এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

মোদি দিল না তো কী হল, মমতা দেবে বার্ধক্য ভাতা

নিজস্ব প্রতিনিধি: নির্মম, নিষ্ঠুর, অমানবিক পদক্ষেপ নরেন্দ্র মোদির(Narendra Modi) সরকারের। বাংলার(Bengal) প্রায় ১ লক্ষ প্রবীণ মানুষের(Senior Citizens) ভাতা(Old Age Pension) বন্ধ করে দিল মোদি সরকার। নির্দিষ্ট কোটা মেনে এই খাতে কেন্দ্রীয় অর্থ সাহায্য দেওয়া হয়। সেখান থেকেই প্রায় ১ লক্ষ উপভোক্তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। কেন এমন করা হল, তার কোনও ব্যাখ্যা কেন্দ্র দেয়নি বলেই দাবি রাজ্য প্রশাসনের। নবান্নের পদস্থ কর্তারা মনে করছেন, কিছু উপভোক্তার এখনও Bank Account’র সঙ্গে Aadhar Link না হওয়াকে অজুহাত খাড়া করে কোটা কমিয়েছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক। তবে এই মানুষগুলি যাতে বার্ধক্য ভাতা থেকে বঞ্চিত না হন তার জন্য তৎপর হয়েছে রাজ্যের ক্ষমতাসীন মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকার। সিদ্ধান্ত নেওয়া হয়েছে, রাজ্য সরকারের নিজস্ব যে বার্ধক্য ভাতা প্রকল্প রয়েছে সেই ‘জয় বাংলা’(Joy Bangla) প্রকল্পের অধীনে নিয়ে আসা হবে ওই ১ লক্ষ প্রবীণ মানুষকে।  

আরও পড়ুন ঝাড়গ্রামে ১৫৮ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

বাংলায় যারা বার্ধক্য ভাতা পান তাঁদের প্রতি মাসে দেওয়া হয় ১ হাজার টাকা। এর মধ্যে কেন্দ্র সরকার দেয় মাত্র ৩০০ টাকা করে। বাকি ৭০০ টাকা দেয় রাজ্য সরকার। তবে যে সব প্রবীণদের বয়স ৮০ বছর বা তার বেশি তাঁদের ক্ষেত্রে কেন্দ্র সরকার ৫০০ টাকা করে দেয়। National Social Assistance Project বা NSAP প্রকল্পের মাধ্যমে এই টাকা দেয় কেন্দ্র সরকার। বাংলায় এখন বার্ধক্য ভাতা প্রাপকের সংখ্যা ২০.৬৭ লক্ষ। কিন্তু সেটাই এখন কমিয়ে ১৯.৭১ লক্ষ করে দেওয়া হয়েছে। অর্থাৎ নাম কাটা পড়েছে প্রায় ১ লক্ষ প্রবীণ মানুষের। কিন্তু তাঁরা সকলেই জীবিত আছেন। রাজ্যে যত সংখ্যক বার্ধক্য ভাতা প্রাপক আছেন তাঁদের Bank Account-এ সরাসরি টাকা পাঠায় না কেন্দ্র। বরঞ্চ তাঁদের সারা বছরের হিসাবে থোক টাকা রাজ্য সরকারকে পাঠিয়ে দেয়। রাজ্য সরকার সেই টাকার সঙ্গে নিজেদের টাকা জুড়ে প্রকল্পের সুবিধাপ্রাপকদের Bank Account-এ পাঠিয়ে দেয়। সেই হিসাবে কেন্দ্র সরকার সম্প্রতি রাজ্যকে ২০২২-২৩ অর্থবর্ষের একটি কিস্তি এবং ২০২৩-২৪’র প্রথম কিস্তি একসঙ্গে মোট ৪২২ কোটি টাকা পাঠিয়েছে। সেই সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে এবার থেকে রাজ্যের ১৯.৭১ লক্ষ প্রবীণ এই ভাতা পাবেন।

আরও পড়ুন বাংলার বিধানসভায় আসতে পারে অভিন্ন দেওয়ানি বিধির বিরুদ্ধে প্রস্তাব

তবে এই প্রবীণদের পাশে নরেন্দ্র মোদি না থাকলেও মমতা বন্দ্যোপাধ্যায় থাকছেন। মমতার সরকার সিদ্ধান্ত নিয়েছে, বার্ধক্য ভাতা প্রকল্পে যে সব মানুষের নাম বাদ পড়েছে তাঁদের নাম রাজ্য সরকারের নিজস্ব বার্ধক্য ভাতার প্রকল্প ‘জয় বাংলা’-তে নথিভুক্ত করা হবে। তার জন্য সামনের সেপ্টেম্বর মাস থেকে যে দুয়ারে সরকার কর্মসূচী শুরু হতে চলেছে সেখানেই ওই সব প্রবীণ মানুষদের আবেদন জানাতে বলা হবে। নবান্নের তরফে জেলায় জেলায় বার্তা পাঠিয়ে দেওয়া হয়েছে যে, দুয়ারে সরকার(Duyare Sarkar) শিবিরে বার্ধক্য ভাতাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয় যেন। তবে প্রশ্ন উঠছে কিসের ভিত্তিতে কেন্দ্র সরকার হুট করে ১ লক্ষ প্রবীণ মানুষের নাম বাদ দিয়ে দিল? নবান্নের আধিকারিকদের দাবি, চলতি অর্থবর্ষের শুরুতেই NSAP’র উপভোক্তাদের Bank Account’র সঙ্গে Aadhar Link বাধ্যতামূলক করেছে কেন্দ্র। রাজ্যের প্রায় ৫ শতাংশ উপভোক্তার ক্ষেত্রে এই কাজ এখনও করা যায়নি। তাই তাঁদের Inactive বা মৃত উপভোক্তা বলে ধরে নিয়েছে কেন্দ্র। সেই যুক্তিতে কোটা কমিয়ে দেওয়া হয়েছে। তবে তাঁরাও হাল ছাড়ছেন না। আগের কোটা ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে কেন্দ্রকে চিঠি দিতে চলেছেন তাঁরা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

২৬ হাজার চাকরি বাতিল মামলার সুপ্রিম শুনানি সোমবার

সিটি সেন্টারে ভোটদানে উৎসাহ প্রদান প্রশাসনের, তৈরি সেলফি জোন

রবিবার কলকাতা তেঁতে পুড়ে যাবে, উত্তরবঙ্গের তিন জেলায় ঝড় -বৃষ্টির পূর্বাভাস

এবার আর Vote Boycot’র ডাক দিচ্ছে না Smart City Newtown

‘গতর খাটিয়ে খাই, শ্রমিকের অধিকার চাই’, মে দিবসে বন্ধ থাকবে সোনাগাছি

হাওড়ার ডুমুরজলায় হচ্ছে না মোদির সভা, বড় ধাক্কা রথীনের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর