এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

বঙ্গে এবারেও অধরা থাকবে কড়া শীত, জানিয়ে দিল IMD

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: গত কয়েক বছর ধরেই বাংলায়, বিশেষ করে কলকাতা(Kolkata) ও শহরতলি এলাকায় কড়া শীতের(Winter) দেখা মিলছেই না। বরঞ্চ পর পর দুইবছর শীতের পথে হাঁটা হতে দেখা গিয়েছে মেঘ ও বৃষ্টিকে। সেই মেঘ আর বৃষ্টির জন্য যেমন পশ্চিমী ঝঞ্ঝা(Western Disturbance) দায়ী ছিল তেমনি দায়ী ছিল বঙ্গোপাসাগরের বুকে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ। কখনও কখনও মধ্যভারতে তৈরি হওয়া উচ্চচাপ বলয়ও বাংলায় শীতের বুকে গরম বাড়িয়েছে। এবছর যখন ভোরের দিকে বা একটু বেশি রাতের দিকে শীত শীত ভাব অনুভূত হচ্ছে, তখন শীত বিলাসী বাঙালির মুখে প্রশ্ন প্রশ্ন ঘুরছিল, এবারে কবে থেকে মিলবে শীত আর সেই শীত কতটা কড়া মিলবে? সেই প্রশ্নের উত্তরেই কিন্তু খারাপ খবর শুনিয়েছেন দিল্লির মৌসম ভবনের আধিকারিকেরা বা IMD’র আধিকারিকেরা। কড়া শীত এবারেও অধরা থাকছে বঙ্গবাসীর জন্য।

কী বলছেন IMD’র আধিকারিকেরা? তাঁরা জানিয়েছেন, এবারেও বাংলায় মিলবে না কড়া শীত। নেপথ্যে এল নিনোর(El Nino) দাপট। সেই কারণেই উত্তর পশ্চিম ভারতের কিছু অংশ বাদ দিয়ে তাপমাত্রা গোটা শীতের মরশুমে স্বাভাবিকের থেকে ওপরেই থাকবে। শুধু বাংলাই নয়, ভারতের অধিকাংশ অঞ্চলে সামান্যর থেকে কিছুটা বেশি তাপমাত্রা থাকবে শীতের মরশুমে। পশ্চিম ভারত, মধ্য এবং উত্তর-পশ্চিম ভারত ও পূর্বদিকেও রাতের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ওপরেই থাকবে। এর অন্যতম প্রধান কারণ এল নিনোর সঙ্গে রয়েছে বিষ্ণ উষ্ণায়নের মারাত্মক প্রভাব। সেই কারণেই নভেম্বরে অধিকাংশ রাজ্যের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ওপরেই থাকবে। তাঁদের আরও দাবি, উত্তর ভারতের কিছু অংশ, যেখানে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব বেশি, সেখানে তাপমাত্রা কম থাকার সম্ভাবনা রয়েছে। মূলত শুষ্ক শীত অনুভূত হবে দেশের সর্বত্র। এর জেরে শীতের মরশুমেও দিনের বেলাতেও গলদধর্ম অবস্থা তৈরি হতে পারে।

শুধু তাই নয়, আসন্ন শীতের মরশুমে এল নিনোর জেরে ভারতের বেশ কিছু অংশে ডিসেম্বর মাসে দিন এবং রাতের তাপমাত্রা অস্বস্তিকর জায়গায় পৌঁছবে। ওই সব জায়গায় ৭৫ থেকে ৮০ শতাংশ সম্ভাবনা রয়েছে তিনমাসের মধ্যে শীত উধাও হওয়ার। প্রশান্ত মহাসাগরের ওপর উৎপন্ন হওয়া এই এল নিনো জলবায়ুর একটি স্বাভাবিক পরিস্থিতি হলেও এর প্রভাবে দেশের তাপমাত্রা বিরাট প্রভাব পড়বে। শীত দীর্ঘস্থায়ী হলেও তাপমাত্রা খুব একটা নিম্নমুখী হবে না বলেই আশঙ্কা। বাংলাতে পাহাড়ে এবং ডুয়ার্সে কিছুটা হলেও কড়া শীত মিললেও মিলতে পারে। কিন্তু উত্তরবঙ্গের বাকি এলাকা এবং মধ্যবঙ্গের জেলাগুলিতে রাত ভিন্ন কড়া শীত মিলবে না। বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শীত কোনও কামড়ই বসাতে পারবে না বাঙালির গায়ে। সেই সঙ্গে থাকছে কুয়াশা ও বৃষ্টির সম্ভাবনাও।  

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

নাখোদা মসজিদের সামনে প্লাস্টিকের গুদামে আগুন

রাজ্যের মন্ত্রীদের PSO-দের ডিউটি পরিবর্তনের ভাবনা নবান্নের, নেপথ্যে কেষ্ট’র সায়গল

মানিকতলায় বহুতলে রবিবার রাতে ভয়ংকর আগুন, ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন

ফুসফুসের মধ্যে নাকছাবির অংশ, বের করতে সফল চিকিৎসক

ভাঙড়ে রবিবার দুপুরে প্লাস্টিক কারখানায় বিধ্বংস আগুন, এলাকায় আতঙ্ক

আগামী ৫ মে থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর