এই মুহূর্তে

১৮ জানুয়ারি ২২ ঘন্টার জন্য পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে দক্ষিণ কলকাতা ও শহরতলীতে

নিজস্ব প্রতিনিধি: টালা পার্কের পর এবার জল বন্ধ থাকবে গার্ডেনরিচ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের। আগামী ১৮ জানুয়ারি সকাল ৯ টা থেকে জল পরিষেবা বন্ধ থাকবে। পরের দিন ১৯ জানুয়ারি সকাল ৬ টায় জল পরিষেবা স্বাভাবিক হবে বলে জানালেন মেয়র ফিরহাদ হাকিম(Mayor Firhad Hakim)। শুক্রবার টক টু মেয়র অনুষ্ঠানের শেষ তিনি বলেন যে, জল সরবরাহ ক্ষেত্রে মেরামতি ও রক্ষণাবেক্ষণের জন জল সরবরাহ বন্ধ থাকবে। ফলে দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অঞ্চলে জল পরিষেবা একদিনে জন্য বন্ধ থাকবে। যার ফলে কালীঘাট, রানীকুঠি, গড়ফা , চেতলা, গলফ গ্রিন, লোয়ালকা, বেহালা, বাঁশদ্রোণী, মিটিয়াব্রুজ এবং গার্ডেন রিচের জল প্রকল্প থেকে পরিস্রুত পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে। ফলস্বরূপ দক্ষিণ কলকাতার টালিগঞ্জ, যাদবপুর, বেহালা, মেটিয়াবুরুজ, মহেশতলা, বজবজ সহ বিস্তীর্ণ অঞ্চলে জল বন্ধ থাকবে। যার ফলে বোরো ৮, বোরো ৯, বোরো ১০, বোরো ১১ এবং বোরো ১২ আংশিক ছাড়া ও বোরো ১৩ ,১৪, ১৫ এবং ১৬ নম্বর বোরো জল সরবরাহ বন্ধ থাকবে বলে জানাল কলকাতা পৌর সংস্থার জল সরবরাহ বিভাগ।

এই বিষয়ে মেয়র ফিরহাদ হাকিম টক টু মেয়র(Talk To Mayor) অনুষ্ঠানের শেষে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জল সরবরাহ বন্ধ রাখার ঘোষণা করেন মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেন, আমরা আগের বার টালা একদিনের জন্য জল বন্ধ করেছিলাম। ১৮ সকালে ৯ টা জল দিয়ে সন্ধ্যা বেলা জল বন্ধ রাখব। ১৯ তারিখ সকল ৬ টায় জল ছাড়া হবে। তার জেরে দক্ষিণ কলকাতা বিস্তীর্ণ এলাকায় জল বন্ধ থাকবে। চেতলা থেকে নিয়ে মেটিয়াবুরুজ সহ কসবাতে একবেলার জন্য জল বন্ধ থাকবে বলে জানান মেয়র। তিনি আরো বলেন, সুপ্রিম কোর্ট রায় দিয়েছে ।নিয়ম অনুযায়ী সিসি পাওয়ার পর প্ল্যান দেওয়া হবে। অর্থাৎ তিন দিনের মধ্যে সিসি দিয়ে দেওয়া হবে এখন থেকে। সিসি ছাড়া জলের লাইন, নিকাশি ব্যবস্থা এবং বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়ার অধিকার সুপ্রিম কোর্ট দিয়ে দিয়েছে। বেআইনি নির্মাণের ক্ষেত্রে ৯০ দিনের মধ্যে তার নিষ্পত্তি করে দিতে হবে। বেআইনি বিল্ডিংয়ে কোন ট্রেড লাইসেন্স দেওয়া যাবে না। এমন কি ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান কোন লোন দিতে পারবে না। বেআইনি নির্মাণ যদি কোথায় হবে। আমাদের এসি ডিজিটাল রোস্টার এবং ডেইরি মেইনটেইন করতে হবে। যদি সেই কাজ এসি না করে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এবার থেকে প্রত্যেকটি বিল্ডিং প্ল্যানের সঙ্গে নিয়ম বলে দেওয়া হবে। কলকাতায় এখন কিছু কিছু জায়গায় আন অ্যাসেসমেন্ট জমি রয়েছে। বেহালা এবং জোকা অঞ্চলে এখনও রয়েছে। লোক আদালতে হিয়ারিংয়ের সময় যদি কোন পার্টি না আসে তাহলে অন্য পার্টির বিরূদ্ধে রায় দিয়ে দেওয়া হবে। তার জন্য এস ও পি তৈরি করবে কলকাতা পৌর সংস্থা। জলের লাইন হচ্ছে আমাদের লাইফ লাইন অফ কলকাতা। মেট্রো আমাদের জানিয়েছে যে জানিয়ে তার পরে তারা কাজ শুরু করবে। পার্কে অনেক দিন ধরে একটা বেসরকারি সংস্থা মাল রাখছে। তাদের কে সরিয়ে দিতে বলা হয়েছে। স্বাস্থ্য কেন্দ্রগুলির বলা হচ্ছে আধার কার্ড বা ভোটার কার্ড দিতে হবে। এটা হতে পারে না আমরা সবাই কে স্বাস্থ্য পরিষেবা দিতে বাধ্য। সেখানে কোন ভেদাভেদ তৈরি করা যাবে না। পুলিশ চেষ্টা করে খাটাল সরিয়ে দেওয়ার চেষ্টা করে। লাল বাজারে খাটাল বিভাগ পদক্ষেপ গ্রহণ করে। মেদিনীপুরের ঘটনায় আমি কিছু জানি না বলে জানান মেয়র। উত্তরপাড়ায়(Uttarpara) যে জায়গায় সেটা কলকাতা পৌর সংস্থার জায়গায় ছিল। কোর্টের কোন বাধা নেই। কিছু লোক কোর্টে গেছে। ভবানীপুরে আমি আংশিক দায়িত্বে আছি। আমার এলাকাগুলিতে দুই একটা জায়গায় অন্য দল হয় তো জিতেছে। ভবানীপুরে আমাদের শক্তি ঘাটি। ভবানীপুরে সারা বাংলা এখন হয়ে গেছে।

ওদের সৌভাগ্য যে তারা ৭৭ টি আসন পেয়েছিল এখন অনেক কমে হয়ে গেছে। এখন ১৪৪ টি ওয়ার্ডের মধ্যে ৩ টি আসন পেয়েছে। ২৬ নির্বাচনে ৯ থেকে ১০ টায় নেমে চলে আসবে Empty vessel Sound much। বন্দে মাতরাম নিয়ে আমি কিছু বলিনি। ভগবানের নাম নিয়ে উস্কানিমূলক স্লোগান দেওয়া আলাদা। আমি তো বন্দে মাতরম বলতে ভালবাসি। মালদা ঘটনা নিয়ে তিনি বলেন এখন কিছু বলতে পারব না। আমি বললে বলবে মন্ত্রী মামলাকে প্রভাবিত করা হচ্ছে। সেলিম সাহেবের তো ক্যাডার নয়। তাই তাদের কোনো লোক নেই। তাদের অস্তিত্ব নেই। সেলিম সাহেবের উচিত লাল ফ্ল্যাগ নিয়ে চেনানো। কিন্তু লোক নেই চেঁচিয়ে ওঠে পারবে না। উত্তরপ্রদেশের সমস্ত দাঙ্গা ফাইল খুললে ভালো হবে। গুজরাটের ফাইল খোলা উচিত যোগী আদিত্যনাথ কে। কোচ বিহারের কাটা তার নিয়ে রাজনীতি করার উচিত নয়। ঐখানে জঙ্গিদের এখন ঢুকিয়ে দিয়ে সাম্প্রদায়িক রাজনীতি করব। ৭৫ বছর লেগেছে দুটো জাতি কে এক হয়েছে। বাংলায় ভেদাভেদ করার জন্য রাজনীতি করা দেশের পক্ষ ক্ষতিকারক। ভোটের জয়লাভ করার জন্য ভেদাভেদের রাজনীতি করা উচিত নয় বলে মেয়র ফিরহাদ হাকিম।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বঙ্গে উষ্ণতম মকর সংক্রান্তি, কবে নামবে পারদ? জানাল হাওয়া অফিস

‘বিষাক্ত’ স্যালাইন কাণ্ড: ‘রিঙ্গার্স ল্যাকটেট’ ব্যবহার বন্ধের নির্দেশ স্বাস্থ্য দফতরের

২৩ জানুয়ারি থেকে টানা ৪ দিন শিয়ালদহ – ডানকুনি শাখায় একাধিক ট্রেন পরিষেবা বন্ধ

মকর সংক্রান্তিতে রাজ্যের একাধিক জেলায় কুয়াশার সর্তকতা বার্তা জারি আবহাওয়া দফতরের

ওয়ার্ডের বাইরে জড়ো ‘রিঙ্গার ল্যাকটেট’, নিষিদ্ধ স্যালাইন বাতিলের কাজ শুরু এসএসকেএমে

নব নালন্দা স্কুলে কাচ ভেঙে আহত পড়ুয়া, অভিভাবকদের সঙ্গে মঙ্গলেই বৈঠকে কর্তৃপক্ষ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর