এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

Super Speciality স্তরে উন্নিত হচ্ছে কাটোয়া মহকুমা হাসপাতাল

নিজস্ব প্রতিনিধি: পূর্ব বর্ধমান(Purba Burdhwan) জেলার কাটোয়া মহকুমার প্রধান সরকারি হাসপাতাল হল কাটোয়া শহরে থাকা মহকুমা হাসপাতাল(Katwa Sub Divisional Hospital)। সেই হাসপাতালের ওপর শুধু যে এই মহকুমারই মানুষ নির্ভরশীল তাই নয়, ওই জেলারই অনান্য মহকুমার কিং অংশের মানুষও এই হাসপাতালের ওপর নির্ভরশীল। পাশাপাশি নদিয়া, বীরভূম ও মুর্শিদাবাদ জেলার একাংশের মানুষও এই হাসপাতালের ওপর নির্ভরশীল। নিত্যদিনই সেখানে বাড়ছে রোগীর চাপ। তাই রাজ্য সরকারের তরফে ধাপে ধাপে এই হাসপাতালের পরিকাঠামো উন্নত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সূত্রেই অত্যাধুনিক চিকিৎসা পরিষেবার জন্য আনা হচ্ছে আধুনিক যন্ত্রপাতিও। উল্লেখ্য, এই উন্নত চিকিৎসা পরিষেবার জন্যই ভিন জেলার অনেকেই কাটোয়া হাসপাতালে ভিড় জমান। আগেই হাসপাতালে মুর্মুষু রোগীদের জন্য তৈরি হয়েছে এইচডিইউ বিভাগ(HDU Ward)। এবার লক্ষ্য ক্রিটিক্যাল কেয়ার ইউনিট(CCU), অত্যাধুনিক অপারেশন থিয়েটার, মেডিকেল রেকর্ড বিভাগ গড়ে তোলার পাশাপাশি নতুন আরও ওয়ার্ড তৈরি করা। সেই কারণেই এবার কাটোয়া মহকুমা হাসপাতালকে Super Speciality স্তরে উন্নিত করা হচ্ছে বলে স্বাস্থ্যভবন সূত্রে জানা গিয়েছে।   

আরও পড়ুন সাগরদিঘী উপনির্বাচনে জয় নিশ্চিত তৃণমূলের, পরীক্ষা বিরোধীদের

জানা গিয়েছে, কাটোয়া মহকুমা হাসপাতালে প্রসূতি, পুরুষ, মহিলা, শিশু সহ মোট ২৮৬টি শয্যার অনুমোদন রয়েছে। কিন্তু হাসপাতালের ভিতরে জায়গা অপরিসর থাকায় ২৫৬টি শয্যা রয়েছে। হাসপাতালে রোগীর চাপ বৃদ্ধি পাওয়ায় বেড পাওয়া নিয়ে সমস্যা তৈরি হয় রোগীদের। মাস খানেক আগেই শিশু বিভাগে বেড পাওয়া নিয়ে চরম সমস্যায় পড়তে হয়েছিল অনেককেই। ২০১৮ সালে স্বাস্থ্যভবন থেকে কাটোয়া মহকুমা হাসপাতালকে চিঠি দিয়ে জি প্লাস ফোর মডেলের একটি পাঁচতলা ভবন নির্মাণের জন্য জানায়। ওই পাঁচতলা ভবনে অত্যাধুনিক অপারেশন থিয়েটার, মেডিকেল রেকর্ড বিভাগ সহ নতুন আরও ওয়ার্ড সম্প্রসারণ সহ উন্নত পরিষেবা দেওয়ার কথা ছিল। এই কাজের জন্য ভার দেওয়া হয় পূর্তদফতরের কন্সট্রাকশন বিভাগকে। ওই পাঁচতলা ভবন নির্মাণের জন্য হাসপাতালের ভিতরে জমিও দেওয়া হয়। ঠিক হয়, হাসপাতালের পাশের ফাঁকা মাঠেই ওই ভবনটি তৈরি করা হবে। তারপর সেই ভবনের জন্য থেকে জমির মাটি পরীক্ষাও করা হয়।

আরও পড়ুন বীরনগর-তাহেরপুরে যৌথ জলসরবরাহ প্রকল্প

পাঁচতলা ভবন নির্মাণের জন্য প্রয়োজনীয় নকশা তৈরি করে পূর্তদফতরের কন্সট্রাকশান বিভাগের ইঞ্জিনিয়াররা ২০১৮ সালে পূর্ব বর্ধমান জেলা স্বাস্থ্যদফতরে পাঠিয়েও দেয়। তারপর হাসপাতাল থেকেও ওই বছরেরই জুন মাসে পাঁচতলা ভবনের সমস্ত প্ল্যান এবং প্রস্তাব স্বাস্থ্যভবনে জমা দেওয়া হয়। কিন্তু এর বেশি কাজ আর এগোয়নি। তবে এখন স্বাস্থ্য দফতর থেকেই কাটোয়া মহকুমা হাসপাতালকে ১০ কোটি টাকা পাঠানো হয়েছে ওই ভবন নির্মাণের পাশাপাশি প্রয়োজনীয় কাঠামো গড়ে নিতে। এর ফলে নতুন ভবনে ১০০টি নতুন শয্যা রাখা হবে। পাশাপাশি সেখানেই গড়ে তোলা হবে একটি ক্রিটিক্যাল কেয়ার ইউনিট। তাছাড়া পাইপলাইনের মাধ্যমে অক্সিজেন সাপ্লাইও করা হবে। চারতলা বিশিষ্ট ওই ভবনে কার্যত Super Speciality স্তরের পরিষেবাই মিলবে বলে জানা গিয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

‘মানুষ আছে দিদির পাশে’, ভোট দিয়ে বেরিয়েই জানালেন নির্মল

তাজ্জব ঘটনা! দিব্যি বেঁচে, তবে ভোট কেন্দ্রে হাজির হয়ে শুনলেন তিনি মৃত

কোচবিহারের একাধিক জায়গায় বিজেপি-তৃণমূলের সংঘর্ষ, আধা সেনার ভূমিকা নিয়ে প্রশ্ন

সরাসরি : সকাল ১১টা পর্যন্ত বাংলায় ভোটদানের হার ৩৩ শতাংশের বেশি

প্রথম ২ ঘন্টাতেই কমিশনের কাছে ৩৭টি অভিযোগ তৃণমূলের

শুক্রে রাজ্য়ের তিন কেন্দ্রে ভোট, মোতায়েন ২৬৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর