এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

নিউটাউন হবে পৃথক পুরসভা, ঘোষণা ফিরহাদ হাকিমের

নিজস্ব প্রতিনিধি: পুরোদস্তুর হাইটেক গ্রিনসিটি। এহেন শহরের বুকে বসবাস করেও যদি গ্রাম পঞ্চায়েতের ভোটার হতে হয় তাহলে কার না রাগ হবে! সেটাই হয়েছে। ক্ষোভে ফুঁসছেন কলকাতার(Kolkata) কান ঘেঁষে থাকা নিউটাউনের(Newtown) হাজার পাঁচেক বাসিন্দা। কেননা তাঁদের এলাকাকে গ্রাম পঞ্চায়েতের এলাকার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে তাঁদের সঙ্গে কথা না বলেই। এমনকি এই বিষয়ে তাঁদের কোনও তথ্যই জানায়নি স্থানীয় প্রশাসন। গত বছর ভোটার তালিকায় নাম তুলতে গিয়ে তাঁরা জানতে পারেন এহেন কাণ্ডের কথা। আর তার জেরেই ক্ষোভে ফুঁসছিলেন নিউটাউনের একাংশের বাসিন্দারা। এমনকি তা নিয়ে কলকাতা হাইকোর্টেও মামলাও দায়ের হয়েছে। তবে এই উদ্বেগের মধ্যেই সুখবর শোনালেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম(Firhad Hakim)। তিনি জানিয়েছেন, নিউটাউন এলাকাকে পৃথক পুরসভা করা হবে।

রাজারহাট নিউটাউনের অ্যাকশন এরিয়া ১সি, ১ডি, ১এ, ২বি, ২ই, ১বি, ২ এলাকাকে জ্যাংড়া হাতিয়াড়া-২ গ্রাম পঞ্চায়েতের(Jangra Hatiyara-2 GP) এলাকার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আর সেটা করা হয়েছে ওই এলাকার বাসিন্দাদের সম্পূর্ণ অন্ধকারে রেখে। ক্ষুব্ধ বাসিন্দাদের অভিযোগ, তাঁরা যখন ওই এলাকায় বাড়ি বা ফ্ল্যাট কিনেছিলেন তখন থেকেই এলাকাটি নিউটাউন কলকাতা উন্নয়ন পর্ষদ(NKDA) বা এনকেডিএ’র হাতে রয়েছে। এই সংস্থাটিই ওই এলাকায় যাবতীয় নাগরিক পরিষেবা প্রদান করে। এমনকি তার জন্য করও দেন তাঁরা। এখন তাঁদের সঙ্গে কোনও রকম ভাবে কথা না বলে তাঁদের সম্পূর্ণ অন্ধকারে রেখে এই এলাকাকে গ্রাম পঞ্চায়েতের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। অথচ যে গ্রাম পঞ্চায়েতে ওই এলাকাকে ঢোকানো হয়েছে তার সঙ্গে কোনও যোগই নেই ওই এলাকার বাসিন্দাদের। নিউটাউনের অ্যাকশন এরিয়ার ৭টি এলাকাকে গ্রাম পঞ্চায়েতের পৃথক পৃথক ৮টি আসনের ভাগ করে দেওয়া হয়েছে। অথচ ওই গ্রাম পঞ্চায়েতের সামান্য পরিকাঠামোও নেই নাগরিক পরিষেবা দেওয়ার ক্ষেত্রে। সব থেকে বড় কথা তাঁরা যেখানে কর দেন নিয়মিত সেখানে কেন তাঁদের অন্ধকারে রেখে এই সিদ্ধান্ত নেওয়া হল। ক্ষুব্ধ বাসিন্দারা তার জেরেই আদালতের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেন।

এই ঘটনার জেরে অস্বস্তি ছড়িয়েছিল শাসক শিবিরের পাশাপাশি প্রশাসনের শীর্ষমহলেও। তার পরে পরেই এবার বড় ঘোষণা করে দিলেন ফিরহাদ হাকিম। তিনি জানিয়েছেন, আসন পুনর্বিন্যাসের জেরে এনকেডিএ’র অধীনে থাকা নিউটাউনের একাধিক এলাকা পঞ্চায়েতের মধ্যে ঢুকে গিয়েছে। তা নিয়ে এলাকার বাসিন্দারা রীতিমতো ক্ষুব্ধ। বিষয়টি পুনর্বিবেচনার জন্য তাঁরা সর্বস্তরে চিঠি দিয়েছেন। নিউটাউন পঞ্চায়েত এলাকা হতে পারে না। কারণ, সেটা ডেভেলপমেন্ট অথরিটি। এক অঞ্চলের মানুষ কেন দুই জায়গায় কর দেবেন? এটা সংশোধন করতে হবে। তাই এটা নিয়ে দফতরের তরফে পঞ্চায়েত মন্ত্রীকে চিঠি লিখেছি। জেলাশাসকের রিপোর্টের ভিত্তিতে এই চিঠি দেওয়া হয়েছে। এটাকে আগামী দিনে পৃথক পুরসভা করা হবে। পঞ্চায়েত নির্বাচনের আগেই এই বিষয়টি মিটিয়ে ফেলা হবে। বিধানসভার অধিবেশনে এ নিয়ে সংশোধনী আনা হতে পারে।  

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বাংলার মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তে সুপ্রিম স্থগিতাদেশ

সন্দেশখালিকাণ্ডে CBI তদন্তের বিরোধিতা করে রাজ্যের মামলার সুপ্রিম শুনানি মুলতুবি

নাখোদা মসজিদের সামনে প্লাস্টিকের গুদামে আগুন

রাজ্যের মন্ত্রীদের PSO-দের ডিউটি পরিবর্তনের ভাবনা নবান্নের, নেপথ্যে কেষ্ট’র সায়গল

মানিকতলায় বহুতলে রবিবার রাতে ভয়ংকর আগুন, ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন

ফুসফুসের মধ্যে নাকছাবির অংশ, বের করতে সফল চিকিৎসক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর