এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

সাফল্যের দিনেই বিতর্কের মুখে কলকাতা বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিনিধি: দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় উঠে এসেছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের(Calcutta University) নাম। জাতীয় তালিকায় সেরা বিশ্ববিদ্যালয়ের প্রথম দশের মধ্যে অষ্টম স্থানে রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। শুক্রবার দেশের জাতীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলির সেরা তালিকা প্রকাশ করেছে কেন্দ্র। সেখানেই মিলেছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের এহেন সাফল্যের হদিশ। কলকাতা বিশ্ববিদ্যালয় ছাড়াও কেন্দ্রের প্রকাশিত সাফল্যের তালিকায় ঠাঁই মিলেছে বাংলার আরও কিছু শিক্ষাপ্রতিষ্ঠানের। এই সাফল্যের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে শুভেচ্ছাও জানিয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয়কে। কিন্তু সেই সাফল্যের মাঝেই এবার বিতর্ক(Controversy) মাথাচাড়া দিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের এক সিদ্ধান্তে। রীতিমত বিজ্ঞপ্তি দিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে, চলতি বছরে বিশ্ববিদ্যালয়ের বিএ এলএলবি কোর্সে(BA LLB Course) ভর্তির জন্য কাউকেই কোনও প্রবেশিকা পরীক্ষা দিতে হবে না। এই কোর্সের জন্য আবেদনকারীরা তাঁদের উচ্চ মাধ্যমিকের(Higher Secondary Exam) নম্বরের ভিত্তিতেই ভর্তি হতে পারবেন। আর এই সিদ্ধান্ত নিয়েই এখন বিতর্ক দানা বেঁধেছে।

কেন এই বিতর্ক? প্রতি বছর কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিএ এলএলবি কোর্সে ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষায় বসতে হয় আবেদনকারীদের। কিন্তু এবছর সেই প্রবেশিকা পরীক্ষা হচ্ছে না। আবার ওই কোর্সে আসন সংখ্যাও বাড়ানো হচ্ছে না। ফলে যারা আবেদন করতে চাইছেন এই কোর্সে ভর্তি হওয়ার জন্য তাঁদের আশঙ্কা, এবারে মেধার প্রতি সুবিচার হবে না। কেননা এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষা হয়েছে হোম সেন্টারে। সেখানে ঢালাও নম্বরও দেওয়া হয়েছে। তাই মুড়ি আর মুড়কি কার্যত একদরে দাঁড়িয়ে আছে। এই অবস্থায় যদি কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিএ এলএলবি কোর্সে ভর্তির জন্য আবেদনকারীদের আলাদা করে মূল্যায়ণ না করা হয় তাহলে প্রকৃত মেধাবীরা এই কোর্সে ভর্তির সুযোগ নাও পেতে পারে। অনেকেরই অভিযোগ, চলতি বছরের কিবা মাধ্যমিক কিবা উচ্চমাধ্যমিক কোনও ক্ষেত্রেই মেধার প্রতি সর্বোচ্চ পর্যায়ের সুবিচার করা হয়নি। সেই কারণেই মেধাতালিকায়(Merit List) শতাধিক পড়ুয়ার নাম ঢুকে গিয়েছে। এমনকি একই স্কুলের বহু পড়ুয়া যেমন মেধা তালিকায় ঢুকে পড়েছে তেমনই চল্লিশের ওপর পড়ুয়া একই নম্বর পেয়ে মেধাতালিকায় ঢুকে পড়েছে।

স্বাভাবিক ভাবেই এই মেধাতালিকা তথা রেজাল্টকেই যদি মেধা হিসাবে বিবেচনা করে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিএ এলএলবি কোর্সে ভর্তির মানদণ্ড হিসাবে তুলে ধরা হয় তাহলে আজ না হোক কাল ধাক্কা আসবেই। সব থেকে বড় কথা এখন কেন্দ্রের তালিকায় কলকাতা বিশ্ববিদ্যালয় যেভাবে দেশের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান হিসাবে উঠে এসেছে তখন যদি কোনও প্রবেশিকা পরীক্ষা না নেওয়া হয় তাহলে আগামী দিনে এই সাফল্যের স্থান ধরে রাখা নাও সম্ভব হতে পারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পক্ষে। তাই এক্ষেত্রে মেধার মূল্যায়নের জন্য প্রবেশিকা পরীক্ষা নেওয়া প্রয়োজন ছিল। এই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ল’ বিভাগের এক অধ্যাপক জানিয়েছেন, ‘স্নাতকস্তরে কোনও বিষয়েই প্রবেশিকা হচ্ছে না। তাই এক্ষেত্রে একটা সামঞ্জস্য রাখা হয়েছে। আইনশিক্ষায় প্রবেশিকা নেওয়া হলে তা হতো ব্যতিক্রম। এছাড়া, এই মুহূর্তে স্নাতকস্তরের পরীক্ষা চলছে। একই সঙ্গে পরীক্ষা এবং প্রবেশিকা আয়োজনের পরিকাঠামোও আমাদের হাতে নেই। ২০ আগস্ট থেকে এলএলবি কোর্সে ভর্তির আবেদন গ্রহণ করা হবে। তা চলবে ৮ আগস্ট পর্যন্ত। ১২ আগস্ট মেধা তালিকা এবং ই-কাউন্সেলিংয়ের দিনক্ষণ ঘোষণা করা হবে।’ উল্লেখ্য, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ল’ ক্যাম্পাস (হাজরা) সহ ১০টি অনুমোদিত কলেজে ১২০টি করে আসন রয়েছে। সুরেন্দ্রনাথ ল’ কলেজে ১৮০টি এবং এলজেডি ল’ কলেজে রয়েছে ২৪০টি আসন। এছাড়াও কলকাতা পুলিস ল’ ইনস্টিটিউটেও রয়েছে বেশ কিছু আসন। 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মঙ্গলবার গোটা বঙ্গ জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ২৩ মে নিম্নচাপ বলয় তৈরির সম্ভাবনা প্রবল

মমতাকে কুরুচিকর মন্তব্য, অভিজিৎকে শোকজ নির্বাচন কমিশনের

ক্রমশ বসে যাচ্ছে প্রায় ১৫০ বছরের পুরাতন কলকাতা হাইকোর্টের হেরিটেজ ভবন

অশনিসঙ্কেত! এক সপ্তাহে কলকাতায় করোনা আক্রান্ত ৫ জন

অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের

ফের রাজ্যে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর