এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, সারি এবং সারনা ধর্মকে মান্যতা

নিজস্ব প্রতিনিধি: তিনি কথা দিলে কথা রাখেন। কোনওদিনই সেই প্রতিশ্রুতি তিনি ভঙ্গ করেন না। হয়তো নানা সমস্যার কারণে তার বাস্তবায়িত হতে একটু সমস্যা হয়। কিন্তু তিনি চেষ্টা করেন নিজের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে। সেই লক্ষ্যেই এবার আদিবাসীদের সারি এবং সারনা ধর্মকে(Sari and Sarna Dharam) মান্যতা দেওয়ার সিদ্ধান্ত নিল তাঁর নেতৃত্বাধীন মা-মাটি-মানুষের সরকার। কেননা যিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি তো শুধু বাংলার অগ্নিকন্যাই নন, তিনি পশ্চিমবঙ্গ সরকারের(West Bengal Government) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। মুখ্যমন্ত্রী তাঁর প্রতিশ্রুতি মতো সারি ও সারনা ধর্মকে স্বীকৃতি দিতে রাজ্য বিধানসভায়(State Assembly) একটি প্রস্তাব(Propposal) আনছেন। বাংলায় বসবাসকারী আদিবাসী সমাজের দীর্ঘদিনের দাবি মেনে নিয়ে দুই ধর্মকে মান্যতা দেওয়ার প্রস্তাব পাশ করবে সরকার পক্ষ। মঙ্গলবার পশ্চিমবঙ্গ বিধানসভায় কার্য বিবরণী কমিটির বৈঠক শেষে এই প্রস্তাবনার কথা জানিয়েছেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। আর এই সিদ্ধান্ত যে গেরুয়া শিবিরের কাছে বড়সড় ধাক্কা হতে চলেছে তা নিয়ে সন্দেহ নেই।

আরও পড়ুন সঙ্ঘ প্রশিক্ষিত গঙ্গাপ্রসাদই এখন মাথা ব্যাথা বঙ্গ বিজেপির

এদিন রাজ্য বিধানসভায় রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন, আদিবাসীদের দীর্ঘ দিনের দাবি মেনে সারি এবং সারনা ধর্মকে মান্যতা দেবে রাজ্য সরকার। আদিবাসীরা প্রকৃতার্থে এই ধর্মাবলম্বী। কিন্তু তাঁদের হিন্দু ধর্মের অন্তর্ভুক্ত করে রাখা হয়েছে। তাই আদিবাসীদের দাবি মেনে স্বীকৃতি দিতে চায় রাজ্য সরকার। আগামী ১৩ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গ বিধানসভায় এই প্রস্তাবটি আনবে শাসক পক্ষ। জানা গিয়েছে, ওই দিন বিধানসভা অধিবেশনে যোগ দিতে আসতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, গত লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের আদিবাসী ভোট ব্যাঙ্কের সিংহভাগ দখলে চলে গিয়েছিল বিজেপির। কিন্তু বিধানসভা নির্বাচনে বেশ কিছুটা ফেরাতে সাফল্য পেয়েছিল তৃণমূল। গত বছর দেশের রাষ্ট্রপতি পদে আদিবাসী সম্প্রদায়ভুক্ত দ্রৌপদী মুর্মুকে বসিয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদির সরকার। তার পর থেকে গেরুয়া শিবির ধরে নিয়েছে, দেশের বিভিন্ন প্রান্তের আদিবাসী ভোট আগামী লোকসভা নির্বাচনে তাদের ঝুলিতে আসতে চলেছে। সেই বিষয়টির দিকে তাকিয়ে রাজ্য আদিবাসী সম্প্রদায়ের সারি এবং সারনা ধর্মকে মান্যতা দিতে চলেছে বলেই মত রাজনৈতিক বৃত্তে থাকা ব্যক্তিদের একাংশের।

আরও পড়ুন Super Speciality স্তরে উন্নিত হচ্ছে কাটোয়া মহকুমা হাসপাতাল

তবে তৃণমূল পরিষদীয় দলের দাবি, এর সঙ্গে ভোট রাজনীতির কোনও সম্পর্ক নেই। দেশের প্রান্তিক আদিবাসীদের দাবিকে মান্যতা দেওয়াই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্য। তাছাড়া তিনি কথা দিয়েছিলেন এই দুই ধর্ম যাতে সরকারি স্বীকৃতি পায় তার জন্য তিনি যা করার তা করবেন। রাজ্য সরকার কোনও ধর্মকে স্বীকৃতি দিতে পারে না। সেটা পারে কেন্দ্র সরকার। কিন্তু স্বীকৃতির লক্ষ্যে রাজ্য বিধানসভায় প্রস্তাব অবশ্যই আনা যায়। কার্যত সেটাই করতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। পঞ্চায়েত নির্বাচনের আগে এই পদক্ষেপ নিঃসন্দেহে গেরুয়া শিবিরের কাছে বড়সড় ধাক্কা। কেননা তাঁদের লক্ষ্য ছিল এই ধর্মের স্বীকৃতি নিয়ে রাজনীতি করা ও তৃণমূলকে আক্রমণ করা। কিন্তু রাজ্য সরকারের পক্ষে যতটা সম্ভব সেই প্রস্তাব আনার ঘটনা আদিবাসী সমাজের কাছেও বার্তা চলে যাচ্ছে যে মমতা যা পারেন সেটা চট করে অন্য কেউ পারেন না এবং মমতা যা কথা বলেন সেই কথা তিনি রাখেন। বিজেপির মতো শুধু প্রতিশ্রুতি দিয়ে ভোট নিয়ে সেই সব বেমালুম ভুলে যাওয়া বা প্রতিশ্রুতির ভঙ্গ করেন না।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বিশ্ব হাসি দিবসে প্রকাশিত হল প্রয়াত অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়ের কৌতুক নকশা

সোমবার থেকে বঙ্গে তাপপ্রবাহের সম্ভাবনা উধাও, ধেয়ে আসছে ঝড় – বৃষ্টি

শ্লীলতাহানির অভিযোগ: রাজভবনের কর্মীদের মুখ বন্ধের নির্দেশ রাজ্যপালের

সম্পত্তি হাতাতে ভাইকে পিটিয়ে খুন, নিউটাউনের বাড়ি থেকে উদ্ধার মৃতদেহ

‘সন্দেশখালি বিজেপি করেছে, সিপিএম আর কংগ্রেস ধুনো দিয়েছে’, দাবি কুণালের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর