এই মুহূর্তে




চাকরি চাই, টাকা চাই, বন্দরের জমি ঘিরে আন্দোলন




নিজস্ব প্রতিনিধি: কলকাতা বন্দর কর্তৃপক্ষ(Kolkata Port Trust) হুগলি(Hooghly) জেলার বলাগড়ে(Balagarh) গঙ্গার ওপর জেগে ওঠা ভবানীপুর চরে মিনি বন্দর(Mini Port) তৈরির পরিকল্পনা করেছে। সেই মিনি বন্দর গড়ে উঠবে ৩০০ একর জমিতে। এর জন্য জমি অধিগ্রহণেরও পথে হাঁটবে বন্দর কর্তৃপক্ষ। কিন্তু যে সব জমি অধিগৃহীত হতে পারে সেই সব জমির চাষীরাই এখন জমির নায্য দাম ও চাকরির দাবিতে আন্দোলন(Farmers Movement) শুরু করেছেন। তাঁদের দাবি, বন্দর কর্তৃপক্ষ তাঁদের এই দুই দাবি মেনে নিলে তাঁরা জমি দিয়ে দেবেন। বন্দর কর্তৃপক্ষের কাছে তাঁদের আবেদন, তাঁরা এসে একবার তাঁদের সঙ্গে আলোচনায় বসুক। যদিও বলাগড়ের বিডিও নীলাদ্রি সরকার জানিয়েছেন, ‘ওঁরা বক্তব্য আগে লিখিত ভাবে জমা দিন, তারপর দেখা হবে।’

আরও পড়ুন ৫ বছরে দেশজুড়ে বন্ধ হয়েছে ৯৬ হাজার সংস্থা

জানা গিয়েছে, যে এলাকায় ওই মিনি বন্দর গড়ে উঠতে চলেছে সেখানে প্রায় ৩০০জন কৃষক চাষবাষ করেন। তাঁরাই মূলত এখন আন্দোলন গড়ে তুলছেন এই জমি অধিগ্রহণের জন্য। যদিও তাঁদের দাবি, এই আন্দোলন বন্দর গড়া বা জমি অধিগ্রহণের বিরুদ্ধে নয়। বন্দর হোক অবশ্যই। কিন্তু জমির দাম ও নায্য ক্ষতিপূরণের বিনিময়ে। ন্যায্য ক্ষতিপূরণ মিললে তাঁরা জমি দিতে প্রস্তুত। আন্দোলন এগিয়ে নিয়ে যেতে তাঁরা রীতিমত ১৭ জনের কমিটিও গড়ে ফেলেছেন। সেই কমিটির তাঁরা নাম দিয়েছেন ‘কৃষক সমণ্বয় কমিটি’। কমিটির সভাপতি হয়েছেন উজ্জ্বল ঘোষ নামে এক কৃষক। সেই কমিটির প্রথম বৈঠক হয় রবিবার বিকালে। সেই বৈঠকেই ঠিক হয়েছে, তাঁদের দাবিদাওয়া তাঁরা লিখিত ভাবে পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, ব্লক অফিস-সহ বিভিন্ন দফতরে জমা দেবেন।

আরও পড়ুন মাথাপিছু ১৫ লক্ষ টাকা, বক্সা থেকে সরছে বসতি

কিন্তু আন্দোলন কেন? কৃষকদের দাবি, ১৯৭৬ সালে বন্দর করার জন্য বন্দর কর্তৃপক্ষ এবং ৯৬ সালে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তৈরির জন্য সিইএসসি ওই এলাকায় কিছু জমি কিনেছিল। কিন্তু, বাজারমূল্য অনুযায়ী দাম দেওয়া হয়নি। দু’টির একটি প্রকল্পও হয়নি। ফলে, কাজও মেলেনি। বন্দর কর্তৃপক্ষ জমি নিয়েছিল ২০ হাজার টাকার বিনিময়ে। তখন এলাকায় জমির দাম বিঘাপ্রতি ১৫ থেকে ২০ হাজার টাকা ছিল। সিইএসসি জমি নিয়েছিল বিঘাপ্রতি ৩৩ হাজার টাকায়। অথচ, জমির বাজারদর ২ টাকা ছিল। ওই দুটি ঘটনাতেই জমি বিক্রি করে তাঁরা ঠকেছেন। এখন আর তাঁরা নতুন করে ঠকতে চান না। বন্দর হলে আপত্তি নেই। তবে, নির্দিষ্ট দাম দিয়েই আর ক্ষতিপূরণ দিয়েই জমি নিতে হবে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

নবান্নের পাঠানো তালিকা থেকে চার বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য নিয়োগে সম্মতি দিল রাজভবন

রাজ্য সরকারের বিরুদ্ধে মামলা করল বাস মালিকদের সংগঠন

মমতার উদ্যোগে বাংলায় তৈরি হবে আরও ৩টি বেসরকারি বিশ্ববিদ্যালয়

বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের প্রতিবাদে শ্যামবাজার মোড়ে ‘মানববন্ধন’

লন্ডনের মত কলকাতার হেরিটেজ রক্ষার্থে জারি নয়া আইন

‘দুর্নীতির সঙ্গে কোনও যোগই নেই পার্থের’, আদালতে সওয়াল আইনজীবীর

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর