এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

৩জন নতুন বিচারপতি পাচ্ছে কলকাতা হাইকোর্ট, ১জন হচ্ছেন বদলি

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: আগামী নভেম্বর মাসের শুরুতেই ৩জন নতুন বিচারপতি(New Justice) পেতে চলেছে কলকাতা হাইকোর্ট(Calcutta High Court)। ৩জনই দেশের অন্য তিন হাইকোর্ট থেকে বদলি হয়ে আসছেন কলকাতায়। ২ নভেম্বর পূজাবকাশের মধ্যেই তাঁরা শপথ নেবেন। এই তিন জন হলেন–পাটনা হাইকোর্টের বিচারপতি মধুরেশ প্রসাদ, এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি সূর্য প্রকাশ কেশওয়ানি এবং মণিপুর হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি এমভি মুরলীধর। একই সঙ্গে কলকাতা থেকে বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায় বদলি হয়ে যাচ্ছেন পাঞ্জাব-হরিয়ানা হাইকোর্টে। ফলে বর্তমানে ৫২ জন বিচারপতি বেড়ে কলকাতায় সংখ্যাটা ৫৪ হতে চলেছে। যদিও কলকাতা হাইকোর্টে থাকার কথা ৭২ জন বিচারপতির। সেই হিসাবে বিচারপতির আকাল থেকেই যাচ্ছে কলকাতা হাইকোর্টে। একই সঙ্গে অন্য হাইকোর্ট থেকে ৩ বিচারপতির এই বদলি ধরে কলকাতা হাইকোর্টে ভিন রাজ্যের বিচারপতির সংখ্যা দাঁড়াচ্ছে ৭।

কলকাতা হাইকোর্টের আইনজীবীদের বিচারপতি পদে উন্নীত করার ক্ষেত্রে কেন্দ্রের টালবাহানায় ক্ষুব্ধ আইনজীবী সংগঠনের অনেকেই। হাইকোর্ট বার লাইব্রেরির প্রাক্তন সম্পাদক প্রমিত রায়ের মন্তব্য, ‘এক সঙ্গে এতজন ভিন রাজ্যের বিচারপতিকে একটি হাইকোর্টে পাঠানোর পিছনে কারণ স্পষ্ট নয়। আইনত বাধা না থাকলেও ব্যাপারটা অভূতপূর্ব। এ ক্ষেত্রে যাঁদের আপত্তি করা উচিত ছিল, তাঁরা হয়তো সেটা করেননি।’ হাইকোর্ট বার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিশ্বব্রত বসু মল্লিক বলেন, ‘সুপ্রিম কোর্টের(Supreme Court) কলেজিয়াম যখনই কলকাতা হাইকোর্টের জন্য এমন বদলি সুপারিশ করছে, কেন্দ্র তৎক্ষণাৎ তাতে সবুজ সংকেত দিচ্ছে। হাইকোর্ট কর্তৃপক্ষ বা সুপ্রিম কোর্টে এ রাজ্যের হাইকোর্ট থেকে যাঁরা আছেন–তাঁদের সঙ্গে কোনও আলোচনা হচ্ছে কিনা, বুঝতে পারছি না। কেন্দ্র কেন বিচারপতি পদে এই হাইকোর্টের আইনজীবীদের নামে অনুমোদন না দিয়ে বছরের পর বছর ফেলে রেখে ভিন রাজ্য থেকে বিচারপতি পাঠাতে বেশি আগ্রহী, সেটা নিয়ে প্রশ্ন রয়েছে।’

আইনজীবীদের অনেকেরই বক্তব্য, শুধু আইনের ধারা দিয়ে বিচার হয় না, রাজ্যের ইতিহাস, ভূগোল, সমাজসস্কৃতি সম্পর্কে জানাও জরুরি। ভিন রাজ্যের এতজন বিচারপতিতে সেই শর্ত পূরণ হবে কি? উল্লেখ্য পুজোর আবহেই এই বিষয়ে প্রশ্ন তুলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখা যাচ্ছে, সেই বিষয়ে বিশেষ আমল দিচ্ছে না কেন্দ্র সরকার। এই ৩জন বিচারপতির কলকাতা হাইকোর্টে যোগদানের আগেই অবশ্য ভিন রাজ্য থেকে ৪জন বিচারপতি যোগদান করেছেন। এদের মধ্যে আছেন কলকাতা হাইকোর্টের বর্তমান প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম(Chief Justice T S Shivagnanam), যাকে মাদ্রাজ হাইকোর্ট থেকে বদলি হয়ে কলকাতায় নিয়ে আসা হয়েছিল দেড় বছর আগে। তারপর একে একে এসেছেন ওডিশা হাইকোর্টের বিচারপতি চিত্তরঞ্জন দাস, মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি ভি এম ভেলুমণি এবং দিল্লি হাইকোর্টের বিচারপতি গৌরাঙ্গ কান্ত। অন্য হাইকোর্ট থেকে বিচারপতি বদলি হয়ে কলকাতায় এলেও কলকাতা হাইকোর্টের বর্ষীয়ান বেশ কয়েক জন আইনজীবীকে(Senior Lawyer) বিচারপতি পদে অভিষিক্ত করতে কলেজিয়ামের বহু পুরোনো সুপারিশ এখনও কেন্দ্রের সবুজ সংকেত পায়নি। দায়রা আদালতের বিচারকদের হাইকোর্টে বিচারপতি পদে উন্নীত করার একাধিক প্রস্তাবও পড়ে রয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘গদ্দার’ রথীনকে আবারও হারিয়ে প্রসূণকে দিল্লি যাত্রার ছাড়পত্র দিতে প্রস্তুত হাওড়া

‘সিবিআইয়ের কাছে যান’, সন্দেশখালি মামলা নিয়ে হাইকোর্টে ধাক্কা বিজেপির

রেশনে ইলেকট্রনিক ওজনযন্ত্রের বাধ্যতামূলক ব্যবহার রুখতে হাইকোর্টে মামলা

ধর্ষণের অভিযোগ নিয়ে ‘স্পিকটি নট’ রাজ্যপাল বোস

অভিজিতের এফআইআর খারিজের আর্জি শুনবেন বিচারপতি  তীর্থঙ্কর ঘোষ

‘সত্যের জয় হল’, জেল থেকে বেরিয়ে বললেন জীবনকৃষ্ণ সাহা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর