এই মুহূর্তে




নিরাপত্তার স্বার্থে সন্দীপকে সরানো হল অন্য সেলে




নিজস্ব প্রতিনিধিঃ আরজি মেডিক্যাল কলেজে আর্থিক  দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ চারজন। মঙ্গলবার আলিপুর আদালত  সন্দীপ ঘোষ, সুমন হাজরা, বিপ্লব সিংহ এবং আফসর আলিকে আগামী ২৩ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে। বুধবার থেকেই প্রেসিডেন্সি জেল হয়েছে  সন্দীপের নয়া ঠিকানা।

সূত্রের খবর, বর্তমানে ১০ নম্বর সেলে রয়েছে সন্দীপ। সেখানে মোতায়েন রয়েছেন  নিরাপত্তাকর্মীরা। প্রথমদিনে তাঁকে রাখা হয় ২২ থেকে ৪৪ নম্বর ওয়ার্ডের ২৬ নম্বর সেলে । আর এখন তাঁকে রাখা হয়েছে ২২ নম্বর ওয়ার্ডের ১০ নম্বর সেলে।  আর প্রথমদিন তাঁকে খেতে হয়েছিল জেলের খাবার। বলা বাহুল্য, শুধু সন্দীপ নয়। জেলে রয়েছেন সুমন হাজরা, বিপ্লব সিংহ এবং আফসর আলিরাও। তবে কারও সঙ্গে কারও দেখা সাক্ষাৎ হচ্ছে না বলেই খবর।

উল্লেখ্য, আর জি কর কাণ্ডের প্রাক্তন প্রিন্সিপাল সন্দীপ ঘোষ সহ ধৃত চারজনকে নিজেদের হেফাজতে চাইল না সিবিআই। তাদেরকে আগামী ২৩ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আলিপুর আদালত। বলা বাহুল্য গত ৮ দিন ধরে সিবিআই হেফাজতে থাকাকালীন সন্দীপকে  একাধিকবার আর্থিক দুর্নীতির ঘটনায় জিজ্ঞাসাবাদ করে সিবিআই। তাতেই মিলেছে একাধিক সম্পত্তির হদিশ।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ধর্মতলায় ‘দ্রোহ কার্নিভালে’ অংশ নেওয়া জনতার গুন্ডামি, সুজিত বসুর গাড়িতে হামলা

হাসপাতাল ও স্কুলে ‘নিরাপত্তায়’ সিভিক ভলান্টিয়ার মোতায়েন নয়, রাজ্যকে নির্দেশ সুপ্রিম কোর্টের

সাবধান আর মাত্র ২ ঘণ্টা, ধেয়ে আসছে ব্যাপক বৃষ্টি

LIVE

LIVE : কার্নিভালের পুজোর থিমে ডান্ডিয়া নাচ, অংশ নিলেন মুখ্যমন্ত্রী

দমদমে রেস্তোরাঁতে ঢুকে তাণ্ডব দুষ্কৃতিদের, মারধর করার অভিযোগ, তদন্তে পুলিশ

রাজ্যে পরীক্ষামূলক ভাবে চালু কেন্দ্রীয় ‘রেফারেল’পদ্ধতি

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ