এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

জমি আন্দোলনে টাটাদের হয়ে মামলা লড়েছিলেন, সেই সমরাদিত্যের মৃত্যুতে শোকবার্তা মমতার

নিজস্ব প্রতিনিধি: সৌজন্যতা বজায় রাখলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। বাংলার বিরোধী আন্দোলনের পরিসর থেকে রাজ্যের ক্ষমতার অলিন্দে মমতার উঠে আসার পিছনে বড় ভূমিকা পালন করেছিল সিঙ্গুরের জমি আন্দোলন(Singur Movement)। জোর করে কৃষকদের জমি দখলের বিরুদ্ধে বাংলার মধ্যে একমাত্র মমতাই গর্জে উঠেছিলেন বাম সন্ত্রাসের বিরুদ্ধে। করেছিলেন ২৬ দিনের টানা অনশনও। রাজ্য রাজনীতিতে তো বটেই, দেশের রাজনীতিতেও সে এক ইতিহাস। পরে মমতা মুখ্যমন্ত্রী হয়ে জোর দিয়েছিলেন কৃষকদের জমি ফিরিয়ে দেওয়ার লড়াইয়ে। সেই আইনি লড়াইয়ে টাটাদের(Tata Motors) হয়ে আইনজীবী হিসাবে দাঁড়িয়েছিলেন সংবিধান বিশেষজ্ঞ সমরাদিত্য পাল(Samaraditya Pal)। এদিন তাঁর মৃত্যুত্বে দূরত্ব মুছে দিয়ে মুখ্যমন্ত্রী হিসাবে শোকবার্তা(Condolence) দিয়েছেন মমতা।

আরও পড়ুন শিক্ষকদের গ্রামে বদলি আবশ্যিক করছে মমতার সরকার

জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোরে প্রয়াত হয়েছেন সমরাদিত্য পাল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪। বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন প্রবীণ আইনজীবী। আদালত এবং আইনজীবী মহলে ‘বাচ্চু’ নামেই পরিচিতি ছিলেন ব্যারিস্টার সমরাদিত্য। আইন ব্যবসার পাশাপাশি আইন সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ বইও লিখেছেন তিনি। দীর্ঘ জীবনে বহু মামলা তিনি লড়েছেন। কখনও জিতেছেন, কখনও বা হেরেছেন। বিভিন্ন সময়ে আলোচনায় এসেছে তাঁর জীবনচর্চার আদর্শও। নব্বইয়ের দশকে তাঁর স্ত্রী বিচাপতি রুমা পাল কলকাতা হাইকোর্টে নিযুক্ত হয়েছিলেন। দীর্ঘ সময়ে প্রকাশ্য কোনও অনুষ্ঠানে দেখা যায়নি দু’জনকে। পরে বিচারপতি রুমা পাল সুপ্রিম কোর্টেও পদোন্নতিও পেয়েছিলেন।

আরও পড়ুন ED’র র‍্যাডারে বনি সেনগুপ্ত, তলব নজরে কুন্তল যোগ

২০১১ সালের বিধানসভা ভোটে বিপুল জয়ের পরে বিধানসভায় ‘সিঙ্গুর জমি পুনর্বাসন এবং উন্নয়ন বিল’ এনে অনিচ্ছুক কৃষকদের জমি ফিরিয়ে দিতে সক্রিয় হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই আইনের বিরুদ্ধে টাটা মোটরসের তরফে মামলা লড়েছিলেন সমরাদিত্য। রায়ের পরে ব্যতিক্রমী পথে হেঁটে যুযুধান দু’পক্ষের কাছে আলোচনায় বসার আবেদন জানিয়েছিলেন তিনি। বলেছিলেন, ‘বাংলার উন্নয়নের স্বার্থে সিঙ্গুরে টাটাকে কারখানা গড়তে দেওয়া হোক।’ শেষ পর্যন্ত অবশ্য তাঁর স্বপ্নপূরণ হয়নি। এদিন সেই বিবাদ ও দূরত্ব মিটিয়ে মুখ্যমন্ত্রী তাঁর শোকবার্তায় জানিয়েছেন, ‘বিশিষ্ট আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ  ব্যারিস্টার সমরাদিত্য (বাচ্চু) পালের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ কলকাতায় প্রয়াত হন। বয়স হয়েছিল ৮৪ বছর। ব্যারিস্টার সমরাদিত্য পাল সুপ্রিম কোর্ট ও কলকাতা হাইকোর্টে বহু গুরুত্বপূর্ণ মামলা অত্যন্ত দক্ষতার সঙ্গে সওয়াল করেন। সংবিধানের ভাষ্যে ও আইনের ব্যাখ্যায়  শ্রদ্ধেয় ভাষ্যকার ছিলেন। ভারতীয় সংবিধান নিয়ে তাঁর অমূল্য গ্রন্থাবলী আছে। তাঁর প্রয়াণে আইন জগতের অপূরণীয় ক্ষতি হল। আমি প্রয়াত সমরাদিত্য পালের সহধর্মিণী জাস্টিস রুমা পাল সহ  আত্মীয়-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মালদা ও মুর্শিদাবাদের নির্বাচনে বুথগুলিকে ঘিরে কড়া নজরদারি কমিশনের

গাছে জল দিতে গিয়ে ছাদ থেকে পড়ে মৃত্যু বৃদ্ধার, বাগুইহাটিতে মর্মান্তিক ঘটনা

বঙ্গে ধেয়ে আসছে দুর্যোগ, পুরুলিয়াতে শিলা বৃষ্টি শুরু

সুপ্রিম কোর্টে হল না চাকরিহারাদের মামলার শুনানি, সম্ভাবনা আগামিকাল

গার্ডেনরিচকাণ্ডের জের, বদলি করা হল কলকাতা পুরসভার ৩১ জন ইঞ্জিনিয়ারকে

বোসকে নিয়ে ভোট বাংলায় বিপাকে বিজেপি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর