এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

মোদির হাত ধরে Light and Sound উলুবেড়িয়ার ঘাটে

নিজস্ব প্রতিনিধি: কেন্দ্রে ক্ষমতাসীন নরেন্দ্র মোদির(Narendra Modi) সরকারের হাত ধরে বড় উপহার পেতে চলেছে হাওড়া জেলার অন্যতম মহকুমা শহর উলুবেড়িয়া(Uluberia)। সেখানে গঙ্গার পাড়ে উলুবেড়িয়া কালীবাড়ি সংলগ্ন ঘাটে Light and Sound ব্যবস্থার মাধ্যমে ফুটিয়ে তোলা হবে শহরের ইতিহাস। কেন্দ্রের ‘নমামি গঙ্গে’(Namami Gange) প্রকল্পে উলুবেড়িয়া পুরসভার এ ভাবে নদীপাড়ের সৌন্দর্যায়নের ভাবনা আদায় করেছে কেন্দ্রীয় সরকারের পুরস্কার। এই ভাবনা দ্রুত কার্যকর করার নির্দেশও মিলেছে। পুরসভার তরফে জানানো হয়েছে, এই কাজে মূল অর্থ জোগাবে কেন্দ্রীয় সরকারই। তবে কিছুটা খরচ হবে পুরসভারও। তারই হিসেব চলছে।

আরও পড়ুন শাড়ির আঁচলেও হাজির বাংলার অগ্নিকন্যা মমতা

জুলাই মাসের শেষ সপ্তাহে সল্টলেকে রাজ্য প্রশাসনিক কর্মী প্রশিক্ষণ কেন্দ্রে দু’দিনের একটি আলোচনাসভা হয়েছিল। বিশ্ব ব্যাঙ্ক, রাজ্য পুর ও নগরোন্নয়ন দফতরের যৌথ উদ্যোগে ‘নমামি গঙ্গে’ প্রকল্পে কী ভাবে ভাল কাজ করা যায়, সেই আলোচনায় হুগলি নদী সংলগ্ন ২২টি পুরসভাকে ডাকা হয়। সেখানে উলুবেড়িয়া পুরসভার তরফে গঙ্গা দূষণ রোধ করতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জানতে চাওয়া হয়। পুর কর্তৃপক্ষ জানান, ইতিমধ্যে তাঁরা গঙ্গায় যোগ হওয়া ১৭ টি খালের মুখ জাল দিয়ে ঢেকে দিয়েছেন। ফলে, খালবাহিত প্লাস্টিক বর্জ‍্য আর নদীতে পড়ে না। ভবিষ্যতের পরিকল্পনা হিসেবে পুরসভার তরফে জানানো হয়, খালগুলি সাফ করতে নিয়মিত যে কচুরিপানা তোলা হয়, সেগুলি প্রক্রিয়াকরণ করে হস্ত শিল্পজাত দ্রব্য বানানো হবে। খাল থেকে তোলা প্লাস্টিক প্রক্রিয়াকরণের ব্যবস্থা করা হবে। বাউড়িয়ায় হুগলি নদীর ঘাটকে পরিবেশবান্ধব করে গড়া হবে। আর জানানো হয়, উলুবেড়িয়া কালীবাড়ি সংলগ্ন ঘাটে করা হবে ‘Light and Sound’। এরপরই কেন্দ্রীয় সরকারের তরফে এই প্রকল্পকে সেরা ঘোষণা করা হয়।

আরও পড়ুন সক্রিয় মমতার পুলিশ, কেষ্টগড়ে উদ্ধার ১২ হাজার জিলেটিন স্টিক

এই প্রকল্প নিয়ে উলুবেড়িয়া পুরসভার পুরপ্রধান অভয় দাস জানিয়েছেন, ‘আমাদের এই শহর বহু পুরনো। তার ইতিহাস আর ঐতিহ্য Light and Sound’র মাধ্যমে ফুটিয়ে তোলা হবে। এর জন্য বিশেষজ্ঞদের সহায়তা নেওয়া হবে। গঙ্গার দূষণ রোধে আমরা যা যা ব্যবস্থা নিয়েছি তা কেন্দ্র ও রাজ্যের প্রশংসা পেয়েছে। এ বার কালীবাড়িতে Light and Sound উলুবেড়িয়ায় নতুন মাত্রা যোগ করবে।’ যদিও অনেকে মনে করছেন কেন্দ্রের এই প্রকল্পের সহায়তার মূলে রয়েছে বিজেপির ভোটব্যাঙ্ক। কেননা উলুবেড়িয়ার আশেপাশের এলাকা সংখ্যালঘু অধ্যুষিত। উলুবেড়িয়া শহরেও বেশ ভাল পরিমাণ সংখ্যালঘু মানুষজনের বসবাস আছে। আর সেই কারণেই উলুবেড়িয়া পুরসভা থেকে ২টি বিধানসভা কেন্দ্র এবং লোকসভা কেন্দ্রে বিজেপির(BJP) একটা ভাল ভোট ব্যাঙ্ক কয়েক দশক ধরেই রয়েছে। এবার সেই ভোট ব্যাঙ্ককে আরও বেশি করে ধরে রাখার লক্ষ্যেই উলুবেড়িয়ার কালিমন্দিরের কাছে গঙ্গার ঘাটে Light and Sound ব্যবসায় সায় দিয়েছে মোদি সরকার। তবে অস্বীকার করার উপায় নেই এই প্রকল্প গড়ে উঠলে তা পর্যটকদের আগমনেও বড় ভূমিকা পালন করবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বোসকে নিয়ে ভোট বাংলায় বিপাকে বিজেপি

কলকাতা পুরসভার কোয়ার্টারে খুন তরুণ, তদন্তে পুলিশ

তীব্র গরমের কারণে পুলিশকর্মীদের রোটেশন পদ্ধতিতে ডিউটি বণ্টনের প্রস্তাব

বিশ্ব হাসি দিবসে প্রকাশিত হল প্রয়াত অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়ের কৌতুক নকশা

সোমবার থেকে বঙ্গে তাপপ্রবাহের সম্ভাবনা উধাও, ধেয়ে আসছে ঝড় – বৃষ্টি

শ্লীলতাহানির অভিযোগ: রাজভবনের কর্মীদের মুখ বন্ধের নির্দেশ রাজ্যপালের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর