এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

পার্কসার্কাসে খুনের ঘটনায় পুলিশের জালে ২ বন্ধু

নিজস্ব প্রতিনিধি: কার্যত শিউরে ওঠার মতো ঘটনা। ফোন করে বাড়ি থেকে ডেকে এনে চারজনে মিলে প্রকাশ্যে কুপিয়ে খুন করা হল এক অ্যাপ ক্যাব চালককে। কলকাতার(Kolkata) বুকে এহেন ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পার্কসার্কাস(Park Circus) এলাকায়। সেই খুনের(Murder) ঘটনার তদন্ত শুরু করেছে বেনিয়াপুকুর থানার পুলিশ(Police)। পাশাপাশি তদন্তে নেমেছে লালবাজারের গুন্ডাদমন শাখাও। আর তাঁদের হাতেই আটক হয়েছে নিহত যুবকের ২ বন্ধু। পুলিশের দাবি, এদের জেরা করলেই জানা যাবে এই ঘটনার পিছনে কারা রয়েছে আর কেনই বা এই যুবককে খুন করা হল। বুধবার মাঝরাতে পার্কসার্কাস এলাকায় মা উড়ালপুলে(Maa Flyover) ওঠার মুখে পার্কসার্কাস ময়দানের গেটের সামনে কুপিয়ে খুন করা হয় তপসিয়ার বাসিন্দা তথা অ্যাপ ক্যাব চালক শাহনওয়াজ ফরিদ(২৫)-কে।

জানা গিয়েছে, তপসিয়া থানা এলাকার তিলজলা শিবতলার বাসিন্দা মৃত শাহনওয়াজ ফরিদ বুধবার রাতে বাড়িতেই ছিলেন। মৃতের স্ত্রীর অভিযোগ, মনু বলে একজনের ফোন আসার পর বাড়ি থেকে বের হয়ে যান তিনি। কিন্তু রাতে শাহনওয়াজ আর বাড়ি ফেরেননি। এমনকি তাঁর পরিবারের সদস্যরা তাঁর সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও দেখা যায় ততক্ষণে শাহনওয়াজের মোবাইল সুইচড অফ হয়ে গিয়েছে। তাই শাহনওয়াজের সঙ্গে কেউ যোগাযোগও করতে পারেননি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন রাত ২টো নাগাদ ৪ যুবক শাহনওয়াজকে চার যুবক এলোপাথাড়ি কোপাচ্ছিল ধারালো কোনও অস্ত্র দিয়ে। ঘটনার সময় সেখানে এক মহিলাকেও দেখতে পান প্রত্যক্ষদর্শীরা। পরে পুলিশের টহলদারি ভ্যান টহল দেওয়ার সময় শাহনওয়াজকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাঁরাই তাঁকে উদ্ধার করে চিত্তরঞ্জন মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে সেখানেই চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।  

পরে পুলিশের তরফেই খবর দেওয়া হয় শাহনওয়াজের পরিবারকে। ঘটনার জেরে ঈদের আবহে মুহুর্তের মধ্যে শোকের ছায়া নেমে আসে এলাকায়। কান্নার রোল পড়ে বাড়িতে। শাহনওয়াজের স্ত্রীর অভিযোগে রাতের মধ্যেই পুলিশ শাহনওয়াজের ২ বন্ধুকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। পুলিশ এখন এটাই খতিয়ে দেখছে যে কোনও মহিলাকে নিয়ে গন্ডগোলের জেরে এই খুনের ঘটনা ঘটেছে নাকি পু্রানো কোনও শত্রুতার জেরে এই খুন হয়েছে। পুলিশ সূত্রে খবর বৃহস্পতিবার সকালে দুই যুবককে জেরার পরে গ্রেফতার করা হয়েছে। এদিনই তাদের আদালতে তোলা হবে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

মঙ্গলবার গোটা বঙ্গ জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ২৩ মে নিম্নচাপ বলয় তৈরির সম্ভাবনা প্রবল

মমতাকে কুরুচিকর মন্তব্য, অভিজিৎকে শোকজ নির্বাচন কমিশনের

ক্রমশ বসে যাচ্ছে প্রায় ১৫০ বছরের পুরাতন কলকাতা হাইকোর্টের হেরিটেজ ভবন

অশনিসঙ্কেত! এক সপ্তাহে কলকাতায় করোনা আক্রান্ত ৫ জন

অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের

ফের রাজ্যে ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর