এই মুহূর্তে




তৃণমূল সাংসদ কীর্তি আজাদের স্ত্রী বিয়োগ, শোক জ্ঞাপন করলেন মমতা

Courtesy - Google




নিজস্ব প্রতিনিধি: ৩ মাসও হয়নি লোকসভা নির্বাচন। সেই নির্বাচনেই বাংলার(Bengal) বর্ধমান-দুর্গাপুর কেন্দ্র(Burdwan Durgapur Constituency) লোকসভা থেকে তৃণমূলের প্রার্থী হিসাবে জয়ী হয়ে সাংসদ(TMC MP) হয়েছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন সদস্য কীর্তি আজাদ(Kirti Azad)। এদিন অর্থাৎ সোমবার দুপুরে সেই কীর্তিই হারালেন তাঁর জীবনসঙ্গীকে। এদিন দুপুর ১২টা ৪০ মিনিটে মৃত্যু হয় তাঁর স্ত্রী পুনম ঝা আজাদের(Punam Jha Azad)। এদিন নিজেই কীর্তি তাঁর স্ত্রীর মৃত্যুর খবর ট্যুইট করে সামনে আনেন। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)।

আরও পড়ুন, বিলের নাম অপরাজিতা, মঙ্গলে বিধানসভায় পেশ করবেন মলয়

কীর্তি এবং তাঁর পরিবারকে সমবেদনা জানিয়ে তিনি ট্যুইট করে লেখেন, ‘আমার জেনে খুব খারাপ লাগছে যে আমাদের দলের সাংসদ এবং বিশ্বকাপ জয়ী ক্রিকেট দলের সদস্য কীর্তি আজাদের স্ত্রী পুনম ঝা আজাদ আজ শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। আমি দীর্ঘ দিন ধরে পুনমকে চিনি। আমি এটাও জানতাম যে, তিনি গত কয়েক বছর ধরেই গুরুতর ভাবে অসুস্থ ছিলেন। কীর্তি এবং পরিবারের অন্য সদস্যেরা সব রকম চেষ্টা করেছেন এবং শেষ যুদ্ধে তাঁর পাশে থেকেছেন। কীর্তি এবং তাঁর পরিবারের প্রতি রইল আমার আন্তরিক সমবেদনা। পুনমের আত্মা শান্তিতে থাকুক।’ জানা গিয়েছে, দীর্ঘ দিন ধরেই স্নায়ুজনিত সমস্যায় ভুগছিলেন পুনম। শেষ কয়েক মাস ভর্তি ছিলেন দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে। সোমবার দুপুরে সেখানেই মৃত্যু হয় তাঁর।

আরও পড়ুন, ‘মা-বোনেদের ছবি বিকৃত করে টাঙিয়ে’ দেওয়ার হুমকি দিয়ে সাসপেন্ড তৃণমূল নেতা

বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভাগবত ঝা আজাদের পুত্র কীর্তি বিজেপির টিকিটে দু’বার লোকসভায় গিয়েছিলেন। স্বামী আজাদের মতো এক সময় সক্রিয় রাজনীতিতে ছিলেন পুনমও। ২০১৬ সালে তিনি আপে যোগ দেন। ২০১৭ সালে যোগ দেন কংগ্রেসে। শারীরিক অসুস্থতার জন্য তার পর অবশ্য রাজনীতিতে সক্রিয় থাকতে পারেননি তিনি। তবে এবারের লোকসভা নির্বাচ নে কীর্তি বাংলায় এসে ঘাঁটি গেড়েছিলেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্র থেকে লড়াই করার জন্য। সেই ভোটযুদ্ধে কিন্তু প্রথম থেকেই স্বামীর পাশে ছিলেন পুনম। কীর্তির সঙ্গে তাঁকেও ভোট প্রচারে দেখা গিয়েছিল। ভোটযুদ্ধে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষকে ১ লক্ষেরও বেশি ভোটে হারিয়ে দেন কীর্তি। আর আজ তিনি চিরতরে হারালেন পুনমকে। একই সঙ্গে মাতৃহারা হল আজাদের দুই পুত্রও।  




Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ধর্ষণকাণ্ডে কেন্দ্রীয় সরকার যে নয়া আইন প্রণয়ন করবে তাতে সমর্থন থাকবে সংঘের: মোহন ভাগবত

মঙ্গল থেকে বৃহস্পতিবারের মধ্যে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি

আরজি কর হাসপাতালে তদন্তে গিয়ে নার্সিংস্টাফদের বিক্ষোভের মুখে সিবিআই অফিসাররা

‘অনুপ্রবেশ’ নিয়ে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীকে কড়া হুঁশিয়ারি বিএসএফের

হাসপাতালের উন্নয়নে বরাদ্দ ১০০ কোটি টাকা, জানালেন মুখ্যসচিব  

রবি ঠাকুরের নোবেল খোঁজার মতো আরজি কর কাণ্ডের প্রমাণ হাতড়ে বেড়াচ্ছে সিবিআই

Advertisement

এক ঝলকে
Advertisement




জেলা ভিত্তিক সংবাদ

দার্জিলিং

কালিম্পং

জলপাইগুড়ি

আলিপুরদুয়ার

কোচবিহার

উত্তর দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর

মালদা

মুর্শিদাবাদ

নদিয়া

পূর্ব বর্ধমান

বীরভূম

পশ্চিম বর্ধমান

বাঁকুড়া

পুরুলিয়া

ঝাড়গ্রাম

পশ্চিম মেদিনীপুর

হুগলি

উত্তর চব্বিশ পরগনা

দক্ষিণ চব্বিশ পরগনা

হাওড়া

পূর্ব মেদিনীপুর