এই মুহূর্তে




একদিকে পুজোর অনুদান নিয়ে হাইকোর্টে মামলা, অন্যদিকে রাস্তায় সারাইয়ে নামছে পুরবোর্ড

Courtesy - Google




নিজস্ব প্রতিনিধি: পরিবর্তনের পর থেকে অর্থাৎ ২০১১ সাল থেকে রাজ্য সরকার(West Bengal State Government) দুর্গাপুজোয়(Durga Puja) ক্লাব ও পুজো কমিটিগুলিকে অনুদান(Grant) দেওয়ার রীতি চালু করে। প্রথম দিকে দেওয়া হতো ২৫ হাজার টাকা করে। কোভিডের জেরে লকডাউনের সময়ে সেই অনুদান ২০২১ সালে একধাক্কায় বেড়ে হয় ৫০ হাজার টাকা। সেই সময় থেকেই শুরু হয় মামলা করে এই অনুদান প্রদানের রাস্তা বন্ধ করে দেওয়ার কৌশল। যদিও আজ অবধি সেই প্রয়াস কোনও বছরই সফলতার মুখ দেখতে পারেনি। এই বছর রাজ্য সরকার পুজো কমিটি ও ক্লাবগুলিকে ৮৫ হাজার টাকা করে দিচ্ছে। আগামী বছর থেকে সেই অনুদান বেড়ে ১ লক্ষ টাকা করে হতে চলেছে। এই অবস্থায় যথারীতি কলকাতা হাইকোর্টে(Calcutta High Court) দায়ের হয়েছে মামলা। লক্ষ্য সেই অনুদান প্রদান কীভাবে বন্ধ করানো যায়। এবারের মামলায় রাজ্য সরকারকেও নোটিস পাঠানো হচ্ছে, মামলায় যুক্ত করার জন্য। এদিকে কলকাতা পুরনিগমও(KMC) কোমর বেঁধে নেমে পড়ছে রাস্তা সারাইয়ের জন্য। আপাতত শহরের বুকে প্রায় আড়াইশোটি জায়গায় রাস্তা সারাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন, আদালতের নিষেধ অমান্য করে নির্যাতিতার ছবি-নাম ব্যবহার, সিবিআই তদন্তের নির্দেশ

কলকাতা হাইকোর্টে দুর্গাপুজোর সরকারি অনুদান নিয়ে যে মামলা দায়ের করা হয়েছে, সেখানে বলা হয়েছে, দুর্গাপুজোয় ক্লাবগুলিকে মোটা টাকা অনুদান দেয় রাজ্য সরকার। প্রতি বছরই অনুদানের পরিমাণ বাড়ে। কিন্তু সেই অনুদানের সঠিকভাবে অডিট হয় না। মামলাকারীর এই বক্তব্য শুনে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবাজ্ঞানম জানান, ‘অডিট হচ্ছে কী হচ্ছে না সেটা একমাত্র রাজ্য সরকারই বলতে পারবে। তাছাড়া আমরা শুনতে পাচ্ছি বেশ কিছু ক্লাব আর পুজো কমিটি নাকি অনুদান নিতে চাইছে না বা তা ফেরত দিতে চাইছে। সত্যিটা কী সেটা রাজ্যই বলতে পারবে। তাই রাজ্য সরকারকে এই মামলায় যুক্ত করা হচ্ছে এবং সেই কারণে নোটিস পাঠাবার নির্দেশ দেওয়া হচ্ছে।’ মামলাকারীরা এই মামলার দ্রুত শুনানি চেয়েছিলেন। যদিও বিচারপতি জানিয়ে দেন, রাজ্য সরকারকেও কিছুটা সময় দিতে হবে, নোটিসের উত্তর দেওয়ার জন্য। রাজ্য সরকার মামলায় যুক্ত হলেই দ্রুত শুনানি সম্ভব হবে। যদিও মামলার পরবর্তী শুনানি কবে তা এখনও জানা যায়নি। একই সঙ্গে বিচারপতি নির্দিষ্ট করে সময় বেঁধে দেননি, যে সময়ের মধ্যে রাজ্য সরকারকে নোটিসের জবাব দিতে হবে।

আরও পড়ুন, রাজ্যজুড়ে চালু হচ্ছে, ন্যায্য মূল্যের মাছের দোকান ‘সুফল বাংলা মৎস্য’

এদিকে পুজো যখন দরজায় কড়া নাড়ছে তখন কলকাতা পুরনিগম শহর জুড়ে একাধিক রাস্তার ২৬৪টি স্থানকে চিহ্নিত করে তা সারাইয়ের জন্য নামছে। আর কিছু দিনের মধ্যেই শুরু হয়ে যাবে পুজোর যানজট। পুজোর সময় যা পৌঁছবে চরমে। এই অবস্থায় শহর সচল রাখতে বছরভর যান চলাচল ও বর্ষার জেরে শহরের একাধিক বেহাল রাস্তা সারাইয়ের কাজ শুরু করতে চলেছে কলকাতা পুরনিগম। ইতিমধ্যেই শহরের যে ২৬৪টি স্থানকে সারাইয়ের জন্য চিহ্নিতকরণ করা হয়েছে, সেই তালিকা কলকাতা পুলিশের তরফে আগেই কলকাতা পুরনিগমের হাতে তুলে দেওয়া হয়েছে। এ বার দুর্গাপুজো অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে। নির্দিষ্ট সময়ে কাজ শেষ করতে তাই তোড়জোড় চলছে। প্রশাসন মনে করছে, এই মুহূর্তে শহরের রাস্তাঘাট মেরামতি সবচেয়ে জরুরি। না হলে পুজোর মুখে যানজটের অবস্থা আরও খারাপ হবে। তাই লালবাজার দ্রুত তালিকা পাঠিয়ে কলকাতা পুরনিগমকে রাস্তা সংস্কারের কাজ শুরু করতে বলেছে। তবে পুজোর আগে শহরে টানা বৃষ্টি হলে সারাই করা রাস্তাও আবার খারাপ হয়ে যাবে বলেই অনেকে মনে করছেন।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

জুনিয়র চিকিৎসকদের ‘শর্ত’ না চাপিয়ে খোলা মনে আলোচনার ডাক মুখ্যসচিবের

ভিড় সামাল দিতে সময়সূচি বদল হাওড়া ময়দান- এসপ্ল্যানেড মেট্রোর

নিরাপত্তার স্বার্থে সন্দীপকে সরানো হল অন্য সেলে

আলোচনার জন্য জুনিয়র চিকিৎসকদের নবান্নে ডাকলেন মুখ্যসচিব

আলোচনায় বসতে প্রস্তুত, একাধিক শর্ত দিলেন জুনিয়র চিকিৎসকেরা

টানা ২০ মিনিট হাওড়ায় দাঁড়িয়ে মেট্রো, বিপাকে যাত্রীরা

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর