এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

ধর্নায় ধাক্কা হাইকোর্টের, মুখ পুড়ল সংগ্রামী যৌথ মঞ্চের

Courtesy - Google and Facebook

নিজস্ব প্রতিনিধি: আবারও ধাক্কা খেলেন রাজ্যের সরকারি কর্মচারীদের(West Bengal State Government Employees) মহার্ঘ্য ভাতা(DA) নিয়ে আন্দোলনকরা চাকুরিজীবীরা। এবার তাঁদের ধাক্কা দিল কলকাতা হাইকোর্ট(Calcutta High Court)। শুক্রবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ সাফ জানিয়ে দিল, ২৪ ডিসেম্বর পর্যন্ত নয়। আগামিকাল অর্থাৎ ২৩ ডিসেম্বর বিকাল ৪টে পর্যন্ত নবান্নের(Nabanna) বাসস্ট্যান্ডে আন্দোলন চালাতে পারবেন আন্দোলনকারীরা। উল্লেখ্য গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য অতিরিক্ত ৪ শতাংশ মহার্ঘ্য ভাতা ঘোষণা করেছেন। কিন্তু তাতেও খুশি নন আন্দোলনকারীরা। তাঁদের কেন্দ্রের হারেই মহার্ঘ্য ভাতা চাই। যদিও সুপ্রিম কোর্ট তাঁদের এই দাবি মানে কিনা তা নিয়ে প্রশ্ন থাকছেই। মুখ্যমন্ত্রী অবশ্য জানিয়ে দিয়েছেন, মহার্ঘ্য ভাতা প্রদানের বিষয়টি ঐচ্ছিক, বাধ্যতামূলক নয়।

রাজ্যের সরকারি কর্মচারীদের একাংশ কেন্দ্রের হারে মহার্ঘ্য ভাতা দেওয়ার দাবিতে আন্দোলন করছেন প্রায় ১১ মাস ধরে। এতদিন তাঁরা আন্দোলন করেছেন ধর্মতলার বুকে। কিন্তু হুট করে তাঁরা সিদ্ধান্ত নেন তাঁরা নবান্নের সামনে গিয়ে ধর্না আন্দোলন করবেন। কিন্তু হাওড়া সিটি পুলিশের তরফে সেই অনুমতি দেওয়া হয়নি। তার জেরে আন্দোলনকারীরা কলকাতা হাইকোর্টে নবান্নের সামনে ধর্না আন্দোল্ন করতে চেয়ে মামলা দায়ের করেন। সংগ্রামী যৌথ মঞ্চের তরফে করা সেই মামলা ওঠে বিচারপতি রাজাশেখর মান্থার সিঙ্গেল বেঞ্চে। সেখানে ২২ থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত নবান্নের কাছে থাকা বাসস্ট্যান্ডে ধর্নার অনুমতি দিয়েছিল় বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ। সেই সঙ্গে আদালত এটাও বলেছিল ৩০০জনের বেশি সেখানে কেউ ধর্না দিতে পারবেন না। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গিয়েছিল। এদিন সেই মামলারই রায় দিয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবাজ্ঞানমের ডিভিশন বেঞ্চ।

উল্লেখ্য, রাজ্যের সরকারি কর্মীরা এতদিন ৬% মহার্ঘ্য ভাতা পেতেন। গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও ৪% মহার্ঘ্য ভাতা বাড়ানোর ঘোষণা করেন। সেই হিসাবে আগামী নতুন ইংরেজি বছরের প্রথম মাস জানুয়ারি থেকে রাজ্য সরকারি কর্মচারীরা ১০% হারে মহার্ঘ্য ভাতা পাবেন। আর কেন্দ্রীয় সরকারি কর্মীরা বর্তমানে ৪৬ শতাংশ মহার্ঘ্য ভাতা পান। অর্থাৎ কেন্দ্র ও রাজ্য সরকারি কর্মচারীদের ভাতার ফারাক এখনও ৩৬%। রাজ্যের সরকারি কর্মচারীদের মধ্যে যারা আন্দোলন করছেন তাঁরা অবশ্য মুখ্যমন্ত্রীর ঘোষনায় খুশি নয়। তাঁরা কেন্দ্রের হারেই মহার্ঘ্য ভাতা চাইছেন।

সেই দাবিকে সামনে রেখেই আন্দোলনকারীরা কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের রায়কে হাতিয়ার করে এদিন সকাল থেকেই নবান্নর সামনে ধর্না কর্মসূচিতে স্লোগানের জন্য আন্দোলনকারী সরকারি কর্মীরা বক্স নিয়ে আসায় সকাল থেকেই উত্তেজনা ছড়িয়েছে নবান্নের বাসস্ট্যান্ড চত্বরে। পুলিশের সঙ্গে তুমুল বচসা বাঁধে আন্দোলনকারী সরকারি কর্মীদের। হাইকোর্টের অনুমতি সত্ত্বেও নবান্ন বাসস্ট্যান্ডে সংগ্রামী যৌথ মঞ্চের সদস্যদের বসতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে এদিন পুলিশের বিরুদ্ধে। তার মাঝেই এদিন হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল, ২৪ ডিসেম্বর পর্যন্ত নয়, আগামিকাল অর্থাৎ ২৩ ডিসেম্বর বিকাল ৪টে পর্যন্ত আন্দোলন করা যাবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ফের বঙ্গে তীব্র তাপপ্রবাহের ‘চরম সতর্কতা’ জারি করল আবহাওয়া দফতর

গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ক্যাব-ট্যাক্সির ভাড়া, সমস্যায় যাত্রীরা

মানিকতলা বিধানসভা কেন্দ্র নিয়ে মামলা প্রত্যাহার, ট্যুইট করে দাবি কুণালের

বাংলার মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তে সুপ্রিম স্থগিতাদেশ

সন্দেশখালিকাণ্ডে CBI তদন্তের বিরোধিতা করে রাজ্যের মামলার সুপ্রিম শুনানি মুলতুবি

নাখোদা মসজিদের সামনে প্লাস্টিকের গুদামে আগুন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর