এই মুহূর্তে




‘আমরা জমিদার নই, মানুষের পাহারাদার’, উপনির্বাচনে সবুজ ঝড়ের পরে বার্তা মমতার




নিজস্ব প্রতিনিধি: আরজি কর কাণ্ডের পর রাজ্যে প্রথম ভোটে বাজিমাত করেছে ঘাসফুল শিবির। ছয়টি বিধানসভা আসনেরর উপনির্বাচনে সব কয়টিতেই বিজয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থীরা। সংবাদমাধ্যমের একাংশ ও বিরোধীদের অপপ্রচার ও ষড়যন্ত্রের জাল ছিন্ন করে শাসকদলের প্রতি আস্থা রাখায় ভোটারদের ধন্যবাদ জানিয়েছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে তিনি ফের স্মরণ করিয়ে দিয়েছেন, ‘তৃণমূল কংগ্রেস জমিদারদের দল নয়, বররং মানুষের অধিকার ও স্বার্থরক্ষার পাহারাদার।’ সেই সঙ্গে এও জানিয়ে দিয়েছেন, ‘মানুষের বিশ্বাস ও ভালবাসা আগামী দিনে দলকে আমজনতার জন্য কাজ করার উ‍ৎসাহ জোগাবে।’ রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ‘জমিদার প্রসঙ্গ উত্থাপন করে কার্যত বিজেপিকে খোঁচা দিয়েছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো।’

আরজি কর কাণ্ডে কার্যত জোটবদ্ধ হয়েই শাসকদলের বিরুদ্ধে রাস্তায় নেমেছিল সিপিএম-বিজেপি-কংগ্রেস সহ বিরোধী দলগুলি। আর বিরোধীদের লেজুড় হয়ে শাসকদলের ভাবমূর্তি কলুষিত করতে আসরে নেমেছিল দালাল ও বাজারী সংবাদমাধ্যমের একাংশ। তাদের সঙ্গে যোগ দিয়েছিলেন টলিউডের দু’পয়সার নট-নটীদের একাংশ। অনেকটাই চাপে পড়ে গিয়েছিল ঘাসফুল শিবির। ওই আবহেই ঘোষিত হয়েছিল রাজ্যের ছয় বিধানসভা আসনের উপনির্বাচনের নির্ঘন্ট। স্বঘোষিত রাজনৈতিক পণ্ডিতরা (দালালও বলতে পারেন) আগাম জানিয়ে দিয়েছিলেন, ‘উপনির্বাচনে মুখ থুবড়ে পড়বে শাসকদল।’ কিন্তু শনিবার ভোট গণনা শুরু হতেই আভাস মিলতে থাকে, আররজি কর কাণ্ড শহরের সুবিধাবাদী ভোটারদের প্রভাবিত করলেও গ্রামীণ ভোটারদের মনে বিন্দুমাত্র ছাপ ফেলতে পারেনি। প্রতিবাদের নামে নাচন-কোদনে প্রভাবিত হননি প্রান্তিক ভোটাররা। সব কয়টি আসনে জিতে ছক্কা হাঁকিয়েছে ঘাসফুল শিবির। শুধু তাই নয়, প্রথমবার জিতেছে বিজেপির দখলে থাকা মাদারিহাট আসনেও।

দলের বিপুল জয়ের খবর জানার পরেই সমাজমাধ্যম ‘এক্স’ হ্যান্ডলে (পূর্বতন টুইটার) ভোটারদের ধন্যবাদ জানান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পোস্টে তিনি লেখেন, ‘মা-মাটি-মানুষকে জানাই বিনম্র চিত্তে অভিনন্দন। জয় বাংলা’। পোস্টে একটি কার্ডও আপলোড করেছেন তৃণমূল সুপ্রিমো। সেই কার্ডে লেখা রয়েছে, ‘আমার অন্তরের অন্তস্থল থেকে মা-মাটি-মানুষকে জানাই প্রণাম, জোহার ও সালাম। আপনাদের এই আশীর্বাদ আমাদের আগামী চলার পথে আরও সক্রিয়ভাবে মানুষের কাজ করার উ‍ৎসাহ দেবে। মানুষই আমাদের ভরসা। আমররা সবাই সাধারণ মানুষ, এটাই আমাদের পরিচয়। আমরা জমিদার নই, মানুষের পাহারাদার। আপনাদের আশিস আজীবন হৃদয় স্পর্শ করে থাকবে। জয় বাংলা।’

 

 




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

লেপ-কম্বল তৈরি রাখুন, সপ্তাহান্তে ১৫ ডিগ্রিতে নামবে পারদ

বাংলাদেশি রোগীদের বাড়তি ছাড়ের ঘোষণা করে বিতর্কে বেহালার হাসপাতাল

বাংলাদেশে যা ঘটেছে এটা দুঃখের এবং বেদনার: সিদ্দিকুল্লাহ চৌধুরী

সিনেমার কোনও সীমা নেই, চলচ্চিত্র উ‍ৎসব উদ্বোধনে বার্তা মমতার

সৌরভ থেকে সব্যসাচী, চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চে চাঁদের হাট

‘সবার দিকেই নজর রাখেন মমতাদি’, মুখ্যমন্ত্রীর দরাজ প্রশংসায় সৌরভ

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর