এই মুহূর্তে

WEB Ad Valentine 3

WEB Ad_Valentine

বিরোধিতার সুর না বদলালে বাংলায় ৪২ আসনেই লড়বে তৃণমূল

নিজস্ব প্রতিনিধি: ২৪’র ভোটে নরেন্দ্র মোদি(Narendra Modi) ও তাঁর দল বিজেপিকে(BJP) হারাতে দেশের বিজেপির বিরোধী বেশির ভাগ দলই এখন চলে এসেছে এক ছাতার তলায়। গড়ে উঠেছে Indian National Developmental Inclusive Alliance বা INDIA নামের জোট। সেই জোটের বৈঠকেই ঠিক হয়েছে, যে দল যে রাজ্যে শক্তিশালী সেই রাজ্যে সেই দলই ঠিক করবে কে কয়টি আসনে লড়বে। সেই হিসাবে বাংলায়(Bengal) ৪২টি আসনের মধ্যে কয়টি আসনে তৃণমূল কংগ্রেস(TMC) প্রার্থী দেবে আর কয়টি আসনে কংগ্রেস(INC) প্রার্থী দেবে সেটা ঠিক করার দায়িত্ব তৃণমূলেরই। জোড়াফুল সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক ভাবে ঠিক করা হয়েছিল ২০১৯ সালের ভোটে এই রাজ্য থেকে কংগ্রেস যে ২টি আসনে জয়ী হয়েছিল সেই দুটি আসন এবার তাঁদের ছেড়ে দেওয়া হবে। কিন্তু প্রদেশ কংগ্রেসের নেতারা যেভাবে বিজেপি ও বামেদের সঙ্গে হাত মিলিয়ে অন্ধ বিরোধিতা চালিয়ে যাচ্ছে তা দেখে তৃণমূল এখন রাজ্যের ৪২টি আসনেই একক ভাবে লড়াই করার প্রস্তুতি নিয়ে রাখছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন মমতার বাংলাই মডেল, মানলো মোদি সরকার

INDIA গঠনের পরেই ঠিক হয়েছিল ২৪’র ভোটে(General Election 2024) বিজেপির বিরুদ্ধে 1:1 ফর্মুলায় প্রার্থী দেওয়ার ওপর জোর দেওয়া হবে। সেই হিসাবে ঠিক হয়, কোনও রাজ্যে যদি নির্দিষ্ট আঞ্চলিক দল দাপটের সঙ্গে ক্ষমতায় থাকে, তাহলে সেই দলই আসন সংক্রান্ত সিদ্ধান্ত নেবে সেই রাজ্যের ক্ষেত্রে। এই ফর্মুলা মেনেই বাংলায় তৃণমূল কংগ্রেস, দিল্লি ও পাঞ্জাবে আম আদমি পার্টি, তামিলনাড়ুতে ডিএমকে, ঝাড়খণ্ডে জেএমএম, বিহারে আরজেডি-জেডিইউ আসন ভাগাভাগির ক্ষেত্রে সিদ্ধান্ত নেবে। কংগ্রেস যেখানে দুর্বল, সেখানে তারা কোনও জোরাজুরি করবে না। অনেক বেশি ‘উদার’ হবে। আবার রাজস্থান, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, হিমাচল, কর্ণাটক সহ কংগ্রেস যেখানে শক্তিশালী, সেইসব রাজ্যে আসন নির্ধারক হবে তারাই। কারণ, সেখানে লড়াইটাই হবে কংগ্রেস এবং বিজেপির। এই হিসাবেই বাংলার ৪২ আসনে কে লড়াই করবে সেটা তৃণমূলেরই ঠিক করার কথা। কার্যত তা একরকম ঠিকই হয়ে গিয়েছিল। মালদা দক্ষিণ ও বহরমপুর লোকসভা কেন্দ্রদুটি কংগ্রেসকে ছেড়ে দেওয়া হবে। কিন্তু এখন সেই অবস্থান থেকে সরে আসতে চাইছে তৃণমূল। কিন্তু কেন?

আরও পড়ুন ‘মোদি বিশ্বাস করেন যে তাঁকে পালটে দিতে পারে একমাত্র বাংলার বাঘিনী’: ফিরহাদ

জানা গিয়েছে, প্রদেশ কংগ্রেসের নেতারা চেয়েছিলেন মমতা তাঁদের অন্তত ১২টি আসন ছাড়ুন। মুর্শিদাবাদ জেলার ৩টি আসন, মালদা জেলার ২টি আসন এবং আলিপুরদুয়ার, দার্জিলিং, রায়গঞ্জ, কৃষ্ণনগর, বসিরহাট, জয়নগর ও পুরুলিয়া। কিন্তু তৃণমূল যে এই দাবি মেনে নেবে না সেটা বুঝেই সুর নরম করেন কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব। তাঁরা রাজ্যে যে কোনও ৪টি আসন চান লড়াই করার জন্য। সেই সঙ্গে গতবারের জেতা ২টি আসন চান তাঁরা। তৃণমূল গতবারের জেতা দুটি আসন ছাড়তে রাজিও হয়েছিল বলে সূত্রে জানা গিয়েছে। কিন্তু এখনও কংগ্রেসের কিছু নেতা অন্ধ ভাবে বাংলায় যেভাবে তৃণমূল বিরোধিতা করে চলেছে তাতে করে তাঁদেরও নতুন করে ভাবতে হচ্ছে যে ২৪’র ভোটে বাংলায় কংগ্রেসকে ১টিও আসন ছাড়া হবে কিনা তা নিয়ে। প্রয়োজনে তৃণমূল রাজ্যের ৪২টি আসনেই প্রার্থী দেবে। প্রদেশ কংগ্রেস নেতাদের একাংশের বিজেপির সুরে সুর মিলিয়ে তৃণমূল বিরোধিতার বিষয়টি নিয়ে কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বের নজরে আনা হবে বলে তৃণমূলের তরফে ঠিক করা হয়েছে। কিন্তু তাতেও সমস্যার সমাধান না হলে তৃণমূল বাংলায় একাই লড়াই করার কথা ভেবে রাখছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

২৬ হাজার চাকরি বাতিল মামলার সুপ্রিম শুনানি সোমবার

সিটি সেন্টারে ভোটদানে উৎসাহ প্রদান প্রশাসনের, তৈরি সেলফি জোন

রবিবার কলকাতা তেঁতে পুড়ে যাবে, উত্তরবঙ্গের তিন জেলায় ঝড় -বৃষ্টির পূর্বাভাস

এবার আর Vote Boycot’র ডাক দিচ্ছে না Smart City Newtown

‘গতর খাটিয়ে খাই, শ্রমিকের অধিকার চাই’, মে দিবসে বন্ধ থাকবে সোনাগাছি

হাওড়ার ডুমুরজলায় হচ্ছে না মোদির সভা, বড় ধাক্কা রথীনের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর