এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

মমতার বিমানবিভ্রাট নিয়ে কেন্দ্রের জবাব তলব হাইকোর্টের

নিজস্ব প্রতিনিধি: বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) বিমান বিভ্রাট নিয়ে যে কলকাতা হাইকোর্টে(Calcutta High Court) জনস্বার্থ মামলা দায়ের হতে চলেছে সেই কথা আগেই জানা গিয়েছিল। এবার সেই মামলাতেই গোটা ঘটনা নিয়ে কেন্দ্র সরকারের(Central Government) জবাব তলব করল কলকাতা হাইকোর্ট। আগামী ২৫ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানি রয়েছে। তার মধ্যেই কেন্দ্রকে এই বিষয়ে তাঁদের জবাব জানতে হবে। সোমবার এই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিসন বেঞ্চে।

গত ২ মার্চ বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বারাণসী গিয়েছিলেন উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের জন্য সমাজবাদী পার্টির হয়ে নির্বাচনী প্রচারে অংশ নেওয়ার জন্য। সেই সভা সেরে ৪ মার্চ তিনি রাজ্য সরকারের ভাড়া করা বেসরকারি ফেলকন বিমানে চড়ে কলকাতা ফিরছিলেন।  ওই বিমানটি দুপুর ২টো ২৮ মিনিটে বারাণসী থেকে ওড়ে। তাঁর সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সর্বক্ষণের নিরাপত্তা আধিকারিকরা। কলকাতায় নামার পনেরো মিনিট আগেই বিভ্রাট হয় বিমানটিতে। দমদম বিমানবন্দরে বিমানটি অবতরণের আগে প্রচণ্ড ঝাঁকুনি হয়। দু’দিকে দুলতে দুলতে বিমানটি নেমে আসতে থাকে। এক নিমেষে প্রায় ৭০০০ মিটার পর্যন্ত নেমে আসে সেটি। এই ঘটনার পর রাজ্য সরকারের তরফে চাপ দেওয়া হয় ডিজিসিএ-কে। যার জেরে ঘটনা নিয়ে প্রাথমিক তদন্ত শুরু হয়। রিপোর্টে বলা হয়, খারাপ আবহাওয়ার জন্য এটিসি’র অনুমতি নিয়েই বিমানটি নিচে নামানো হয়েছিল।

ওই ঘটনার আগেও মুখ্যমন্ত্রীর বিমান বিভ্রাটের(Flight Crisis) ঘটনা ঘটেছে একাধিকবার। বার বার কেন এই ধরনের ঘটনা ঘটছে তা জানতেই কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন আইনজীবী বিপ্লব চৌধুরী। সেই মামলা দায়ের হয় গত ১০ মার্চ। মামলাটি দায়ের করা হয় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিসন বেঞ্চে। সেখানেই এদিন ওই মামলার শুনানিতে প্রধান বিচারপতি জানান, ‘প্রথমবার বিমানের জ্বালানি শেষ হয়ে যায়। এবার মুখোমুখি চলে এল দু’টি বিমান। বারবার কেন মুখ্যমন্ত্রীর বিমান বিপত্তি হচ্ছে, তা জানাক ডিজিসিএ(DGCA)। আগামী দু’ সপ্তাহের মধ্যে কেন্দ্রকে অবস্থান জানাতে হবে।’ আগামী ২৫ এপ্রিল এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বাংলার মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তে সুপ্রিম স্থগিতাদেশ

সন্দেশখালিকাণ্ডে CBI তদন্তের বিরোধিতা করে রাজ্যের মামলার সুপ্রিম শুনানি মুলতুবি

নাখোদা মসজিদের সামনে প্লাস্টিকের গুদামে আগুন

রাজ্যের মন্ত্রীদের PSO-দের ডিউটি পরিবর্তনের ভাবনা নবান্নের, নেপথ্যে কেষ্ট’র সায়গল

মানিকতলায় বহুতলে রবিবার রাতে ভয়ংকর আগুন, ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন

ফুসফুসের মধ্যে নাকছাবির অংশ, বের করতে সফল চিকিৎসক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর