেল।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মানিকতলায় বহুতলে রবিবার রাতে ভয়ংকর আগুন, ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন

ফুসফুসের মধ্যে নাকছাবির অংশ, বের করতে সফল চিকিৎসক

ভাঙড়ে রবিবার দুপুরে প্লাস্টিক কারখানায় বিধ্বংস আগুন, এলাকায় আতঙ্ক

আগামী ৫ মে থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

ভোটের কাজে এবার নেওয়া হচ্ছে স্কুলবাসও

প্রতিপক্ষের নাম ‘লক্ষ্মীর ভান্ডার’, হাড়ে হাড়ে টের পাচ্ছে বিরোধীরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর