এই মুহূর্তে




‘বাংলায় ভেদাভেদের কোনও জায়গা নেই’, জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে বার্তা মুখ্যমন্ত্রীর




নিজস্ব প্রতিনিধি: সম্প্রীতির বাংলায় ভেদাভেদের কোনও জায়গা নেই বলে ফের স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বুধবার (৬ নভেম্বর) বড়বাজারের পোস্তায় জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করতে গিয়ে তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গে রাজস্থান, বিহার, উত্তরপ্রদেশ থেকে প্রচুর মানুষ এসে বসবাস করেন। তাঁরা ব্যবসা করেন। কিন্তু তাঁদের কখনও কোনও অসুবিধে হয়নি। তাঁর কারণ আমরা কখনও কারও ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করি না। জাত, ধর্ম নিয়ে আমাদের কোনও মাথাব্যাথা নেই। আমরা সকলকে সঙ্গে নিয়ে চলি। সেজন্যই আমাদের বাংলা হল মিনি ইন্ডিয়া।’ এদিন পোস্তা থেকেই চন্দননগরের বেশ কয়েকটি জগদ্ধাত্রী পুজোর ভার্চুয়ালি উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।

দোকান ও ব্যবসার সম্প্রসারণের কারণে ক্রমশই ঘিঞ্জি হয়ে উঠছে বড়বাজার এবং সংলগ্ন এলাকা। প্রায়শই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এদিন পুজো উদ্বোধনে গিয়ে ব্যবসায়ীদের এ নিয়ে সতর্কও করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুজোর আয়োজক ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, ‘বড়বাজার-জোড়াসাঁকো-পোস্তা এলাকায় কোনও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে আপনারা দমকলকে অহেতুক দোষ দেবেন না। কারণ আসার পথে দেখলাম আপনারা প্রচুর পরিমাণে প্লাস্টিক জমায়েত করে রেখেছেন। অনেক দাহ্য পদার্থ মজুত রয়েছে। ফলে দমকলের গাড়ি ঢুকতে অসুবিধা হয়। আপনাদের অনুরোধ করব, প্লাস্টিক রাখবেন না।’

পাশাপাশি বড়বাজার অঞ্চলে বিপজ্জক অবস্থায় থাকা বহু জীর্ণ বাড়ি থেকে ব্যবসায়ী ও সাধারণ মানুষের সরে না যাওয়া নিয়েও খানিকটা উষ্মাপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, ‘বহু জীর্ণ বাড়ি রয়েছে। কলকাতা পুরসভার তরফে বহু বাড়িকে বিপজ্জনক আখ্যা দিয়ে বাসিন্দাদের সতর্ক করে দিয়ে নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু বিপজ্জনক জেনেও ওই বাড়ি ছাড়ছেন না বাসিন্দারা। ফলে যে কোনও সময়ে অনাকাঙ্খিত ঘটনা ঘটতে পারে।’ এর পরেই মুখ্যমন্ত্রী প্রস্তাব দেন, ‘আপনারা নিজেরা আলোচনা করে একটি পরিকল্পনা তৈরি করুন। সেই পরিকল্পনা মাফিক একটি নতুন বাড়ি তৈরি করে আপনারা তাতে সরে যান। এতে আপনাদের ব্যবসা ও জীবন দুই-ই সুরক্ষিত হবে। পাঁচতলার জায়গায় দশতলা বাড়ি গড়ুন, আমার কোনও সমস্যা নেই। কলকাতা পুরসভাও অনুমোদন দিয়ে দেবে।’

এদিন পোস্তার পুজোমণ্ডপ থেকেই ভার্চুয়ালি মানকুণ্ডুর নিয়োগীবাগান নব বালক সংঘ, উর্দিবাজার সার্বজনীন, হাটখোলা দৈবকপাড়া সার্বজনীন, কুন্ডুঘাট দালান সার্বজনীন, ব্রাহ্মণপাড়া সার্বজনীন, নতুনপাড়া সার্বজনীন, গোন্দলপাড়া সার্বজনীন, ভদ্রেশ্বর নেহরু বিদ্যাপীঠ সার্বজনীন, গোলদিঘির ধার সার্বজনীন এবং বেশোহাটা সার্বজনীন পুজোর উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মানকুণ্ডু নিয়োগীবাগান নব বালক সংঘের পুজো প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী তথা চন্দননগরের তৃণমূল বিধায়ক ইন্দ্রনীল সেন, রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি জাভালগি, জেলাশাসক মুক্তা আর্য।




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ডিভিসির জন্য ২০ লক্ষ পরিবার জল পাচ্ছে না, অভিযোগ মমতার

টেন্ডার দুর্নীতিতে চলত বড়সড় ষড়যন্ত্র, আরজিকর মামলায় দাবি সিবিআইয়ের!

নজরে ২০২৬-এর বিধানসভা নির্বাচন, তৃণমূলের বিধায়কদের একগুচ্ছ দাওয়াই মমতার

বাংলাদেশে শান্তি সেনা মোতায়েনের দাবি জানানোয় মমতাকে হুমকি মোল্লা ইউনূসের উপদেষ্টার

সপ্তাহের শুরুতেই ব্যাপক সস্তা হল সোনা, বিয়ের মাসে একধাক্কায় কতখানি কমল দাম?

বাংলাদেশ শান্তি সেনা পাঠানোর দাবি মমতার

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর