এই মুহূর্তে




কসবাকাণ্ডে ধৃতদের কলেজ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত, বার কাউন্সিলের লাইসেন্স বাতিলের আবেদন




নিজস্ব প্রতিনিধি : কসবা ল কলেজে অস্থায়ীপথ থেকে মনোজিৎ মিশ্রকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে কলেজের গভর্নিং বডি। ২৫ জুন কলেজের ভিতরে গণধর্ষণের ঘটনার পরে এই প্রথম মঙ্গলবার জিবি বৈঠক বসে। সেখানেই বলা হয়, মনোজিৎ সহ ৩জনকেই বরাখাস্ত করা হয়েছে। নিরাপত্তা এজেন্সিকেও শোকজ করা হয়েছে।

জানা গিয়েছে, মঙ্গলবার কলেজেই বসে গভর্নিং বডির বৈঠক। সেখানে হাজির ছিলেন কলেজ পরিচালন সমিতির সভাপতি অশোক দেব। সাউথ ক্যালকাটা ল কলেজের জিবি মিটিং থেকে বেরিয়ে তিনি বলেছেন, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। মনোজিৎ, প্রমিত ও জেব তিনজনেই বহিষ্কৃত। কলেজের সুস্থ পরিবেশ ফিরিয়ে আনতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মনোজিৎ-র বার কাউন্সিলের সদস্যপথ খারিজ করার আবেদনও করা হবে বলে জানানো হয়েছে। এই ঘটনায় স্ক্যানারে রয়েছে নিরাপত্তা সংস্থাও। তাদের শোকজ করা হয়েছে। পাশাপাশি এই এজেন্সি বদল করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

কসবা কলেজের সামনেই প্রতিবাদে নেমেছে আইনজীবীরা। সেখান থেকেই উঠেছে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান। বর্তমান পড়ুয়ারা পথে নেমেছেন। কসবা ল কলেজের পড়ুয়ারা ছাড়াও এদিন একাধিক ল কলেজের পড়ুয়ারা হাজির হয়েছেন প্রতিবাদে। কসবাকাণ্ডে বিচারপতি সৌমেন সেনের দৃষ্টি আকর্ষণ করেছেন আইনজীবীরা। কলকাতা হাইকোর্টের তিনটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। আগামী বৃহস্পতিবার শুনানির সম্ভাবনা রয়েছে। কলকাতার কলেজ গুলো নিরাপত্তা কি অবস্থায় রয়েছে তা খতিয়ে দেখা হোক, কলেজ ক্যাম্পাসে নিরাপত্তা সুনিশ্চিত করা হোক সেই দাবি নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। কসবা ল কলেজের ভিতরে ছাত্রীকে গণধর্ষণের ঘটনা নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে কলাকাত হাইকোর্টে। এমনিতেই এই ঘটনা নিয়ে তদন্ত চলছে। ৯ সদস্যের সিট গঠন করা হয়েছে। পাশাপাশি কলকাতার অন্যান্য কলেজের নিরাপত্তার বিষয় নিয়েও জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

২১ জুলাইয়ে কী চলবে অতিরিক্ত ট্রেন ও মেট্রো? অফিস যাওয়ার আগে জেনে নিন

শহিদ সমাবেশের দিনে অফিসের চিন্তা! কোন পথ এড়িয়ে যাবেন জানুন

তৃণমূলের মেগা কর্মসূচি! ত্রিস্তরীয় শহিদমঞ্চের প্রস্তুতি শেষ লগ্নে

লক্ষ্য ২১ জুলাই! ৫৫কিমি সাইকেল চেপে ধর্মতলায় ২ ভাই

জালিয়াতি রুখতে দেশের মধ্যে বাংলায় জমি-বাড়ি রেজিস্ট্রেশনে চালু হচ্ছে ফেস রেকগনিশন

বঙ্গোপসাগরে নিম্নচাপ, ঘূর্ণাবর্তের জেরে ভারী বৃষ্টি, কবে থেকে ভাসতে চলেছে দক্ষিণবঙ্গ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ