এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

সরকার ভেঙে দেওয়াটাও গণতন্ত্রবিরোধী, সুকান্তের বিরোধী সুর দিলীপের গলায়

নিজস্ব প্রতিনিধি: কার্যত আড়াআড়ি দুই ভাগে ভাগ হয়ে গিয়েছে বঙ্গ বিজেপি(Bengal BJP)। আর তা চলে এসেছে প্রকাশ্যেই। একদিকে সুকান্ত শিবির, অন্যদিকে দিলীপ শিবির। শুধু তাই নয়, এবার সংবাদমাধ্যমের সামনেই বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের(Sukanta Majumdar) বিরোধী সুরই শোনা গেল বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষের(Dilip Ghosh) গলায়। সুকান্ত সহ বিজেপির সাংসদ, বিধায়ক মায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও(Suvendu Adhikari) যেভাবে বাংলার বুকে ৩৫৫ ও ৩৫৬ ধারা প্রয়োগের দাবি তুলেছেন কার্যত তাঁর বিরুদ্ধেই এবার গলার সুর চড়ালেন দিলীপ। এদিন তিনি সাফ জানিয়েছেন, ‘মানুষের জনমতে সরকার তৈরি হয়েছে। তাকে ভেঙে দেওয়াটাও গণতন্ত্রবিরোধী(Anti Democracy)।’ 

আরও পড়ুন অধীরকে ধাক্কা দিয়েই মমতাকে কাছে টানছেন সোনিয়া

বাংলার পঞ্চায়েত ভোটে কার্যত মুখ থুবড়ে পড়েছে বিজেপি। তাঁদের ধাক্কা খেতে হয়েছে মতুয়া গড়েও। তারপরেই বনগাঁর বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় হাজার প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর জানিয়েছিলেন, পাঁচ মাসের মধ্যে বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পড়ে যাবে। শান্তনুর এই মন্তব্যকে সমর্থন করেছিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। কিন্তু সেই মন্তব্যের সঙ্গে এক মত হলেন না বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। তাঁর গলায় উল্টো সুর শোনা গেল সোমবার। তিনি স্পষ্টই জানিয়ে দিলেন, মানুষের জনমতে তৈরি হওয়া কোনও সরকার ভেঙে দেওয়াকে আসলে তিনি গণতন্ত্রবিরোধী বলেই মনে করেন। দিলীপের এই মন্তব্যের ফলে বিজেপির অন্তর্দ্বন্দ্ব আরও একবার প্রকাশ্যে চলে এল।

আরও পড়ুন মমতাই ঠিক, ধরা পড়ল কেন্দ্রের রিপোর্টে, চিন্তায় মোদি

এদিন সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ জানান, ‘কেন্দ্রীয় সরকার বাংলায় ৩৫৫ কিংবা ৩৫৬ ধারা প্রয়োগ করার কথা ভাবছে কি না, আমার ঠিক জানা নেই। পশ্চিমবঙ্গে আগে কখনও তা হয়েছে কি না, জানি না। সম্ভবত, বিজেপিও কোনও রাজ্যে এটা করেনি। এখন পশ্চিমবঙ্গে যা পরিস্থিতি, তাতে আমরা বলছি ৩৫৫ দরকার। কিন্তু যারা আজ মার খাচ্ছেন, আমি সেই রাজ্যবাসীকে প্রশ্ন করতে চাই, এই সরকারকে ভোট দিয়ে কে জিতিয়েছে? আমার এটাও প্রশ্ন, বাংলার গণতন্ত্রকে হত্যা করার অনুমতি কে দিয়েছে? মানুষের জনমতে সরকার তৈরি হয়েছে। তাকে ভেঙে দেওয়াটাও গণতন্ত্রবিরোধী। কিন্তু পরিস্থিতি পাল্টায়। দেখা যাক ভবিষ্যৎ কী বলে।’

আরও পড়ুন বঙ্গে প্রথম হাত প্রতিস্থাপন, SSKM-কে ট্যুইটে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

শান্তনু বা সুকান্তের এই ‘সরকার পড়ে যাওয়া’ মন্তব্যকে তেমন গুরুত্ব দেয়নি তৃণমূল। এ প্রসঙ্গে শাসকদলের মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছেন, ‘এঁরা তো ক্যালেন্ডার মেনে চলেন। এর আগেও অনেক তারিখ দিয়েছেন। সেই সব তারিখ মেলেনি। সংবাদমাধ্যমকে এঁরা দিনভর বিস্ফোরক খবর সরবরাহ করে বেড়ান। দিলীপ যা বলেছেন, তা ঠিকই। জনগণের সরকার ভেঙে দেওয়া তো অবশ্যই গণতন্ত্রবিরোধী। এটা করলে বিজেপিরই ক্ষতি হবে।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

সিটি সেন্টারে ভোটদানে উৎসাহ প্রদান প্রশাসনের, তৈরি সেলফি জোন

রবিবার কলকাতা তেঁতে পুড়ে যাবে, উত্তরবঙ্গের তিন জেলায় ঝড় -বৃষ্টির পূর্বাভাস

এবার আর Vote Boycot’র ডাক দিচ্ছে না Smart City Newtown

‘গতর খাটিয়ে খাই, শ্রমিকের অধিকার চাই’, মে দিবসে বন্ধ থাকবে সোনাগাছি

হাওড়ার ডুমুরজলায় হচ্ছে না মোদির সভা, বড় ধাক্কা রথীনের

রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচন শান্তিপূর্ণ, দাবি মুখ্য নির্বাচনী আধিকারিকের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর