এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

তৃণমূল কর্মীদের দিল্লি যাওয়ার জন্য বিশেষ ট্রেন দিতে অস্বীকার পূর্ব রেলের

নিজস্ব প্রতিনিধি: অগ্রিম টাকা জমা দেওয়া সত্বেও শেষ মুহুর্তে তৃণমূল কর্মীদের দিল্লি যাত্রার জন্য বিশেষ ট্রেন বরাদ্দ বাতিল করল পূর্ব রেল। আর মোদি সরকারের অধীনস্ত পূর্ব রেলের ওই সিদ্ধান্তের পিছনে রাজনৈতিক ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে তৃণমূল কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। পূর্ব রেলের সিদ্ধান্তের কথা জানতে পারার পরেই জনপ্রিয় মাইক্রো ব্লগিং সাইটে নিজের ক্ষোভও উগরে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

রাজ্যের বকেয়া দাবি আদায়ে সোমবার থেকে রাজধানী দিল্লিতে ধর্না-বিক্ষোভ শুরুর কর্মসূচি রয়েছে তৃণমূল কংগ্রেসের। ওই কর্মসূচির জন্য আগামিকাল শনিবার সকালেই বিশেষ ট্রেনে চেপে দিল্লি রওনা হওয়ার কথা ছিল তৃণমূল কংগ্রেস কর্মীদের। গত ২৫ সেপ্টেম্বর তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ শুভাশিস চক্রবর্তী ২২ বগির ট্রেন চেয়ে আইআরসিটিসিকে চিঠি দিয়েছিলেন। ওই দিনই আইআরসিটিসির জেনারেল ম্যানেজার কৌশিক বিশ্বাস ট্রেনের জন্য ভাড়া বাবদ ৫০ লক্ষ টাকা এবং অতিরিক্ত সিকিওরিটি বাবদ ১১ লক্ষ টাকা জমা দেওয়ার জন্য চিঠি দেন। সেই মতো পার্ক স্ট্রিটের সিদ্ধা পয়েন্টে আইডিবিআই ব্যাঙ্কে আইআরসিটিসির অ্যাকাউন্টে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে টাকা জমা দেওয়া হয়। ট্রেন ভাড়া পাওয়ার পরে আইআরসিটিসির পক্ষ থেকে পূর্ব রেলের কাছে দুটি বিশেষ ট্রেন ভাড়া চেয়ে চিঠি লেখা হয়। চিঠিতে উল্লেখ করা হয়, ৩০ সেপ্টেম্বর অর্থা‍ৎ শনিবার সকাল আটটায় হাওড়া স্টেশন থেকে ২২ বগির দুটি ট্রেন দিল্লির উদ্দেশে রওনা দেবে। পরের দিন অর্থা‍ৎ, ১ অক্টোবর সকাল আটটায় ট্রেন দুটি পৌঁছবে দিল্লিতে। ফের ৩ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যা সাতটায় ট্রেন দুটি দিল্লি থেকে হাওড়ার উদ্দেশে রওনা দেবে।

এতদিন এ বিষয়ে চুপচাপ থাকার পরে শুক্রবার দুপুরে পূর্ব রেলের সহকারী ট্রান্সপোর্ট ম্যানেজার শেখ আল্লা রাখা আইআরসিটিসির জেনারেল ম্যানেজারকে ইমেল পাঠিয়ে জানান, চাহিদামতো ৩০ তারিখ হাওড়া থেকে দিল্লিগামী বিশেষ ট্রেন দেওয়া সম্ভব নয়। ওই চিঠি পাঠানোর পরেই আইআরসিটিসির চিফ সুপারভাইজার (পর্যটন) দীপঙ্কর মান্না বিকেল চারটে বেজে সাত মিনিটে ইমেল পাঠিয়ে তৃণমূল কংগ্রেস নেতৃত্বকে ট্রেন দিতে না পারার কথা জানান। সেই সঙ্গে ভাড়া বাবদ নেওয়া অগ্রিম টাকা শিগগিরই ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হবে বলে দায়সারা গোছের জবাব দিয়েছেন।

শেষ মুহুর্তে বিশেষ ট্রেন বরাদ্দ নিয়ে পূর্ব রেল কর্তৃপক্ষের ডিগবাজির পিছনে রাজনৈতিক ষড়যন্ত্রই দেখছেন তৃণমূল কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। তাঁদের অভিযোগ, ‘দিল্লির প্রভুদের রাজনৈতিক অঙ্গুলিহেলনেই শেষ মুহুর্তে ট্রেন বরাদ্দ বাতিল করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের কর্মসূচি ভেস্তে দিতে দিল্লির বিজেপি সরকার আদাজল খেয়ে নেমেছে। আর তাদের দালাল হয়ে আসরে অবতীর্ণ হয়েছেন পূর্ব রেলের আধিকারিকরা।’ তৃণমূল নেতৃত্বের বক্তব্য, আগেভাগে জানালে বিকল্প উপায়ে দলীয় কর্মীদের দিল্লি পাঠানো যেত। কিন্তু শেষ মুহুর্তে কয়েক হাজার কর্মীকে বিকল্প পথে দিল্লি উড়িয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে না।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ফের বঙ্গে তীব্র তাপপ্রবাহের ‘চরম সতর্কতা’ জারি করল আবহাওয়া দফতর

গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ক্যাব-ট্যাক্সির ভাড়া, সমস্যায় যাত্রীরা

মানিকতলা বিধানসভা কেন্দ্র নিয়ে মামলা প্রত্যাহার, ট্যুইট করে দাবি কুণালের

বাংলার মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তে সুপ্রিম স্থগিতাদেশ

সন্দেশখালিকাণ্ডে CBI তদন্তের বিরোধিতা করে রাজ্যের মামলার সুপ্রিম শুনানি মুলতুবি

নাখোদা মসজিদের সামনে প্লাস্টিকের গুদামে আগুন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর