এই মুহূর্তে




পুলিশি তদন্তে ফের আস্থা প্রকাশ কসবাকাণ্ডের নির্যাতিতার পরিবারের




নিজস্ব প্রতিনিধি : পুলিশি তদন্তে ফের আস্থা প্রকাশ কসবাকাণ্ডের নির্যাতিতার পরিবারের। কলকাতা পুলিশ সঠিক পথেই তদন্ত করছে। তাঁদের ওপর সম্পূর্ণ ভরসা রয়েছে। বৃহস্পতিবার এই ঘটনার শুনানি ছিল কলকাতা হাইকোর্টে। সেখানেও কলকাতা পুলিশে তদন্তে আস্থার কথা জানিয়েছে নির্যাতিতার পরিবার। এদিন আদালতে নির্যাতিতার আইনজীবী জানিয়েছেন, সিটের ওপর সম্পূর্ণ আস্থা রয়েছে।

ওই ছাত্রীর পরিবার জানিয়েছেন, পুলিশ অত্যন্ত তৎপর হয়ে ব্যবস্থা নিয়েছে। অভিযোগ দায়ের হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ব্যবস্থা নিয়েছে পুলিশ. মাত্র ৩ ঘণ্টার মধ্যে গ্রেফতার করা হয়েছে। এর আগেওর তিনি জানিয়েছিলেন, সিবিআই তদন্ত তিনি চাননা। কলকাতা পুলিশের ওপরে তাঁরা আস্থা আছে। ফের সেই কথাই আরও একবার বললেন তিনি।

কসবা কাণ্ডে রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট। আগামী বৃহস্পতিবার এর মধ্যে রিপোর্ট দেবে রাজ্য। কসবা কাণ্ডে তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট তলব করেছে আদালত। কসবার ল কলেজের ছাত্রীকে ধর্ষণের অভিযোগে রাজ্যের বিস্তারিত রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের। পাশাপাশি ওই কলেজ কর্তৃপক্ষকে নিরাপত্তা সংক্রান্ত একাধিক বিষয় নিয়ে হলফনামার নির্দেশ দিয়েছে আদালত।

আদালতের পক্ষ থেকে বলা হয়েছে, এই ঘটনায় তদন্ত কতটা এগিয়েছে, সেই সংক্রান্ত সমস্ত রিপোর্টও জমা করতে হবে। আগামী শুনানিতে জমা দিতে হবে রাজ্যকে। আগামী ১০ জুলাই এই মামলার পরবর্তী শুনানি হতে পারে। সেইদিনই সব রিপোর্ট জমা করতে হবে।একাধিক প্রশ্নও উঠেছে এদিন। কলেজের সময়সীমা শেষ হওয়ার পরেও কেন কর্মীরা সেখানে উপস্থিত ছিলেন ? আগে অভিযোগ জানানো হলেও কলেজ কর্তৃপক্ষ কেন ব্যবস্থা নেয়নি? সিসিটিভি বা অন্য নজরদারির ব্যবস্থা কেন করা হয়নি? অনধিকার প্রবেশ আটকাতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তাও জানতে চেয়েছে আদালত। কেস ডায়রি তলব করেছে কলকাতা হাইকোর্ট।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

একুশের মঞ্চের শেষ মুহূর্তের প্রস্তুতি দেখতে ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায়

২১ জুলাইয়ের মঞ্চে টলিউডের নতুন তারকাদের থাকার সম্ভাবনা

২১ জুলাইয়ে কী চলবে অতিরিক্ত ট্রেন ও মেট্রো? অফিস যাওয়ার আগে জেনে নিন

শহিদ সমাবেশের দিনে অফিসের চিন্তা! কোন পথ এড়িয়ে যাবেন জানুন

তৃণমূলের মেগা কর্মসূচি! ত্রিস্তরীয় শহিদমঞ্চের প্রস্তুতি শেষ লগ্নে

লক্ষ্য ২১ জুলাই! ৫৫কিমি সাইকেল চেপে ধর্মতলায় ২ ভাই

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ