এই মুহূর্তে




মামলাকারীরাই উস্কানি দিচ্ছেন, উত্তরবঙ্গ যাওয়ার আগে অভিযোগ মুখ্যমন্ত্রীর




নিজস্ব প্রতিনিধি, কলকাতা : রাজ্য সরকারের ওপরে ভরসা রাখা উচিৎ ছিল চাকরিহারাদের। রাস্তা অবরোধ করে মানুষের ক্ষতি করে লাভ হয়না। উত্তরবঙ্গ যাওয়ার আগে এমনই মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তিনি বলেছেন, চাকরিহারাদের প্রতি তাঁর সহানুভূতি রয়েছে। আইনি পথে লড়াই করার কথাও বলেছেন তিনি।

তাঁর কথায়, কোর্টের নিয়ম মেনে সবাইকে চলতে হবে। সরকারের পক্ষ থেকে রিভিউ পিটিশন দেওয়া হয়েছে। সরকার চাইছে সবাই চাকরি ফেরৎ পায়। কোর্টের নিয়ম মেনে চলতে হবে। এখনও কারও মাইনে বন্ধ হয়নি। সরকার সবসময় তাঁদের পাশে রয়েছে। সরকারের ওপরে ভরসা রাখা উচিৎ। যাঁরা উস্কানি দিচ্ছে চাকরিহারাদের, তাঁরাই আদালতে মামলা করেছিল। সরকার কারও চাকরি যাক চায়না।

চাকরিহারাদের প্রতি তাঁর বার্তা, রাজনীতির উর্দ্ধে উঠে সমাজকে তৈরি করার কাজ করুন। কারও উস্কানিতে কান না দিয়ে আইনের ওপরে ভরসা রাখুন। রাস্তা অবরোধ করে মানুষের ক্ষতি করে কোনও লাভ হয়না। শিক্ষকদের কাছ থেকে প্রয়োজনীয় সম্মান চায় সরকার। আন্দোলন করার একটা নিয়ম রয়েছে। আন্দোলনে শিক্ষকদের সংখ্যা কম, বহিরাগতদের সংখ্যা বেশি। তাঁদের আইনি লড়াই লড়লে পাশে থাকবে সরকার।

সোমবার উত্তরবঙ্গ সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উন্নয়নের উপর জোর দিয়েই এই সফরের একাধিক কর্মসূচি ঠিক করা হয়েছে। উন্নয়নের ইস্যুকেই ঘিরে এই সফর বলে জানা গিয়েছে। উত্তরবঙ্গ বিজনেস সামিট হবে উত্তরবঙ্গের একাধিক বণিক সংগঠন এবং বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে। শিল্প স্থাপন করতে উত্তরবঙ্গে কীভাবে কাজ করা যায় সেদিকেই বিশেষ নজর দেওয়া হচ্ছে। মঙ্গলবার সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান হবে।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রাজডাঙ্গায় একই পরিবারের তিনজনের মৃত্যুতে আর্থিক অনটন মূল কারণ অনুমান পুলিশের

বাগুইআটিতে ভুয়ো কল সেন্টারে পুলিশের হানা, গ্রেফতার ৬, উদ্ধার মোবাইল ফোন, ল্যাপটপ

কসবার রাজডাঙ্গায় একই পরিবারের তিনজনের ঝুলন্ত দেহ উদ্ধার, ব্যাপক শোরগোল

দিঘায় হোটেলের ঘর ভাড়ার রেট নির্দিষ্ট করতে জেলা প্রশাসনকে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

দক্ষিণবঙ্গের সব জেলায় বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা , মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা

কেরলের নিখোঁজ মানসিক ভারসাম্যহীন যুবককে পরিবারের হাতে ফিরিয়ে দিল বেলিয়াবেড়া থানা

Advertisement




এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ