27ºc, Haze
Friday, 24th March, 2023 9:59 pm
নিজস্ব প্রতিনিধি: নিয়োগ দুর্নীতিতে ফের সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুকে তলব করল সিবিআই। সোমবার সকাল সাড়ে ১০টায় সিবিআই এর অফিস নিজাম প্যালেসে (Nizam Palace) তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।
সিবিআই সূত্রের খবর, শুক্রবার সুজয় ভদ্রকে নোটিস পাঠানো হয়েছে সোমবার হাজিরা দেওয়ার জন্য। নিয়োগ দুর্নীতিকাণ্ডে বিভিন্ন বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি সোমবার সুজয়কৃষ্ণের স্ত্রী ও মেয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত সমস্ত নথি নিয়ে যেতে বলা হয়েছে। উল্লেখ্য নিয়োগ দুর্নীতিকাণ্ডে (Recruitment Scam ) জিজ্ঞাসাবাদের জন্য গত বুধবার সুজয়কৃষ্ণ ভদ্রকে তলব করে প্রায় আড়াই ঘণ্টা টানা জিজ্ঞাসাবাদ করেন সিবিআই আধিকারিকরা। সেদিন তাঁর বয়ানও রেকর্ড করা হয়।
উল্লেখ্য বুধবার নিজাম প্যালেস থেকে বেরনোর পর সাংবাদিকরা প্রশ্ন করলে সুজয়বাবু জানান, ‘যা বলার তদন্তকারী আধিকারিকদের বলেছি। আপনারা দয়া করে তদন্তকারী আধিকারিকদের ভূমিকা নেবেন না।’ তাঁর কাছ থেকে কোনও নথি চাওয়া হয়নি বলেও জানান তিনি। কোনওদিন কারোর কাছ থেকে টাকা নিয়েছেন কি না তা জানতে চাইলে, তিনি বলেন, ‘এটা কি ওনারা আমাকে জিজ্ঞাসা করেননি, জিজ্ঞাসা করেছে, উত্তর দিয়েছি।’ তাঁর সঙ্গে সেদিন নিজাম প্যালেসে যান দুজন আইনজীবীও।